শেরপুরের নকলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে থানা ঘেরাও ও নকলা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
রোববার দুপুরে প্রধান আসামি আশিক মিয়াকে গ্রেপ্তারের পর আন্দোলনকারীরা তাকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
নকলা থানার ওসি জানান, আন্দোলনের কারণে থানার ভেতরে পুলিশ বাহিনীর সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টার বিক্ষোভ শেষে বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
গত শুক্রবার সন্ধ্যায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরিবারের সদস্যরা তাকে ভুট্টা খেতে অচেতন অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন।
পুলিশ জানিয়েছে, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শেরপুরের নকলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে থানা ঘেরাও ও নকলা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
রোববার দুপুরে প্রধান আসামি আশিক মিয়াকে গ্রেপ্তারের পর আন্দোলনকারীরা তাকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
নকলা থানার ওসি জানান, আন্দোলনের কারণে থানার ভেতরে পুলিশ বাহিনীর সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টার বিক্ষোভ শেষে বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
গত শুক্রবার সন্ধ্যায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরিবারের সদস্যরা তাকে ভুট্টা খেতে অচেতন অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন।
পুলিশ জানিয়েছে, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।