ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৭-৮ জন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার লক্ষীপুর খেলার মাঠে বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর ও জিরাগাও গ্রামের দুই পাড়ার ছোট বাচ্চাদের মধ্যে ফুটবল ম্যাচ চলাকালীন তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে জিরার গাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের পুত্র আব্দুল মতিন (৪২) আহত হন। তিনি লিয়াকতগঞ্জ বাংলাবাজারের একটি ফার্মেসিতে গেলে কিছুক্ষণ পর সেখানে মারা যান।
আব্দুল মতিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার ভাই ও ভাতিজারা ক্ষুব্ধ হয়ে লক্ষীপুর রুপনগর গ্রামের আব্দুল মান্নানের পুত্র আকবর আলীকে (৩৮) আক্রমণ করে গুরুতর আহত করে। তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আরও অন্তত ৭-৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল অবস্থান করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৭ আগস্ট ২০২৫
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৭-৮ জন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার লক্ষীপুর খেলার মাঠে বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর ও জিরাগাও গ্রামের দুই পাড়ার ছোট বাচ্চাদের মধ্যে ফুটবল ম্যাচ চলাকালীন তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে জিরার গাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের পুত্র আব্দুল মতিন (৪২) আহত হন। তিনি লিয়াকতগঞ্জ বাংলাবাজারের একটি ফার্মেসিতে গেলে কিছুক্ষণ পর সেখানে মারা যান।
আব্দুল মতিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার ভাই ও ভাতিজারা ক্ষুব্ধ হয়ে লক্ষীপুর রুপনগর গ্রামের আব্দুল মান্নানের পুত্র আকবর আলীকে (৩৮) আক্রমণ করে গুরুতর আহত করে। তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আরও অন্তত ৭-৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল অবস্থান করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।