ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ি ও দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার সকালে অন্তত তিনটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। তিনি বলেন, “গত রাত থেকে টানা ভারি বৃষ্টির কারণে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ি জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।”
তিনি আরও জানান, “চলতি মৌসুমে বেশ কয়েকবার একই ধরনের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থানে জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হবে।”
এদিকে, দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ি ও দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার সকালে অন্তত তিনটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। তিনি বলেন, “গত রাত থেকে টানা ভারি বৃষ্টির কারণে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ি জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।”
তিনি আরও জানান, “চলতি মৌসুমে বেশ কয়েকবার একই ধরনের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থানে জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হবে।”
এদিকে, দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।