নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার নাজিরপুর এলাকায় জালাল মিয়ার গ্যারেজের সামনে চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সাজীব (১৮) ও কেন্দুরভাগ এলাকার শাহ আলমের ছেলে মো. সাকিব (২০)। তারা দুজনই ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের কেবিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, চাকা ফেটে যাওয়ার কারণে একটি বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আরেকটি ট্রাক এসে পেছন থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে কেবিনে থাকা সাজীব ও সাকিব গুরুতর আহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকটি ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক কেটে আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ধাক্কা দেওয়া ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়ে গেছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার নাজিরপুর এলাকায় জালাল মিয়ার গ্যারেজের সামনে চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সাজীব (১৮) ও কেন্দুরভাগ এলাকার শাহ আলমের ছেলে মো. সাকিব (২০)। তারা দুজনই ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের কেবিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, চাকা ফেটে যাওয়ার কারণে একটি বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আরেকটি ট্রাক এসে পেছন থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে কেবিনে থাকা সাজীব ও সাকিব গুরুতর আহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকটি ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক কেটে আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ধাক্কা দেওয়া ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়ে গেছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।