সন্ত্রাসীরা পাজেরো গাড়ি চালিয়ে ছিনতাই করছে। রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ৪ অস্ত্রধারী সন্ত্রাসী বায়িং হাউসের একজন চাকুরীজীবীকে রাস্তা দেখিয়ে দেয়ার কথা বলে গাড়িতে উঠিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করছেন। গত মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
টাকা দিতে না পারায় তাকে মারপিট করে তার স্ত্রীর মোবাইল ফোনে ২ লাখ টাকা দাবি করে। কিন্তু স্ত্রীর কাছে টাকা না থাকায় তাকে গাড়ির ভিতরে মারধর করা হয়। পরে পকেটে থাকা টাকা ও মোবাইল ফোনসহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে চোখ বন্ধ করে রেখে পালিয়ে যায়।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটলেও খিলক্ষেত থানা পুলিশ নিয়েছেন জিডি। আর আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন। তার স্বজন ও আক্রান্ত চাকুরীজীবী গতকাল বৃহস্পতিবার পরিচয়ের সুধবাধে সংবাদকে এই সব তথ্য জানিয়েছেন। তবে তাকে উদ্ধারে কাফরুল থানার ওসি উদ্ধারে সহযোগীতা করছেন বলে ওই ব্যক্তি জানান।
দুর্বৃত্তের কবলে পড়া বাইন হাউসের কর্মকর্তা ইকবাল হোসেন খান সংবাদকে জানান, গত মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে তিনি তার অফিসে যাচ্ছিলেন। কুড়িল বিশ্বরোড গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পাশে দাঁড়ানো একটি অভিজাত গাড়ি (পাজেরো) থেকে একজন ব্যক্তি তাকে ডাক দেয়। তিনি কাছে গেলে তাকে প্রথমে রাস্তা দেখিয়ে দেয়ার কথা বলে। এরপর হঠাৎ করে কিছু বুঝে উঠার আগে তাকে টেনে গাড়ির ভিতরে ঢুকায়। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাত ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।
স্ত্রীর ফোন নম্বর নিয়ে বিকাশে ২ লাখ টাকা দিতে বলে। টাকা নেই বলার পর ২জন অস্ত্রধারী তাকে মারধর করে। টাকা নাথানায় তাকে মারপিটের পর গাড়িতে অজ্ঞাত স্থানে নিয়ে রেখে দূর্বৃত্তরা পালিয়ে যায়। টাকার জন্য তার হাত বেধে রাখে। তার স্ত্রী বিষয়টি কাফরুল থানা পুলিশকে জানালে ওসি কাফরুল স্ত্রীকে সহযোগীতা করেন। এরপর তার অফিস থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি জানানো হয়েছে।
আহত ইকবাল ফোনে জানান, সে মহাখালীতে একটি বায়িং হাউসে চাকরি করে। রাজবাড়িতে তার গ্রামের বাড়ি। শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় খিলক্ষেত থানায় অভিযোগ করা হয়েছে।
এর আগে বিজয়নগরে একটি প্রাইভেট কার থেকে একজন নারীর হাত ব্যাগ ছিনিয়ে নিয়েছে। এর আগে একজন সাংবাদিকের স্ত্রীর হাতব্যাগ মোটর সাইকেল থেকে টেনে ছিনিয়ে নিয়ে গেছে। বেইলী রোডে একজন সরকারি চাকুরীজীবীকে আটকে থুতু মারার কথা বলে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনা এখন প্রায় ঘটছে। তবে অনেক ঘটনারই কোন মামলা হয় না। অনেকেই ঝামেলা এড়াতে থানায় যেতে চায় না বলে জানা গেছে।
শুক্রবার, ১৬ মে ২০২৫
সন্ত্রাসীরা পাজেরো গাড়ি চালিয়ে ছিনতাই করছে। রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ৪ অস্ত্রধারী সন্ত্রাসী বায়িং হাউসের একজন চাকুরীজীবীকে রাস্তা দেখিয়ে দেয়ার কথা বলে গাড়িতে উঠিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করছেন। গত মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
টাকা দিতে না পারায় তাকে মারপিট করে তার স্ত্রীর মোবাইল ফোনে ২ লাখ টাকা দাবি করে। কিন্তু স্ত্রীর কাছে টাকা না থাকায় তাকে গাড়ির ভিতরে মারধর করা হয়। পরে পকেটে থাকা টাকা ও মোবাইল ফোনসহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে চোখ বন্ধ করে রেখে পালিয়ে যায়।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটলেও খিলক্ষেত থানা পুলিশ নিয়েছেন জিডি। আর আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন। তার স্বজন ও আক্রান্ত চাকুরীজীবী গতকাল বৃহস্পতিবার পরিচয়ের সুধবাধে সংবাদকে এই সব তথ্য জানিয়েছেন। তবে তাকে উদ্ধারে কাফরুল থানার ওসি উদ্ধারে সহযোগীতা করছেন বলে ওই ব্যক্তি জানান।
দুর্বৃত্তের কবলে পড়া বাইন হাউসের কর্মকর্তা ইকবাল হোসেন খান সংবাদকে জানান, গত মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে তিনি তার অফিসে যাচ্ছিলেন। কুড়িল বিশ্বরোড গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পাশে দাঁড়ানো একটি অভিজাত গাড়ি (পাজেরো) থেকে একজন ব্যক্তি তাকে ডাক দেয়। তিনি কাছে গেলে তাকে প্রথমে রাস্তা দেখিয়ে দেয়ার কথা বলে। এরপর হঠাৎ করে কিছু বুঝে উঠার আগে তাকে টেনে গাড়ির ভিতরে ঢুকায়। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাত ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।
স্ত্রীর ফোন নম্বর নিয়ে বিকাশে ২ লাখ টাকা দিতে বলে। টাকা নেই বলার পর ২জন অস্ত্রধারী তাকে মারধর করে। টাকা নাথানায় তাকে মারপিটের পর গাড়িতে অজ্ঞাত স্থানে নিয়ে রেখে দূর্বৃত্তরা পালিয়ে যায়। টাকার জন্য তার হাত বেধে রাখে। তার স্ত্রী বিষয়টি কাফরুল থানা পুলিশকে জানালে ওসি কাফরুল স্ত্রীকে সহযোগীতা করেন। এরপর তার অফিস থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি জানানো হয়েছে।
আহত ইকবাল ফোনে জানান, সে মহাখালীতে একটি বায়িং হাউসে চাকরি করে। রাজবাড়িতে তার গ্রামের বাড়ি। শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় খিলক্ষেত থানায় অভিযোগ করা হয়েছে।
এর আগে বিজয়নগরে একটি প্রাইভেট কার থেকে একজন নারীর হাত ব্যাগ ছিনিয়ে নিয়েছে। এর আগে একজন সাংবাদিকের স্ত্রীর হাতব্যাগ মোটর সাইকেল থেকে টেনে ছিনিয়ে নিয়ে গেছে। বেইলী রোডে একজন সরকারি চাকুরীজীবীকে আটকে থুতু মারার কথা বলে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনা এখন প্রায় ঘটছে। তবে অনেক ঘটনারই কোন মামলা হয় না। অনেকেই ঝামেলা এড়াতে থানায় যেতে চায় না বলে জানা গেছে।