alt

সারাদেশ

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে যাত্রীরা পরিবহন ব্যবসায়ীদের কাছে জিম্মি

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর) : শনিবার, ০৩ মে ২০২৫

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে চলাচলকারী গাজীপুরের কাপাসিয়া, কিশোরগঞ্জ জেলা সদর, পাকুন্দিয়া, কটিয়াদি, হেসেনপুর, নরসিংদী জেলার মনোহরদী উপজেলাসহ আশপাশের লাখ লাখ মানুষ পরিবহন মালিক-শ্রমিকদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় যাত্রীবাহী পরিবহনগুলো ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। সবগুলো পরিবহন কোম্পানি যাত্রীদের কাছ থেকে গেটলক সার্ভিসের ভাড়া আদায় করলেও বাসগুলোতে সেবা মিলে লোকাল সার্ভিসের। এসব বিষয়ে প্রতিবাদ করলে যাত্রীদেরকে অনেক সময় মারধরের শিকার হতে হয়।

স্থানীয়রা জানান, এক সময় প্রায় শতাধিক বাস কাপাসিয়া সদর থেকে ঢাকা গেলেও বর্তমানে কাপাসিয়া বাসস্টান্ড থেকে রাজধানী কিংবা গাজীপুর সদরের উদ্দেশ্যে কোন বাসই যাত্রা শুরু করেনা। ফলে যাত্রার শুরুতে সিট মিলেনা এখানকার অধিকাংশ যাত্রীর। এমনকি লোকাল সার্ভিসের মতো সেবাদাতা ২টি পরিবহনের বাস ছাড়া অন্যান্য বাসগুলোকে কাপাসিয়া সদরে এবং আশপাশের অধিকাংশ স্টপেজে যাত্রী উঠানামা করতে দেওয়া হয় না। ফলে ওই নির্দিষ্ট পরিবহনের বাসে যাত্রীরা তাদের ব্যাগ ও ছোট খাট জিনিস নিয়ে উঠতে গিয়ে মারাত্মক সমস্যার মুখোমুখি হয়ে থাকেন।

পরিবহন সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি, পাকুন্দিয়া, হোসেনপুর ও কিশোরগঞ্জ এলাকায় জলসিড়ি এক্সপ্রেসের ৬৪ টি, অনন্যা পরিবহনের ৪৭ টি, উজানভাটি পরিবহনের ২৬টি এবং অনন্যা ক্লাসিকের ৫৪ টি যাত্রীবাহী বাস চলাচল করে। পাশাপাশি মহাখালি বাস টার্মিনালের উত্তর পাশের একটি পেট্রোল পাম্প এলাকা থেকে কাপাসিয়া হয়ে নরসিংদী জেলার মনোহরদীর চালাকচর পর্যন্ত ‘সম্রারাট পরিবহনে’র ৪৫ টি এবং সম্রারাট ট্রান্সলাইনের ১৯টি যাত্রীবাহী বাস চলাচল করে। তাছাড়া গাজীপুর সদর থেকে কাপাসিয়ার সর্ব উত্তরের জনবহুল স্থান টোক বাজার পর্যন্ত ‘পথের সাথী রাজদূত’ পরিবহনের প্রায় ৪০ টির মতো যাত্রবাহী বাস চলাচল করে থাকে।

কাপাসিয়া সদরের আমিনুর রহমান নামে এক যাত্রী জানান, গাজীপুর চৌরাস্তা থেকে কাপাসিয়ার দূরত্ব মাত্র ২৯ কি.মি। সেখান থেকে ‘অনন্যা পরিবহন’, ‘অনন্যা ক্লাসিক’, ও ‘জলসিড়ি এক্সপ্রেসের’ বাসে কাপাসিয়া আসতে যাত্রীদেরকে ২শত টাকা দিয়ে একটি টিকিট কিনতে হয়। এ বিষয়ে প্রতিবাদ করলে কাউন্টার থেকে বলা হয়, যেহেতু কাপাসিয়ায় তাদের স্টপেজ নেই তাই টোক বাসস্ট্যান্ড পর্যন্ত টিকিট কিনে কাপাসিয়া যেতে হবে। এ বিষয়ে প্রতিবাদ করলে নানা কটূ কথা শুনতে হয় এবং হেনস্থার শিকার হতে হয়।

উপজেলার টোক ইউনিয়নের বীর উজুলী এলাকার মোজাম্মেল হোসেন জানান, বীর উজুলি থেকে গাজীপুর চৌরাস্তার দূরত্ব ৪৪ কি.মি এবং অনন্যা ক্লাসিক পরিবহনের টিকিটের গায়ে ১৫০ টাকা লেখা থাকলেও এখানে ভাড়া আদায় করা হয় ১৯০ টাকা। টোক এলাকার ব্যবসায়ী আমানউল্লাহ জানান, টোক থেকে কাপাসিয়ার দূরত্ব ১৮ কি.মি হলেও পথের সাথী রাজদূত পরিবহনে ভাড়া আদায় করা হয় ৫০ টাকা এবং গাজীপুরের দূরত্ব ৫২ কি. মি হলেও ভাড়া আদায় করা হয় ১৫০ টাকা। অন্যান্য পরিবহনগুলোতে গাজীপুর চৌরাস্তা থেকে টোক পর্যন্ত ভাড়া গুণতে হয় ১৭০ টাকা থেকে ২শত টাকা পর্যন্ত। খিরাটি এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা-কাপাসিয়া- মনোহরদী-চালাকচর সড়কে ‘স¤্রাট পরিবহন’ ও ‘স¤্রাট ট্রান্সলাইন’ একমাত্র যাত্রীবাহী পরিবহন হওয়ায় যাত্রীরা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। কাপাসিয়া থেকে সালদৈ চৌরাস্তা পর্যন্ত ১২ কি.মি দূরত্বে যেতে তাদেরকে ভাড়া দিতে হয় ৫০ টাকা। মো. আলী হোসেন নামে কিশোরগঞ্জ এলাকার একজন যাত্রী জানান, ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে কিশোরগঞ্জের দূরত্ব ১০২ কি.মি হলেও অনন্যা পরিবহনে তাদেরকে ভাড়া দিতে হয় ৩৩০ টাকা। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে ভাড়া নৈরাজ্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বলে তিনি দাবি করেন।

জ¦ালানী তেলের দাম উঠানামার পর সর্বশেষ ২০২৪ সালের ১ এপ্রিল বিআরটিএ দূর পাল্লার বাসে প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা ভাড়া নির্ধারণ করে দেয়।

ভাড়ার এই নতুন হার ডিজেল চালিত বাসের জন্য প্রযোজ্য হবে এবং সিএনজি চালিত বাসে ভাড়া এক পয়সাও বাড়ানো যাবে না বলে সতর্ক করা হয়। কিন্তু ঢাকা-কাপাসিয়া-কিশোরগজ্ঞ ও ঢকা-কাপাসিয়া-মনোহরদী সড়কে চলাচলরত ৭টি কোম্পানির বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া লেখা থাকে। তদুপরি টিকিটের গায়ে আবারো নতুন করে সিল মেরে গড়ে সাড়ে তিন টাকা থেকে পাঁচ টাকা কি.মি হারে ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। এমনকি কোম্পানিগুলো সরকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে তারা নিজেদের মতো করে একটি ভাড়ার তালিকা করে রেখে দেন।

সাধারণ যাত্রীরা তালিকা দেখতে চাইলে তা দেখিয়ে অনেকটা জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। কোনো কোনো কোম্পানি বেশির ভাগ বাস সিএনজি চালিত হলেও তারা তেলের দাম বৃদ্ধির সাথে সাথে বাড়তি ভাড়া আদায় করলেও তেলের দাম কমার পর সরকার ভাড়া কমালে তা আমলে নেয়নি। পরিবহন কোম্পানির মালিকরা সংঘবদ্ধ ও প্রভাবশালী হওয়ায় এ পথের যাত্রীরা ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করেও কোন সুফল পান না বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন নেতা দাবি করেন, এ সড়কে অতিরিক্ত যাত্রীবাহী বাসের কারণে এবং ভয়াবহ যানজটের কারণে বর্তমানে তাদের বাসগুলো পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না এবং যাতায়াতে সময় বেশি লাগায় ট্রিপ কমে গেছে। তাছাড়া রাস্তায় নানা খরচ মিটিয়ে বর্তমানে বাস মালিকদের টিকে থাকাই মুশকিল হয়ে উঠেছে।

এ বিষয়ে গাজীপুর বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার বিষয়টি তার জানা ছিল না। খুব শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যারা অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুরে গ্যাসের আগুন: চলে গেল শিশু আইয়ানও

ছবি

১১ বছর ভাত না খাওয়া নিজাম উদ্দীন অসুস্থ হয়ে ঢাকায় ভর্তি

সোনারগাঁয়ে খেলাঘরের ৭৩তম প্রতিষ্ঠাবর্ষ পালন

ছবি

পদ্মার এক কাতল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

সুন্দরবনের হরিণ শিকার প্রতিরোধে অভিনব সিদ্ধান্ত

ছবি

দামুড়হুদার হাট বাজারে রসাল লিচুর উঁকিঝুঁকি

নারী প্রবাসীর বাড়িতে হামলা, নগদ টাকা ও মালামাল লুট

ধর্ষণ মামলায় চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি কৃষক আহত

দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রসহ নিহত ২

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সাপের কামড়ে শিশুর মৃত্যু

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত পাঁচ

পতাকা বৈঠকের পর ২ ভারতীয় ও ২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিজিবি-বিএসএফ

প্রকল্পের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ

এক বছরে ৩২ সাপ উদ্ধার, আতঙ্কে গ্রামবাসী

শিক্ষকের লাথির আঘাতে হাসপাতালে শিক্ষার্থী

মসজিদ নির্মাণের জায়গা দখলের প্রতিবাদ করায় পিটিয়ে জখম

সেচ ক্যানেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি

ইরি ধান কাটা-মাড়াই শুরু ফলন নিয়ে শঙ্কায় কৃষক

ছবি

দশমিনায় মুগডালের বাম্পার ফলন, শ্রমিক সংকটে ডাল তোলা ব্যাহত

চুয়াডাঙ্গায় শাক বীজ উৎপাদনে ভাগ্য বদল কৃষকের

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে আটক ২

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

মায়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০

কসবায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

ছবি

বর্ষিজোড়া ইকোপার্ক দীর্ঘদিন ধরে অরক্ষিত, লুটপাট হচ্ছে বনজ বৃক্ষ

সুন্দরবনে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ

সাদুল্লাপুরে দিনে-দুপুরে চিকিৎসককে অপহরণ

ছবি

রাস্তা ভেঙে নদীতে, ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

ছবি

বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর

গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

ছবি

গোবিন্দগঞ্জে বোরো ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষকরা

সখীপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

কুষ্টিয়ায় গ্রেপ্তার করতে গিয়ে দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

ছবি

বেগমগঞ্জে দখল-দূষণে ক্ষতিগ্রস্ত খাল পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব

tab

সারাদেশ

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে যাত্রীরা পরিবহন ব্যবসায়ীদের কাছে জিম্মি

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

শনিবার, ০৩ মে ২০২৫

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে চলাচলকারী গাজীপুরের কাপাসিয়া, কিশোরগঞ্জ জেলা সদর, পাকুন্দিয়া, কটিয়াদি, হেসেনপুর, নরসিংদী জেলার মনোহরদী উপজেলাসহ আশপাশের লাখ লাখ মানুষ পরিবহন মালিক-শ্রমিকদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় যাত্রীবাহী পরিবহনগুলো ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। সবগুলো পরিবহন কোম্পানি যাত্রীদের কাছ থেকে গেটলক সার্ভিসের ভাড়া আদায় করলেও বাসগুলোতে সেবা মিলে লোকাল সার্ভিসের। এসব বিষয়ে প্রতিবাদ করলে যাত্রীদেরকে অনেক সময় মারধরের শিকার হতে হয়।

স্থানীয়রা জানান, এক সময় প্রায় শতাধিক বাস কাপাসিয়া সদর থেকে ঢাকা গেলেও বর্তমানে কাপাসিয়া বাসস্টান্ড থেকে রাজধানী কিংবা গাজীপুর সদরের উদ্দেশ্যে কোন বাসই যাত্রা শুরু করেনা। ফলে যাত্রার শুরুতে সিট মিলেনা এখানকার অধিকাংশ যাত্রীর। এমনকি লোকাল সার্ভিসের মতো সেবাদাতা ২টি পরিবহনের বাস ছাড়া অন্যান্য বাসগুলোকে কাপাসিয়া সদরে এবং আশপাশের অধিকাংশ স্টপেজে যাত্রী উঠানামা করতে দেওয়া হয় না। ফলে ওই নির্দিষ্ট পরিবহনের বাসে যাত্রীরা তাদের ব্যাগ ও ছোট খাট জিনিস নিয়ে উঠতে গিয়ে মারাত্মক সমস্যার মুখোমুখি হয়ে থাকেন।

পরিবহন সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি, পাকুন্দিয়া, হোসেনপুর ও কিশোরগঞ্জ এলাকায় জলসিড়ি এক্সপ্রেসের ৬৪ টি, অনন্যা পরিবহনের ৪৭ টি, উজানভাটি পরিবহনের ২৬টি এবং অনন্যা ক্লাসিকের ৫৪ টি যাত্রীবাহী বাস চলাচল করে। পাশাপাশি মহাখালি বাস টার্মিনালের উত্তর পাশের একটি পেট্রোল পাম্প এলাকা থেকে কাপাসিয়া হয়ে নরসিংদী জেলার মনোহরদীর চালাকচর পর্যন্ত ‘সম্রারাট পরিবহনে’র ৪৫ টি এবং সম্রারাট ট্রান্সলাইনের ১৯টি যাত্রীবাহী বাস চলাচল করে। তাছাড়া গাজীপুর সদর থেকে কাপাসিয়ার সর্ব উত্তরের জনবহুল স্থান টোক বাজার পর্যন্ত ‘পথের সাথী রাজদূত’ পরিবহনের প্রায় ৪০ টির মতো যাত্রবাহী বাস চলাচল করে থাকে।

কাপাসিয়া সদরের আমিনুর রহমান নামে এক যাত্রী জানান, গাজীপুর চৌরাস্তা থেকে কাপাসিয়ার দূরত্ব মাত্র ২৯ কি.মি। সেখান থেকে ‘অনন্যা পরিবহন’, ‘অনন্যা ক্লাসিক’, ও ‘জলসিড়ি এক্সপ্রেসের’ বাসে কাপাসিয়া আসতে যাত্রীদেরকে ২শত টাকা দিয়ে একটি টিকিট কিনতে হয়। এ বিষয়ে প্রতিবাদ করলে কাউন্টার থেকে বলা হয়, যেহেতু কাপাসিয়ায় তাদের স্টপেজ নেই তাই টোক বাসস্ট্যান্ড পর্যন্ত টিকিট কিনে কাপাসিয়া যেতে হবে। এ বিষয়ে প্রতিবাদ করলে নানা কটূ কথা শুনতে হয় এবং হেনস্থার শিকার হতে হয়।

উপজেলার টোক ইউনিয়নের বীর উজুলী এলাকার মোজাম্মেল হোসেন জানান, বীর উজুলি থেকে গাজীপুর চৌরাস্তার দূরত্ব ৪৪ কি.মি এবং অনন্যা ক্লাসিক পরিবহনের টিকিটের গায়ে ১৫০ টাকা লেখা থাকলেও এখানে ভাড়া আদায় করা হয় ১৯০ টাকা। টোক এলাকার ব্যবসায়ী আমানউল্লাহ জানান, টোক থেকে কাপাসিয়ার দূরত্ব ১৮ কি.মি হলেও পথের সাথী রাজদূত পরিবহনে ভাড়া আদায় করা হয় ৫০ টাকা এবং গাজীপুরের দূরত্ব ৫২ কি. মি হলেও ভাড়া আদায় করা হয় ১৫০ টাকা। অন্যান্য পরিবহনগুলোতে গাজীপুর চৌরাস্তা থেকে টোক পর্যন্ত ভাড়া গুণতে হয় ১৭০ টাকা থেকে ২শত টাকা পর্যন্ত। খিরাটি এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা-কাপাসিয়া- মনোহরদী-চালাকচর সড়কে ‘স¤্রাট পরিবহন’ ও ‘স¤্রাট ট্রান্সলাইন’ একমাত্র যাত্রীবাহী পরিবহন হওয়ায় যাত্রীরা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। কাপাসিয়া থেকে সালদৈ চৌরাস্তা পর্যন্ত ১২ কি.মি দূরত্বে যেতে তাদেরকে ভাড়া দিতে হয় ৫০ টাকা। মো. আলী হোসেন নামে কিশোরগঞ্জ এলাকার একজন যাত্রী জানান, ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে কিশোরগঞ্জের দূরত্ব ১০২ কি.মি হলেও অনন্যা পরিবহনে তাদেরকে ভাড়া দিতে হয় ৩৩০ টাকা। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে ভাড়া নৈরাজ্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বলে তিনি দাবি করেন।

জ¦ালানী তেলের দাম উঠানামার পর সর্বশেষ ২০২৪ সালের ১ এপ্রিল বিআরটিএ দূর পাল্লার বাসে প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা ভাড়া নির্ধারণ করে দেয়।

ভাড়ার এই নতুন হার ডিজেল চালিত বাসের জন্য প্রযোজ্য হবে এবং সিএনজি চালিত বাসে ভাড়া এক পয়সাও বাড়ানো যাবে না বলে সতর্ক করা হয়। কিন্তু ঢাকা-কাপাসিয়া-কিশোরগজ্ঞ ও ঢকা-কাপাসিয়া-মনোহরদী সড়কে চলাচলরত ৭টি কোম্পানির বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া লেখা থাকে। তদুপরি টিকিটের গায়ে আবারো নতুন করে সিল মেরে গড়ে সাড়ে তিন টাকা থেকে পাঁচ টাকা কি.মি হারে ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। এমনকি কোম্পানিগুলো সরকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে তারা নিজেদের মতো করে একটি ভাড়ার তালিকা করে রেখে দেন।

সাধারণ যাত্রীরা তালিকা দেখতে চাইলে তা দেখিয়ে অনেকটা জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। কোনো কোনো কোম্পানি বেশির ভাগ বাস সিএনজি চালিত হলেও তারা তেলের দাম বৃদ্ধির সাথে সাথে বাড়তি ভাড়া আদায় করলেও তেলের দাম কমার পর সরকার ভাড়া কমালে তা আমলে নেয়নি। পরিবহন কোম্পানির মালিকরা সংঘবদ্ধ ও প্রভাবশালী হওয়ায় এ পথের যাত্রীরা ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করেও কোন সুফল পান না বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন নেতা দাবি করেন, এ সড়কে অতিরিক্ত যাত্রীবাহী বাসের কারণে এবং ভয়াবহ যানজটের কারণে বর্তমানে তাদের বাসগুলো পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না এবং যাতায়াতে সময় বেশি লাগায় ট্রিপ কমে গেছে। তাছাড়া রাস্তায় নানা খরচ মিটিয়ে বর্তমানে বাস মালিকদের টিকে থাকাই মুশকিল হয়ে উঠেছে।

এ বিষয়ে গাজীপুর বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার বিষয়টি তার জানা ছিল না। খুব শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যারা অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

back to top