আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে নববর্ষ ২০২৫ উদযাপন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে একাধিক অঘটন ঘটেছে। এসব ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এসব ঘটনার মধ্যে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে মারামারির ঘটনাও ঘটেছে। এছাড়াও অনুষ্ঠানে আনন্দ করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে একজন মারা গেছেন। পুলিশের পক্ষ থেকে নববর্ষ উদযাপনে কোনো আতশবাজি পোড়ানোর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেয়া হলেও তা কেউ মানেনি। এর ফলে কিছু অঘটন ঘটেছে। এছাড়াও নববর্ষ পালনের সময় বিভিন্ন স্থানে উড়ানো প্রায় ৯টি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে বিপত্তি ঘটায়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইংরেজি বর্ষবরণের প্রথম প্রহরে গান বাজানোকে কেন্দ্র করে তর্কের জেরে মারামারিতে এক তরুণ খুন হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পাগলা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। নিহত মো. হৃদয় (২০) ওই এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। আহতদের মধ্যে হৃদয়ের বন্ধু সানি (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শরীফুল ইসলাম বলেন, বর্ষবরণ উপলক্ষে স্থানীয় যুবক ও তরুণরা গান বাজানোর আয়োজন করেন। সেখানে একটি ছোট স্টেজও করা হয়। রাত সাড়ে ১২টার দিকে গান বাজানো ও স্টেজে ওঠাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি হয়। এতে হৃদয়সহ কয়েকজন আহত হন। গুরুতর আহত হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। হৃদয়ের বন্ধু মো. সাব্বির বলেন, ‘পাশের এলাকার কিছু ছেলে তাদের ওপর হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে হৃদয় ও তার বন্ধুদের কুপিয়ে আহত করে।’ এ ঘটনায় বিকালে হৃদয়ের বাবা ৬ জনের নামে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি শরীফুল ইসলাম। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পটকা-আতশবাজির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কয়েকদিন আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল। পরিবেশ মন্ত্রণালয় থেকেও বারবার অনুরোধ করা হয়েছে, পটকা ফাটিয়ে যেন শব্দ ও বায়ুদূষণ করা না হয়। তবে ঢাকাবাসী তা কানে তোলেনি। ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পাড়া-মহল্লার চারপাশে শুরু হয়ে যায় হৈ চৈ, থেমে থেমে ভেসে আসতে থাকল পটকার শব্দ। ঘড়ির কাঁটা ১২টা ছুঁলে তা চরমে ওঠে। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজির রঙিন আলোয়।
ধামরাইয়ে অনুষ্ঠানে তরুণ গুলিবিদ্ধ
ঢাকার ধামরাইয়ে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার রোয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। তাকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকাশ সরকার (১৮) ধামরাই উপজেলার রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ
বলেন, গত রাতে গুলিবিদ্ধ অবস্থায় আকাশকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ধামরাই থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ধামরাই উপজেলার রোয়াইল এলাকায় থার্টিফার্স্ট নাইট উদ্?যাপন ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে এক যুবকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। ওই যুবক ফাঁকা গুলি ছোড়ার চেষ্টা করছিলেন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে ওই আগ্নেয়াস্ত্র থেকে গুলি বের হয়ে আকাশের বুকে লাগে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যায় ধামরাই থানা পুলিশের একটি দল। পুলিশ সদস্যরা স্থানীয়দের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। পরে তারা আহত আকাশের পরিবারের সঙ্গে কথা বলেন।
আকাশ সরকারের বাবা প্রতুল সরকার বলেন, রাতে আকাশ স্থানীয় মাঠে ব্যাডমিন্টন খেলতে যান। খেলা শেষে মাঠের পাশে একটি বাড়িতে গান বাজানো হচ্ছিল। সেখানে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। রাব্বি খান নামের একজন গুলি ছুড়েছে বলে তিনি জানতে পেরেছেন। আকাশের চিকিৎসা নিয়ে তারা ব্যস্ত আছেন। পরে তারা মামলা করবেন। ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আহত যুবকের পরিবারের সদস্যরা এখনো কোনো অভিযোগ দেননি। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
পটকা ও আতশবাজির আগুনে দগ্ধ ৫
বর্ষবরণের আনন্দ উদযাপনে পটকা ও আতশবাজি পোড়ানোর সময় দগ্ধ হয়েছে ৫ জন। তাদের মধ্যে তিনজন শিশু। মঙ্গলবার মধ্যরাতের পর বিভিন্ন সময়ে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে যায়। একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মঙ্গলবার বলেন, আগুনে ফারহান নামে ৮ বছর বয়সী একটি শিশুর শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শিফান মল্লিকের (১২) শরীরের ১ শতাংশ, সম্রাটের (২০) শরীরের ১ শতাংশ, শান্তর (৪৩) শরীরের ২ শতাংশ এবং তাফসির (৩) নামে এক শিশুর শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। ডা. শাওন বলেন, দগ্ধরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে হাসপাতালে আসেন। ‘থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা পোড়ানোর সময় তারা আগুনে দগ্ধ হয়েছে। তাদের একজন শরীরের ১৫ শতাংশ বার্ন নিয়ে এসেছে। বয়স্ক হলে তেমন আশঙ্কা ছিল না, শিশু তাই তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’
নাটোরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বন্ধুদের সঙ্গে নববর্ষ উদ্?যাপন করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম ইশতিয়াক আহমেদ (১৫)। সে একই এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বাবুর ছেলে। ইশতিয়াক বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান বলেন, কালিকাপুর এলাকায় প্রকৌশলী মো. শফি আহমেদের বাসার ছাদে বন্ধুদের সঙ্গে নববর্ষ উদ্?যাপন করছিল ইশতিয়াক। একপর্যায়ে অসাবধানতাবশত সে ৩ তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইশতিয়াকের বাবা ইকবাল হোসেন বলেন, তার ছেলে লেখাপড়ায় বেশ ভালো ছিল। এভাবে অসময়ে সে চলে যাবে, কোনোভাবেই কল্পনা করতে পারছেন না। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানাননি। কারও অভিযোগ থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মেট্রোরেলের লাইনে ৯টি ফানুস
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধ কানে তোলেনি ঢাকাবাসী। বর্ষবরণের রাতে ঢাকার মেট্রোরেলের লাইনে এসে পড়েছে নয়টি ফানুস, যা দুর্ঘটনার কারণ হতে পারত। মঙ্গলবার রাতে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বুধবার মেট্রোরেল চলাচল শুরুর আগেই এসব ফানুস লাইন থেকে সরিয়ে নেয়া হয়। তাই সকাল থেকে চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে ডিএমটিসিএল।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘ফানুস এসে যে পড়তে পারে, সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমাদের চারটি টিম এমআরটি লাইন এলাকায় ভোর থেকে কাজ করেছে। লাইনে নয়টি ফানুস পাওয়া গেছে। এগুলো তারা সরিয়ে দিয়েছে। ফলে সকাল থেকে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।’ এর আগে গত সোমবার মেট্রোরেল লাইন ও আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ জানিয়েছিল ডিএমটিসিএল। কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া সেদিন এক বিজ্ঞপ্তিতে বলেন, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে মেট্রো ট্রেন চলাচল করে।
থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে সেগুলো বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা, প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে। নির্দেশনা না মেনে ফানুস ওড়ানোর ফলে দুর্ঘটনা হলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও সেখানে সতর্ক করা হয়। গত বছরও বর্ষবরণের রাতে ঢাকার বিভিন্ন স্থানে ওড়ানো ফানুস গিয়ে পড়ে মেট্রোরেলের তারের ওপর। এতে বিপত্তিতে পড়ে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা সেসময় ৩৮টি ফানুস অপসারণ করে মেট্রোরেলের তার থেকে।
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে নববর্ষ ২০২৫ উদযাপন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে একাধিক অঘটন ঘটেছে। এসব ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এসব ঘটনার মধ্যে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে মারামারির ঘটনাও ঘটেছে। এছাড়াও অনুষ্ঠানে আনন্দ করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে একজন মারা গেছেন। পুলিশের পক্ষ থেকে নববর্ষ উদযাপনে কোনো আতশবাজি পোড়ানোর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেয়া হলেও তা কেউ মানেনি। এর ফলে কিছু অঘটন ঘটেছে। এছাড়াও নববর্ষ পালনের সময় বিভিন্ন স্থানে উড়ানো প্রায় ৯টি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে বিপত্তি ঘটায়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইংরেজি বর্ষবরণের প্রথম প্রহরে গান বাজানোকে কেন্দ্র করে তর্কের জেরে মারামারিতে এক তরুণ খুন হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পাগলা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। নিহত মো. হৃদয় (২০) ওই এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। আহতদের মধ্যে হৃদয়ের বন্ধু সানি (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শরীফুল ইসলাম বলেন, বর্ষবরণ উপলক্ষে স্থানীয় যুবক ও তরুণরা গান বাজানোর আয়োজন করেন। সেখানে একটি ছোট স্টেজও করা হয়। রাত সাড়ে ১২টার দিকে গান বাজানো ও স্টেজে ওঠাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি হয়। এতে হৃদয়সহ কয়েকজন আহত হন। গুরুতর আহত হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। হৃদয়ের বন্ধু মো. সাব্বির বলেন, ‘পাশের এলাকার কিছু ছেলে তাদের ওপর হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে হৃদয় ও তার বন্ধুদের কুপিয়ে আহত করে।’ এ ঘটনায় বিকালে হৃদয়ের বাবা ৬ জনের নামে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি শরীফুল ইসলাম। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পটকা-আতশবাজির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কয়েকদিন আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল। পরিবেশ মন্ত্রণালয় থেকেও বারবার অনুরোধ করা হয়েছে, পটকা ফাটিয়ে যেন শব্দ ও বায়ুদূষণ করা না হয়। তবে ঢাকাবাসী তা কানে তোলেনি। ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পাড়া-মহল্লার চারপাশে শুরু হয়ে যায় হৈ চৈ, থেমে থেমে ভেসে আসতে থাকল পটকার শব্দ। ঘড়ির কাঁটা ১২টা ছুঁলে তা চরমে ওঠে। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজির রঙিন আলোয়।
ধামরাইয়ে অনুষ্ঠানে তরুণ গুলিবিদ্ধ
ঢাকার ধামরাইয়ে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার রোয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। তাকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকাশ সরকার (১৮) ধামরাই উপজেলার রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ
বলেন, গত রাতে গুলিবিদ্ধ অবস্থায় আকাশকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ধামরাই থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ধামরাই উপজেলার রোয়াইল এলাকায় থার্টিফার্স্ট নাইট উদ্?যাপন ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে এক যুবকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। ওই যুবক ফাঁকা গুলি ছোড়ার চেষ্টা করছিলেন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে ওই আগ্নেয়াস্ত্র থেকে গুলি বের হয়ে আকাশের বুকে লাগে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যায় ধামরাই থানা পুলিশের একটি দল। পুলিশ সদস্যরা স্থানীয়দের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। পরে তারা আহত আকাশের পরিবারের সঙ্গে কথা বলেন।
আকাশ সরকারের বাবা প্রতুল সরকার বলেন, রাতে আকাশ স্থানীয় মাঠে ব্যাডমিন্টন খেলতে যান। খেলা শেষে মাঠের পাশে একটি বাড়িতে গান বাজানো হচ্ছিল। সেখানে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। রাব্বি খান নামের একজন গুলি ছুড়েছে বলে তিনি জানতে পেরেছেন। আকাশের চিকিৎসা নিয়ে তারা ব্যস্ত আছেন। পরে তারা মামলা করবেন। ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আহত যুবকের পরিবারের সদস্যরা এখনো কোনো অভিযোগ দেননি। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
পটকা ও আতশবাজির আগুনে দগ্ধ ৫
বর্ষবরণের আনন্দ উদযাপনে পটকা ও আতশবাজি পোড়ানোর সময় দগ্ধ হয়েছে ৫ জন। তাদের মধ্যে তিনজন শিশু। মঙ্গলবার মধ্যরাতের পর বিভিন্ন সময়ে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে যায়। একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মঙ্গলবার বলেন, আগুনে ফারহান নামে ৮ বছর বয়সী একটি শিশুর শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শিফান মল্লিকের (১২) শরীরের ১ শতাংশ, সম্রাটের (২০) শরীরের ১ শতাংশ, শান্তর (৪৩) শরীরের ২ শতাংশ এবং তাফসির (৩) নামে এক শিশুর শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। ডা. শাওন বলেন, দগ্ধরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে হাসপাতালে আসেন। ‘থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা পোড়ানোর সময় তারা আগুনে দগ্ধ হয়েছে। তাদের একজন শরীরের ১৫ শতাংশ বার্ন নিয়ে এসেছে। বয়স্ক হলে তেমন আশঙ্কা ছিল না, শিশু তাই তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’
নাটোরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বন্ধুদের সঙ্গে নববর্ষ উদ্?যাপন করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম ইশতিয়াক আহমেদ (১৫)। সে একই এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বাবুর ছেলে। ইশতিয়াক বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান বলেন, কালিকাপুর এলাকায় প্রকৌশলী মো. শফি আহমেদের বাসার ছাদে বন্ধুদের সঙ্গে নববর্ষ উদ্?যাপন করছিল ইশতিয়াক। একপর্যায়ে অসাবধানতাবশত সে ৩ তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইশতিয়াকের বাবা ইকবাল হোসেন বলেন, তার ছেলে লেখাপড়ায় বেশ ভালো ছিল। এভাবে অসময়ে সে চলে যাবে, কোনোভাবেই কল্পনা করতে পারছেন না। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানাননি। কারও অভিযোগ থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মেট্রোরেলের লাইনে ৯টি ফানুস
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধ কানে তোলেনি ঢাকাবাসী। বর্ষবরণের রাতে ঢাকার মেট্রোরেলের লাইনে এসে পড়েছে নয়টি ফানুস, যা দুর্ঘটনার কারণ হতে পারত। মঙ্গলবার রাতে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বুধবার মেট্রোরেল চলাচল শুরুর আগেই এসব ফানুস লাইন থেকে সরিয়ে নেয়া হয়। তাই সকাল থেকে চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে ডিএমটিসিএল।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘ফানুস এসে যে পড়তে পারে, সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমাদের চারটি টিম এমআরটি লাইন এলাকায় ভোর থেকে কাজ করেছে। লাইনে নয়টি ফানুস পাওয়া গেছে। এগুলো তারা সরিয়ে দিয়েছে। ফলে সকাল থেকে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।’ এর আগে গত সোমবার মেট্রোরেল লাইন ও আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ জানিয়েছিল ডিএমটিসিএল। কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া সেদিন এক বিজ্ঞপ্তিতে বলেন, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে মেট্রো ট্রেন চলাচল করে।
থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে সেগুলো বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা, প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে। নির্দেশনা না মেনে ফানুস ওড়ানোর ফলে দুর্ঘটনা হলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও সেখানে সতর্ক করা হয়। গত বছরও বর্ষবরণের রাতে ঢাকার বিভিন্ন স্থানে ওড়ানো ফানুস গিয়ে পড়ে মেট্রোরেলের তারের ওপর। এতে বিপত্তিতে পড়ে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা সেসময় ৩৮টি ফানুস অপসারণ করে মেট্রোরেলের তার থেকে।