বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের আখড়াবাড়ী মন্দির এলাকা থেকে অজ্ঞাতনামা(৪২) একজন ভবঘুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়ভাবে খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ শনিবার বিকেলে ওই মন্দির সংলগ্ন দৃষ্টি ডেন্টাল কেয়ারের সামনে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। চিতলমারী থানা পুলিশের বরাত দিয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক কাজী শাহিদুজ্জামান রবিবার সকালে জানান, অজ্ঞাতনামা ওই পাগল ব্যাক্তি গত প্রায় ২ মাস ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে ছিল।
শনিবার বিকেলে চিতলমারী বাজারের দৃষ্টি ডেন্টাল কেয়ারের সামনে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকে। বিষয়টি থানা পুলিশ অবগত হয়ে লাশ উদ্ধারসহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের আখড়াবাড়ী মন্দির এলাকা থেকে অজ্ঞাতনামা(৪২) একজন ভবঘুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়ভাবে খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ শনিবার বিকেলে ওই মন্দির সংলগ্ন দৃষ্টি ডেন্টাল কেয়ারের সামনে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। চিতলমারী থানা পুলিশের বরাত দিয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক কাজী শাহিদুজ্জামান রবিবার সকালে জানান, অজ্ঞাতনামা ওই পাগল ব্যাক্তি গত প্রায় ২ মাস ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে ছিল।
শনিবার বিকেলে চিতলমারী বাজারের দৃষ্টি ডেন্টাল কেয়ারের সামনে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকে। বিষয়টি থানা পুলিশ অবগত হয়ে লাশ উদ্ধারসহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।