করোনাকালীন সময়ে মানবিক সহায়তা কর্মসূচীর তালিকা প্রণয়নে নগদ ২ হাজার ৫ শত টাকা প্রদানে চাটখিল পৌরসভার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার নোয়াখালী জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুক হোসেন।
অভিযোগে জানা যায়, চাটখিল পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২৭০ জনের যে তালিকা প্রস্তুত করা হয়েছে। এ তালিকায় অস্বচ্ছল পরিবারের পরিবর্তে অনেক স্বচ্ছল পরিবারের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এদের মধ্যে সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্বচ্ছল ব্যবসায়ী, প্রবাসীসহ সম্পদশালীদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া অনেক ভূয়া নাম ব্যবহার করে কাউন্সিলরদের মোবাইল নাম্বার ব্যবহার করার অভিযোগ রয়েছে। ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম কুদ্দুসের স্ত্রী এবং ঐ ওয়ার্ডের আব্দুল আউয়ালের নাম অন্তর্ভূক্ত থাকলেও মোবাইল নাম্বার দেওয়া হয়েছে গোলাম কুদ্দুসের।
এ ব্যাপারে চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী জানান, সরকারি বিধিমালা অনুযায়ী তালিকা প্রস্তুত করা হয়েছে, অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার, ০৩ জুন ২০২০
করোনাকালীন সময়ে মানবিক সহায়তা কর্মসূচীর তালিকা প্রণয়নে নগদ ২ হাজার ৫ শত টাকা প্রদানে চাটখিল পৌরসভার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার নোয়াখালী জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুক হোসেন।
অভিযোগে জানা যায়, চাটখিল পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২৭০ জনের যে তালিকা প্রস্তুত করা হয়েছে। এ তালিকায় অস্বচ্ছল পরিবারের পরিবর্তে অনেক স্বচ্ছল পরিবারের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এদের মধ্যে সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্বচ্ছল ব্যবসায়ী, প্রবাসীসহ সম্পদশালীদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া অনেক ভূয়া নাম ব্যবহার করে কাউন্সিলরদের মোবাইল নাম্বার ব্যবহার করার অভিযোগ রয়েছে। ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম কুদ্দুসের স্ত্রী এবং ঐ ওয়ার্ডের আব্দুল আউয়ালের নাম অন্তর্ভূক্ত থাকলেও মোবাইল নাম্বার দেওয়া হয়েছে গোলাম কুদ্দুসের।
এ ব্যাপারে চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী জানান, সরকারি বিধিমালা অনুযায়ী তালিকা প্রস্তুত করা হয়েছে, অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।