alt

সারাদেশ

লকডাউনের চতুর্থ দিনও ঢিলেঢালা

সংবাদ অনলাইন ডেস্ক : শনিবার, ১৭ এপ্রিল ২০২১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে চলছে ৭ দিনের সরকার ঘোষিত কঠোর লকডাউন। বিগত কয়েকদিন রাস্তায় মানুষ খুব একটা চলাচল না করলেও বিধিনিষেধের চতুর্থ দিনে শনিবার (১৭ এপ্রিল) রাস্তায় মানুষের উপস্থিতি বেড়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়কে যান চলাচল বন্ধ। খুব বেশি মানুষের জটলা দেখা না গেলেও পাড়া-মহল্লায় অবাধে চলছে যানবাহন। পাইকারি বাজার, কাঁচাবাজারসহ পাড়া-মহল্লায় সব ধরনের দোকান-পাটও খোলা। অবাধে চলাচল করছেন মানুষ। দুপুর গড়ালেই অলি-গলিগুলো হয়ে উঠছে ভরা হাটবাজার। শুধু মানুষ আর মানুষ। গত কয়েকদিনের মতো পুলিশকেও আর আগের মতো সক্রিয় দেখা যায়নি।

জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন ও অফিসও। তবে নির্দেশনা উপেক্ষা করে কারণে-অকারণে মানুষ শহরের রাস্তায় বের হচ্ছেন। অনেকে আবার পুলিশি ঝামেলা এড়াতে কেনাকাটা না করলেও বাজারের ব্যাগ সঙ্গে রাখছেন। মাস্ক, সামাজিক দূরত্ব ছাড়াই ভিড় করে রাস্তায় আড্ডা ও ঘোরাফেরা করছেন মানুষ। তাছাড়া সরকার ঘোষিত বিধিনিষেধে সব গণপরিবহন বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন তারা পড়েছেন ভোগান্তিতে। তাছাড়া দ্বিতীয় দফায় ‘লকডাউন’ বাস্তবায়ন করতে গিয়ে পুলিশকে রীতিমতো বিপাকে পড়তে হচ্ছে। এমনকি অযথাই ঘরের বাইরে বেরোনো মানুষ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এ অবস্থায় জনগণ নিজে থেকে সচেতন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে; আর সেটি সবার জন্য মঙ্গলজনক হবে না বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। মিরপুর, শেওড়াপাড়া, পাইকপাড়া, ৬০ ফিট এলাকার বিভিন্ন গলি ঘুরে দেখা গেছে, কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। যে যার মতো অবাধে চলাফেরা করছেন। মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব নেই। গলিগুলোতে অবাধে চলাচল করছেন মানুষজন। জটলা পাকিয়ে আড্ডা দিচ্ছেন পাড়ার তরুণ, যুবক ও বয়স্করাও।

রাসেল আহমেদ, আহমেদ শফিক, মিজানুর ও সবুজ মিয়া ৬০ ফিট রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। তারা জানান, সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না বলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ক্ষণিকের জন্য বাইরে বের হয়েছেন। এখন কলেজও বন্ধ, পড়াশোনার চাপ নেই। বিকেল পর্যন্ত সবাই একসঙ্গে ঘুরবেন। সন্ধ্যায় ইফতারের আগে বাসায় ফিরবেন।

মুখে মাস্ক না পরে রাস্তায় আনারস বিক্রি করছিলেন বাদল মিয়া। তিনি বলেন, ‘মাস্ক পইরা কী হইব? করোনা হওয়ার থাকলে এমনিতেই হইব। আল্লাহ যেদিন নিবে, হেইদিন চইলা যাইতে হইব। এসব সামাজিক দূরত্ব দিয়া কিছু হইব না।’

নজরুল ইসলাম মাস্ক পরেই বের হয়েছেন। তবে তার সংশয় তিনি একা স্বাস্থ্যবিধি মেনে কী করবেন? তিনি বলেন, ‘আশপাশে কেউই তো মানছেন না। সবাই মিলে সচেতন না হলে করোনা নিয়ন্ত্রণে আসবে না। কাজে বের হয়েছি কিন্তু রাস্তায় দেখি মানুষ আর মানুষ। একটা জিনিস কিনতে গেলে আরও তিনজন এসে গায়ে পড়ে। এ অবস্থায় কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলব?

থুতনির নিচে মাস্ক পরা ফলবিক্রেতা আফজাল বলেন, ‘মানুষকে ভিড় করতে নিষেধ করলেও শোনে না। বিশেষ করে বিকেল বেলায় প্রচন্ড ভিড় বেড়ে যায়। মানুষের মাথা মানুষ খায়- এমন অবস্থার সৃষ্টি হয়। কারণ ইফতারের আগ মুহূর্তে সবাই একযোগে কেনাকাটা করতে বের হন। সবাই নিজের জায়গা থেকে সচেতন না হলে কেউ একা করোনা ঠেকাতে পারবে না। যতই সরকার লকডাউন দিক না কেন।’

এদিকে, গণপরিবহন বন্ধ রয়েছে। ফলে যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তাদের যাতায়াতের একমাত্র ভরসা এখন রিকশা ও খেপের মোটরসাইকেল। অন্যান্য গণপরিবহন বন্ধ থাকায় ও রাস্তায় মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়েছে রিকশার। এতে স্বাভাবিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়ায় যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন। অন্যদিকে রিকশাচালকরা বলছেন, করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁঁকি নিয়ে যাত্রী আনা-নেয়া করায় কিছুটা বেশি ভাড়া চেয়ে নিচ্ছেন তারা।

রিকশার পাশাপাশি আজ সড়কে দেখা গেছে, খেপের মাধ্যমে যাত্রী পরিবহন করছেন মোটরসাইকেল চালকরা। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকালে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ থাকলেও খেপের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা হচ্ছে কিন্তু তুলনামূলক বেশি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে।

খেপে যাত্রী নিতে রাজধানীর উত্তর বাড্ডায় অপেক্ষা করছিলেন আমান উল্লাহ নামের একজন। তিনি বলেন, আমি রাইড শেয়ারিং করেই সংসার চালাই। লকডাউনে কীভাবে বাসায় থাকি? প্রথম তিনদিন বের হইনি, আজ বের হলাম। যাত্রী বহন করছি। চেকিং দেখলে দূরেই যাত্রী নামিয়ে দেই। যাত্রীকে বলি আপনি এইটুকু হেঁটে যান, চেকিং পার হয়ে ওঠেন। এভাবেই চুপেচাপে চলছি। আমার পরিচিত অনেকেই এভাবে যাত্রী পরিবহন করছে আজ। যদিও যাত্রীর তুলনায় মোটরসাইকেল কম থাকায় অনেকেই ভাড়া কিছুটা বেশি নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় কেউ বাজারে যাচ্ছেন, কেউ হাসপাতালে, কেউ আত্মীয়কে দেখতে, কেউ বন্ধুর বাসায় আবার কেউ ঘুরতে বের হয়েছেন। তবে ঘুরতে বের হওয়া বেশ কয়েকজনকে ফেরত পাঠিয়েছে পুলিশ। এদের বেশিরভাগেরই মুভমেন্ট পাস ছিল না।’

অলি-গলিতে মানুষের জটলা সম্পর্কে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাঁচাবাজারের জিনিসপত্র বিক্রির নির্দেশনা আছে। এ সময় কিছুটা মানুষের উপস্থিতি দেখা যেতে পারে। তবুও যাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে পুলিশ দায়িত্ব পালন করছে। সবসময় মাইকিংসহ টহল দিচ্ছে।’

উল্লেখ্য, হঠাৎ করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলতি বছরের প্রথম লকডাউন ঘোষণা করে সরকার। সেই সাতদিনের লকডাউনে জনগণের উদাসীনতা দেখেই ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার।

ছবি

সীমান্তে বিএসএফের গুলিতে সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে দুই বাংলাদেশি নিহত

ছবি

আশুলিয়ায় সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’

ছবি

ফেনীতে বন্যার পর রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ছবি

ফেনীতে বন্যা: ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৪ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরছেন

শ্রীনগরে ধর্ষণ মামলায় ইউপি সদস্য স্বপন মেম্বার গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর স্বস্তি! মিষ্টি বিতরণ

এবার ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি বিএনপির

ছবি

ছিনতাইয়ের ফোন রোহিঙ্গা ক্যাম্প ও প্রতিবেশী দেশে পাচার, চট্টগ্রামে অভিযান

ছবি

সন্ধান মেলেনি সাগরে নিখোঁজ চবি শিক্ষার্থী অরিত্র হাসানের

ছবি

তিস্তা-যমুনা চরের দারিদ্র্যতার ঝুঁকিতে ১৫ লাখ মানুষ

ছবি

বোয়ালখালীতে নিষিদ্ধ গাছের চারা ধ্বংস

নবাবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

চট্টগ্রামে স্ত্রীকে খুন করে পালিয়ে গেল স্বামী

নিজ ঘরে স্টিলের বাক্সে গৃহবধূর মরদেহ, স্বামী পুলিশ হেফাজতে

যাত্রাবাড়ীতে কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ, মারা গেলেন ইতি আক্তার

বোরকা পরে স্ত্রীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

ছবি

মোহনগঞ্জ সাধারণ পাঠাগার আলো ছড়ানোর ৩৭ বছর

হত্যার হুমকি দিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কুষ্টিয়ায় অটোচালককে হত্যার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ

লালমাইয়ে চার মাদকসেবী দণ্ডিত

ছবি

যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে বাড়ছে ভাঙন দিশাহারা নদীপাড়ের মানুষ

ছবি

চকরিয়ায় সওজের জমি থেকে অবৈধ মার্কেট উচ্ছেদ অভিযান

স্বেচ্ছাশ্রমে রাস্তা পরিষ্কার করলো যুবসমাজ

বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

ছবি

৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় ২৪০ টাকা

শ্রীমঙ্গলে অবৈধ ভারতীয় চা পাতা উদ্ধার, জরিমানা

নিখোঁজ তানজিদের মরদেহ উদ্ধার

ছবি

অবশেষে কাশিমপুর ক্রসবাঁধ অপসারিত

জীবন্ত গাছের নীরব কান্না পেরেক ঢুকিয়ে ফেস্টুন টাঙিয়ে প্রচার-প্রচারণা

৯ মাস পর লিবিয়া থেকে ফিরলেন সাগর, মানবপাচারের ফাঁদ থেকে মুক্ত

সুন্দরবনে ৩টি ট্রলারসহ ২৭ জেলে আটক

১১ বছর পরে ফরিদপুরে রাজন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ছবি

পুনঃপ্রতিষ্ঠা পাচ্ছে মধুপুর শালবন

শেরপুরে নবম শ্রেণীর ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল

দৌলতপুরের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়েছে দুদক

ছবি

দশমিনার সবুজবাগে সরকারি খালটি মৃতপ্রায় জলাবদ্ধ শত শত পরিবার

tab

সারাদেশ

লকডাউনের চতুর্থ দিনও ঢিলেঢালা

সংবাদ অনলাইন ডেস্ক

শনিবার, ১৭ এপ্রিল ২০২১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে চলছে ৭ দিনের সরকার ঘোষিত কঠোর লকডাউন। বিগত কয়েকদিন রাস্তায় মানুষ খুব একটা চলাচল না করলেও বিধিনিষেধের চতুর্থ দিনে শনিবার (১৭ এপ্রিল) রাস্তায় মানুষের উপস্থিতি বেড়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়কে যান চলাচল বন্ধ। খুব বেশি মানুষের জটলা দেখা না গেলেও পাড়া-মহল্লায় অবাধে চলছে যানবাহন। পাইকারি বাজার, কাঁচাবাজারসহ পাড়া-মহল্লায় সব ধরনের দোকান-পাটও খোলা। অবাধে চলাচল করছেন মানুষ। দুপুর গড়ালেই অলি-গলিগুলো হয়ে উঠছে ভরা হাটবাজার। শুধু মানুষ আর মানুষ। গত কয়েকদিনের মতো পুলিশকেও আর আগের মতো সক্রিয় দেখা যায়নি।

জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন ও অফিসও। তবে নির্দেশনা উপেক্ষা করে কারণে-অকারণে মানুষ শহরের রাস্তায় বের হচ্ছেন। অনেকে আবার পুলিশি ঝামেলা এড়াতে কেনাকাটা না করলেও বাজারের ব্যাগ সঙ্গে রাখছেন। মাস্ক, সামাজিক দূরত্ব ছাড়াই ভিড় করে রাস্তায় আড্ডা ও ঘোরাফেরা করছেন মানুষ। তাছাড়া সরকার ঘোষিত বিধিনিষেধে সব গণপরিবহন বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন তারা পড়েছেন ভোগান্তিতে। তাছাড়া দ্বিতীয় দফায় ‘লকডাউন’ বাস্তবায়ন করতে গিয়ে পুলিশকে রীতিমতো বিপাকে পড়তে হচ্ছে। এমনকি অযথাই ঘরের বাইরে বেরোনো মানুষ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এ অবস্থায় জনগণ নিজে থেকে সচেতন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে; আর সেটি সবার জন্য মঙ্গলজনক হবে না বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। মিরপুর, শেওড়াপাড়া, পাইকপাড়া, ৬০ ফিট এলাকার বিভিন্ন গলি ঘুরে দেখা গেছে, কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। যে যার মতো অবাধে চলাফেরা করছেন। মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব নেই। গলিগুলোতে অবাধে চলাচল করছেন মানুষজন। জটলা পাকিয়ে আড্ডা দিচ্ছেন পাড়ার তরুণ, যুবক ও বয়স্করাও।

রাসেল আহমেদ, আহমেদ শফিক, মিজানুর ও সবুজ মিয়া ৬০ ফিট রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। তারা জানান, সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না বলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ক্ষণিকের জন্য বাইরে বের হয়েছেন। এখন কলেজও বন্ধ, পড়াশোনার চাপ নেই। বিকেল পর্যন্ত সবাই একসঙ্গে ঘুরবেন। সন্ধ্যায় ইফতারের আগে বাসায় ফিরবেন।

মুখে মাস্ক না পরে রাস্তায় আনারস বিক্রি করছিলেন বাদল মিয়া। তিনি বলেন, ‘মাস্ক পইরা কী হইব? করোনা হওয়ার থাকলে এমনিতেই হইব। আল্লাহ যেদিন নিবে, হেইদিন চইলা যাইতে হইব। এসব সামাজিক দূরত্ব দিয়া কিছু হইব না।’

নজরুল ইসলাম মাস্ক পরেই বের হয়েছেন। তবে তার সংশয় তিনি একা স্বাস্থ্যবিধি মেনে কী করবেন? তিনি বলেন, ‘আশপাশে কেউই তো মানছেন না। সবাই মিলে সচেতন না হলে করোনা নিয়ন্ত্রণে আসবে না। কাজে বের হয়েছি কিন্তু রাস্তায় দেখি মানুষ আর মানুষ। একটা জিনিস কিনতে গেলে আরও তিনজন এসে গায়ে পড়ে। এ অবস্থায় কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলব?

থুতনির নিচে মাস্ক পরা ফলবিক্রেতা আফজাল বলেন, ‘মানুষকে ভিড় করতে নিষেধ করলেও শোনে না। বিশেষ করে বিকেল বেলায় প্রচন্ড ভিড় বেড়ে যায়। মানুষের মাথা মানুষ খায়- এমন অবস্থার সৃষ্টি হয়। কারণ ইফতারের আগ মুহূর্তে সবাই একযোগে কেনাকাটা করতে বের হন। সবাই নিজের জায়গা থেকে সচেতন না হলে কেউ একা করোনা ঠেকাতে পারবে না। যতই সরকার লকডাউন দিক না কেন।’

এদিকে, গণপরিবহন বন্ধ রয়েছে। ফলে যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তাদের যাতায়াতের একমাত্র ভরসা এখন রিকশা ও খেপের মোটরসাইকেল। অন্যান্য গণপরিবহন বন্ধ থাকায় ও রাস্তায় মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়েছে রিকশার। এতে স্বাভাবিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়ায় যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন। অন্যদিকে রিকশাচালকরা বলছেন, করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁঁকি নিয়ে যাত্রী আনা-নেয়া করায় কিছুটা বেশি ভাড়া চেয়ে নিচ্ছেন তারা।

রিকশার পাশাপাশি আজ সড়কে দেখা গেছে, খেপের মাধ্যমে যাত্রী পরিবহন করছেন মোটরসাইকেল চালকরা। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকালে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ থাকলেও খেপের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা হচ্ছে কিন্তু তুলনামূলক বেশি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে।

খেপে যাত্রী নিতে রাজধানীর উত্তর বাড্ডায় অপেক্ষা করছিলেন আমান উল্লাহ নামের একজন। তিনি বলেন, আমি রাইড শেয়ারিং করেই সংসার চালাই। লকডাউনে কীভাবে বাসায় থাকি? প্রথম তিনদিন বের হইনি, আজ বের হলাম। যাত্রী বহন করছি। চেকিং দেখলে দূরেই যাত্রী নামিয়ে দেই। যাত্রীকে বলি আপনি এইটুকু হেঁটে যান, চেকিং পার হয়ে ওঠেন। এভাবেই চুপেচাপে চলছি। আমার পরিচিত অনেকেই এভাবে যাত্রী পরিবহন করছে আজ। যদিও যাত্রীর তুলনায় মোটরসাইকেল কম থাকায় অনেকেই ভাড়া কিছুটা বেশি নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় কেউ বাজারে যাচ্ছেন, কেউ হাসপাতালে, কেউ আত্মীয়কে দেখতে, কেউ বন্ধুর বাসায় আবার কেউ ঘুরতে বের হয়েছেন। তবে ঘুরতে বের হওয়া বেশ কয়েকজনকে ফেরত পাঠিয়েছে পুলিশ। এদের বেশিরভাগেরই মুভমেন্ট পাস ছিল না।’

অলি-গলিতে মানুষের জটলা সম্পর্কে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাঁচাবাজারের জিনিসপত্র বিক্রির নির্দেশনা আছে। এ সময় কিছুটা মানুষের উপস্থিতি দেখা যেতে পারে। তবুও যাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে পুলিশ দায়িত্ব পালন করছে। সবসময় মাইকিংসহ টহল দিচ্ছে।’

উল্লেখ্য, হঠাৎ করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলতি বছরের প্রথম লকডাউন ঘোষণা করে সরকার। সেই সাতদিনের লকডাউনে জনগণের উদাসীনতা দেখেই ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার।

back to top