সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব
দেশের ছয়টি সাংবাদিক সংগঠনের ১১ জন নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চিঠি দেয়াকে নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। এটি সাংবাদিকদের রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন তারা।
এ অবস্থায় এমন সিদ্ধান্ত থেকে সরে এসে চিঠি প্রত্যাহারের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি দাবি জানানো হয়েছে। অন্যথায় সাংবাদিক সংগঠনগুলো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে। এরই ধারাবাহিকতায় আগামী ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসেব তলবের মাধ্যমে পেশার মর্যাদাহানির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেন, বিএফইউজের (একাংশ) মহাসচিব নুরুল আলম খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) (একাংশ) সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বাংলদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।
সমাবেশে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বাংলাদেশ ব্যাংক যে কারও ব্যাংক হিসেব তলব করে চিঠি পাঠাতে পারে, যখন তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকে। আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন জানি না। আমাদের তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও নাকি জানেন না। তাহলে এই কাজ কে করে?
ব্যাংক হিসেব তলবকে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, আমরা মনে করছি এর মাধ্যমে সাংবাদিকদের সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে ভেতর থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে। এর মাধ্যমে জনগণের কাছে, পৃথিবীর কাছে একটি ভুল বার্তা যাচ্ছে। তাই রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার কাছে আমাদের দাবি, আপনারা খুঁজে বের করুন এরা কারা?
সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব
রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১
দেশের ছয়টি সাংবাদিক সংগঠনের ১১ জন নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চিঠি দেয়াকে নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। এটি সাংবাদিকদের রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন তারা।
এ অবস্থায় এমন সিদ্ধান্ত থেকে সরে এসে চিঠি প্রত্যাহারের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি দাবি জানানো হয়েছে। অন্যথায় সাংবাদিক সংগঠনগুলো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে। এরই ধারাবাহিকতায় আগামী ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসেব তলবের মাধ্যমে পেশার মর্যাদাহানির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেন, বিএফইউজের (একাংশ) মহাসচিব নুরুল আলম খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) (একাংশ) সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বাংলদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।
সমাবেশে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বাংলাদেশ ব্যাংক যে কারও ব্যাংক হিসেব তলব করে চিঠি পাঠাতে পারে, যখন তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকে। আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন জানি না। আমাদের তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও নাকি জানেন না। তাহলে এই কাজ কে করে?
ব্যাংক হিসেব তলবকে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, আমরা মনে করছি এর মাধ্যমে সাংবাদিকদের সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে ভেতর থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে। এর মাধ্যমে জনগণের কাছে, পৃথিবীর কাছে একটি ভুল বার্তা যাচ্ছে। তাই রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার কাছে আমাদের দাবি, আপনারা খুঁজে বের করুন এরা কারা?