রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ছিটকে নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী আহসান হাবিব, যিনি ঘটনার সময় একই পথে যাচ্ছিলেন, জানান, দুটি বাইকে থাকা তরুণদের মধ্যে একজন সংঘর্ষের পর প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় পড়ে যান। ফ্লাইওভারে থাকা অপরজনের পা ভেঙে যায় বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে তাদের মোটরসাইকেলটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় জড়িত টয়োটার সিএইচআর গাড়িটিও ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ছিটকে নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী আহসান হাবিব, যিনি ঘটনার সময় একই পথে যাচ্ছিলেন, জানান, দুটি বাইকে থাকা তরুণদের মধ্যে একজন সংঘর্ষের পর প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় পড়ে যান। ফ্লাইওভারে থাকা অপরজনের পা ভেঙে যায় বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে তাদের মোটরসাইকেলটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় জড়িত টয়োটার সিএইচআর গাড়িটিও ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।