স্মার্টফোন ব্র্র্যান্ড টেকনো নতুন বছর উপলক্ষে ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার ঘোষনা করেছে। অফারের আওতায় টেকনো ক্যামন৩০ ফোন কিনলে গ্রাহক পাবেন একটি ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। ক্যামন ৩০এস কেনার সময় ক্রেতারা ১০০ দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন।
এআই সমর্থিত ক্যামেরা ফিচারের পাশাপাশি ক্যামন ৩০ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে ও ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর, ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি ও ৭০ ওয়াট আল্ট্রা-চার্জ সুবিধা, ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের এএফ ক্যামেরা সেট আপ (ট্রিপল এআই ক্যামেরা)। ডিভাইসটির ২৫৬ জিবি রম ও ৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেবল র্যাম সুবিধাসহ) ভ্যারিয়েন্টটির মূল্য ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ক্যামন ৩০এস ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ও আইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, আইএমএক্স ৮৯৬ সুপার লাইট-সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-কিয়ার মোড। হেলিও জি১০০ প্রসেসর সমৃদ্ধ এই ফোনে আরও রয়েছে ২৫৬ জিবি রম, ১৬ জিবি র্যাম (৮ জিবি + ৮জিবি এক্সটেন্ডেড), আইপি৫৪ পানি ও ধুলো প্রতিরোধী ফিচার, ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৩০০-নিট উজ্জ্বলতা (ব্রাইটনেস)। এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
স্মার্টফোন ব্র্র্যান্ড টেকনো নতুন বছর উপলক্ষে ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার ঘোষনা করেছে। অফারের আওতায় টেকনো ক্যামন৩০ ফোন কিনলে গ্রাহক পাবেন একটি ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। ক্যামন ৩০এস কেনার সময় ক্রেতারা ১০০ দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন।
এআই সমর্থিত ক্যামেরা ফিচারের পাশাপাশি ক্যামন ৩০ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে ও ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর, ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি ও ৭০ ওয়াট আল্ট্রা-চার্জ সুবিধা, ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের এএফ ক্যামেরা সেট আপ (ট্রিপল এআই ক্যামেরা)। ডিভাইসটির ২৫৬ জিবি রম ও ৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেবল র্যাম সুবিধাসহ) ভ্যারিয়েন্টটির মূল্য ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ক্যামন ৩০এস ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ও আইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, আইএমএক্স ৮৯৬ সুপার লাইট-সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-কিয়ার মোড। হেলিও জি১০০ প্রসেসর সমৃদ্ধ এই ফোনে আরও রয়েছে ২৫৬ জিবি রম, ১৬ জিবি র্যাম (৮ জিবি + ৮জিবি এক্সটেন্ডেড), আইপি৫৪ পানি ও ধুলো প্রতিরোধী ফিচার, ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৩০০-নিট উজ্জ্বলতা (ব্রাইটনেস)। এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।