ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পর পর পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়ায় ফের যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
হাসাড়া হাইওয়ে ফাঁড়ির ওসি আব্দুল কাদের জিলানী জানান, পদ্মা সেতু থেকে নামার পর ঢাকামুখী ইমাদ পরিবহনের একটি বাস প্রথমে একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর বাসটি ইশিশ পরিবহনের আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে ইমাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার পেরিয়ে মাওয়ামুখী লেনে চলে যায়।
তখন একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং ইলিশ পরিবহনের একটি বাস গিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়, ফলে হতাহতের সংখ্যা বাড়ে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একই এক্সপ্রেসওয়ের শ্রীনগরের দোগাছি এলাকায় মাওয়ামুখী লেনে একটি লাকড়ি বোঝাই পিকআপ ভ্যানের চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে চালকের সহকারী আহত হন।
ছবি : সংগৃহীত
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পর পর পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়ায় ফের যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
হাসাড়া হাইওয়ে ফাঁড়ির ওসি আব্দুল কাদের জিলানী জানান, পদ্মা সেতু থেকে নামার পর ঢাকামুখী ইমাদ পরিবহনের একটি বাস প্রথমে একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর বাসটি ইশিশ পরিবহনের আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে ইমাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার পেরিয়ে মাওয়ামুখী লেনে চলে যায়।
তখন একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং ইলিশ পরিবহনের একটি বাস গিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়, ফলে হতাহতের সংখ্যা বাড়ে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একই এক্সপ্রেসওয়ের শ্রীনগরের দোগাছি এলাকায় মাওয়ামুখী লেনে একটি লাকড়ি বোঝাই পিকআপ ভ্যানের চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে চালকের সহকারী আহত হন।