রমজানের প্রথম দিনই কিশোরগঞ্জ শহরের বিভিন্ন নিত্যপণ্যের বাজার পরিদর্শনে বেরিয়েছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সহ অন্যান্য কর্মকর্তাগণ। তারা পুরানথানা বাজরের চালের দোকানে গিয়ে তাদের চালান এবং প্রদর্শিত মূল্য তালিকায় বেশ অসঙ্গতি দেখতে পান। এরপর চালান পরখ করে কোন কোন চাল কেজিতে দু’টাকা কমিয়ে দেন। ব্যবসায়ীরাও সঙ্গে সঙ্গে মূল্য তালিকা সংশোধন করেন। তারা বিভিন্ন মুদি দোকানও পরিদর্শন করে বিভিন্ন পণ্যের দাম পরখ করেন এবং কোন কোন পণ্যের দাম কমিয়ে মূল্য তালিকা সংশোধন করান। এসময় তারা অতিরিক্ত মুনাফা পরিহার করার জন্যও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান এবং ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, রোজার প্রথম দিন বলে জরিমানা করা হলো না। এরপর থেকে অনিয়ম দেখলেই জরিমানা করা হবে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বুধবার দুপুরে শহরের প্রধান নিত্যপণ্যের পাইকারি বাজার বড়বাজার ছাড়াও কাচারি বাজার এবং পুরানথানা বাজার পরিদর্শন করেন। সরকারী বালক বিদ্যালয়ের মাঠের খোলামেলা জায়গায় স্থানান্তরিত কাঁচা বাজারও পরিদর্শন করেন। এসময় তারা ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে সততার সঙ্গে ব্যবসা করার আহবান জানান এবং কয়েকজনকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন। এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফাসহ প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
রমজানের প্রথম দিনই কিশোরগঞ্জ শহরের বিভিন্ন নিত্যপণ্যের বাজার পরিদর্শনে বেরিয়েছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সহ অন্যান্য কর্মকর্তাগণ। তারা পুরানথানা বাজরের চালের দোকানে গিয়ে তাদের চালান এবং প্রদর্শিত মূল্য তালিকায় বেশ অসঙ্গতি দেখতে পান। এরপর চালান পরখ করে কোন কোন চাল কেজিতে দু’টাকা কমিয়ে দেন। ব্যবসায়ীরাও সঙ্গে সঙ্গে মূল্য তালিকা সংশোধন করেন। তারা বিভিন্ন মুদি দোকানও পরিদর্শন করে বিভিন্ন পণ্যের দাম পরখ করেন এবং কোন কোন পণ্যের দাম কমিয়ে মূল্য তালিকা সংশোধন করান। এসময় তারা অতিরিক্ত মুনাফা পরিহার করার জন্যও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান এবং ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, রোজার প্রথম দিন বলে জরিমানা করা হলো না। এরপর থেকে অনিয়ম দেখলেই জরিমানা করা হবে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বুধবার দুপুরে শহরের প্রধান নিত্যপণ্যের পাইকারি বাজার বড়বাজার ছাড়াও কাচারি বাজার এবং পুরানথানা বাজার পরিদর্শন করেন। সরকারী বালক বিদ্যালয়ের মাঠের খোলামেলা জায়গায় স্থানান্তরিত কাঁচা বাজারও পরিদর্শন করেন। এসময় তারা ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে সততার সঙ্গে ব্যবসা করার আহবান জানান এবং কয়েকজনকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন। এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফাসহ প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।