ঢাকার যাত্রাবাড়ীতে একটি বাসায় গ্রিল কেটে প্রবেশ করে বৃদ্ধ দম্পতিকে মারধরের পর ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এতে গৃহকর্তা ইসমাইল হোসেন (৮০) নিহত হয়েছেন। তাঁর স্ত্রী সালেহা বেগম (৭৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার ‘ইত্যাদি গলি’র ‘খান ভিলা’ নামের একটি চারতলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, রাতের কোনো একসময় অজ্ঞাতসংখ্যক দুর্বৃত্ত বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে দম্পতিকে মারধর করে ও মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দম্পতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে সালমা জানান, দুর্বৃত্তরা বাসায় ঢুকে প্রথমে মারধর করে এবং পরে তার বাবাকে বালিশচাপা দিয়ে হত্যা করে থাকতে পারেন বলে তাঁর ধারণা। এ সময় বাসার টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা।
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
ঢাকার যাত্রাবাড়ীতে একটি বাসায় গ্রিল কেটে প্রবেশ করে বৃদ্ধ দম্পতিকে মারধরের পর ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এতে গৃহকর্তা ইসমাইল হোসেন (৮০) নিহত হয়েছেন। তাঁর স্ত্রী সালেহা বেগম (৭৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার ‘ইত্যাদি গলি’র ‘খান ভিলা’ নামের একটি চারতলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, রাতের কোনো একসময় অজ্ঞাতসংখ্যক দুর্বৃত্ত বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে দম্পতিকে মারধর করে ও মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দম্পতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে সালমা জানান, দুর্বৃত্তরা বাসায় ঢুকে প্রথমে মারধর করে এবং পরে তার বাবাকে বালিশচাপা দিয়ে হত্যা করে থাকতে পারেন বলে তাঁর ধারণা। এ সময় বাসার টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা।