অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ সংগঠনের নেতা মাহবুবুল আলম চৌধুরীকে ঢাকার শাহবাগে জমায়েতের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিনা সুদে ঋণের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এনে শাহবাগে সমাবেশ করতে চেয়েছিলেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সোমবার রাতে শান্তিনগর এলাকা থেকে মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করে। তাকে ঢাকা শহরের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া, সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমীনসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
রোববার মধ্যরাতে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে শতাধিক বাস, পিকআপ এবং মাইক্রোবাসে করে সারা দেশ থেকে লোকজন আনা হয়। এই লোকজনকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারা যদি শাহবাগে সমাবেশে অংশ নেন, তবে তাদেরকে ১ থেকে ৫ লাখ টাকা ঋণ দেওয়া হবে। ঋণের জন্য বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল।
তবে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই লোকজনকে শাহবাগ এলাকায় জমায়েত হতে দেয়নি এবং প্রত্যেকটি গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ সংগঠনের নেতা মাহবুবুল আলম চৌধুরীকে ঢাকার শাহবাগে জমায়েতের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিনা সুদে ঋণের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এনে শাহবাগে সমাবেশ করতে চেয়েছিলেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সোমবার রাতে শান্তিনগর এলাকা থেকে মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করে। তাকে ঢাকা শহরের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া, সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমীনসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
রোববার মধ্যরাতে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে শতাধিক বাস, পিকআপ এবং মাইক্রোবাসে করে সারা দেশ থেকে লোকজন আনা হয়। এই লোকজনকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারা যদি শাহবাগে সমাবেশে অংশ নেন, তবে তাদেরকে ১ থেকে ৫ লাখ টাকা ঋণ দেওয়া হবে। ঋণের জন্য বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল।
তবে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই লোকজনকে শাহবাগ এলাকায় জমায়েত হতে দেয়নি এবং প্রত্যেকটি গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।