মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৮টার দিকে তাকে কাশেমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে মমতাজ বেগমকে দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর হরিরামপুরে ভাঙচুর ও মারামারির একটি মামলায় তাকে দুই দিনের রিমান্ডে হরিরামপুর থানায় নেয়া হয়। এরপর সিংগাইর থানার আরেক মামলায় চার দিনের রিমান্ডে নেয়া হবে তাকে।
বুধবার, ২৮ মে ২০২৫
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৮টার দিকে তাকে কাশেমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে মমতাজ বেগমকে দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর হরিরামপুরে ভাঙচুর ও মারামারির একটি মামলায় তাকে দুই দিনের রিমান্ডে হরিরামপুর থানায় নেয়া হয়। এরপর সিংগাইর থানার আরেক মামলায় চার দিনের রিমান্ডে নেয়া হবে তাকে।