জয়পুরহাটের আক্কেলপুরে পেয়ারা খাওয়ানোর কথা বলে চার বছরের এক ছেলেশিশুকে বাড়িতে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত তরুণ নাসির উদ্দিন (২০) পলাতক রয়েছে।
শিশুটির স্বজনদের ভাষ্যমতে, গতকাল বিকেলে শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ির পাশের মাঠে যায়। মা যখন গরুর জন্য ঘাস কাটছিলেন, শিশুটি তখন পেয়ারা খাচ্ছিল। এ সময় নাসির উদ্দিন নামের ওই তরুণ শিশুটিকে আরও পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
নির্যাতনের শিকার শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি জানায়। দ্রুত শিশুটিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান জানান, "চার বছরের ছেলে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে। শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। আমরা তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছি।"
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, "হাসপাতালের চিকিৎসক আমাকে ঘটনাটি জানিয়েছেন। শিশুটি বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি, তবে পুলিশ অভিযুক্ত তরুণকে আটকের চেষ্টা চালাচ্ছে।"
---
শনিবার, ২৬ জুলাই ২০২৫
জয়পুরহাটের আক্কেলপুরে পেয়ারা খাওয়ানোর কথা বলে চার বছরের এক ছেলেশিশুকে বাড়িতে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত তরুণ নাসির উদ্দিন (২০) পলাতক রয়েছে।
শিশুটির স্বজনদের ভাষ্যমতে, গতকাল বিকেলে শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ির পাশের মাঠে যায়। মা যখন গরুর জন্য ঘাস কাটছিলেন, শিশুটি তখন পেয়ারা খাচ্ছিল। এ সময় নাসির উদ্দিন নামের ওই তরুণ শিশুটিকে আরও পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
নির্যাতনের শিকার শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি জানায়। দ্রুত শিশুটিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান জানান, "চার বছরের ছেলে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে। শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। আমরা তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছি।"
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, "হাসপাতালের চিকিৎসক আমাকে ঘটনাটি জানিয়েছেন। শিশুটি বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি, তবে পুলিশ অভিযুক্ত তরুণকে আটকের চেষ্টা চালাচ্ছে।"
---