সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহতের বাবা হরমুজ আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় এ মামলা করেন। মামলায় জাফলং চা-বাগান এলাকার কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কপিল উদ্দিন লিটন (মনজ্জির আহমদের ছেলে), নিরঞ্জন গোয়ালা (স্বর্গীয় বসন্ত গোয়ালার ছেলে), আক্কেল প্রধান (শুধু প্রধানের ছেলে), বিশ্বজিত (বীরেন ঘাটুয়ার ছেলে), চপ্পল কর্মকার (চুনিলাল কর্মকারের ছেলে), সঞ্জিত মৃধা (হৃদয় মৃধার ছেলে), কাজল রায় (বীরেন রায়ের ছেলে), আরও একজন কাজল রায় (মঙ্গল রায়ের ছেলে) এবং সজীব কর্মকার (বাবুল কর্মকারের ছেলে)।
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহতের বাবা হরমুজ আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় এ মামলা করেন। মামলায় জাফলং চা-বাগান এলাকার কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কপিল উদ্দিন লিটন (মনজ্জির আহমদের ছেলে), নিরঞ্জন গোয়ালা (স্বর্গীয় বসন্ত গোয়ালার ছেলে), আক্কেল প্রধান (শুধু প্রধানের ছেলে), বিশ্বজিত (বীরেন ঘাটুয়ার ছেলে), চপ্পল কর্মকার (চুনিলাল কর্মকারের ছেলে), সঞ্জিত মৃধা (হৃদয় মৃধার ছেলে), কাজল রায় (বীরেন রায়ের ছেলে), আরও একজন কাজল রায় (মঙ্গল রায়ের ছেলে) এবং সজীব কর্মকার (বাবুল কর্মকারের ছেলে)।