চাঁদাবাজির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জেরে জামালপুরে হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) জেলা শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব সাফায়াত তূর্য।
রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভা শেষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এনসিপির জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এই হামলা চালায়।
আহত অবস্থায় তূর্যকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে সাংবাদিকদের কাছে তূর্য বলেন, “আমি বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে আবিদ সৌরভের নেতৃত্বে একটি দল এসে আমাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে। কিছুদিন আগে আমি ফেসবুকে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছিলাম। এর প্রতিশোধ হিসেবেই আমার ওপর হামলা চালানো হয়েছে।”
ঘটনার সময় উপস্থিত বৈছাআ’র সাবেক নেত্রী দিয়া বলেন, “তূর্যকে একজন প্রথমে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ‘ভাই কেমন আছেন?’ এরপর হঠাৎ করে ২০-২৫ জন এসে তাকে মারতে শুরু করে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি নেতা আবিদ সৌরভ। তিনি বলেন, “আমি ঘটনার সঙ্গে জড়িত নই। কে বা কারা হামলা করেছে, তাও জানি না। বরং আমি খবর পেয়ে হাসপাতালে গিয়ে তূর্যকে দেখে এসেছি।”
এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
চাঁদাবাজির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জেরে জামালপুরে হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) জেলা শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব সাফায়াত তূর্য।
রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভা শেষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এনসিপির জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এই হামলা চালায়।
আহত অবস্থায় তূর্যকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে সাংবাদিকদের কাছে তূর্য বলেন, “আমি বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে আবিদ সৌরভের নেতৃত্বে একটি দল এসে আমাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে। কিছুদিন আগে আমি ফেসবুকে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছিলাম। এর প্রতিশোধ হিসেবেই আমার ওপর হামলা চালানো হয়েছে।”
ঘটনার সময় উপস্থিত বৈছাআ’র সাবেক নেত্রী দিয়া বলেন, “তূর্যকে একজন প্রথমে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ‘ভাই কেমন আছেন?’ এরপর হঠাৎ করে ২০-২৫ জন এসে তাকে মারতে শুরু করে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি নেতা আবিদ সৌরভ। তিনি বলেন, “আমি ঘটনার সঙ্গে জড়িত নই। কে বা কারা হামলা করেছে, তাও জানি না। বরং আমি খবর পেয়ে হাসপাতালে গিয়ে তূর্যকে দেখে এসেছি।”
এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।