alt

নগর-মহানগর

ঢাকার খাল ও নদী : চতুর্থ পর্ব

খাল উন্নয়নে ডিএসসিসির ৯৮০ কোটি টাকার প্রকল্প

ইবরাহীম মাহমুদ আকাশ : বৃহস্পতিবার, ২০ মে ২০২১

ভরাট, দখল ও দূষণের শিকার হয়ে হারিয়ে যাচ্ছে খাল ও নদীগুলো। খালগুলো পরিণত হয়েছে নর্দমায়। নদী হয়ে গেছে খাল। ঢাকায় কয়টি খাল ছিল তার সঠিক পরিসংখ্যান নেই। সরকারি এক একটি সংস্থার এক এক রকম তথ্য। কেউ বলছে ৫১টি, কেউ বলছে ৪৬টি, কেউ বলছে ৩২টি খাল। এছাড়া ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু ও ধলেশ্বরী নদীর পানি হয়ে গেছে ময়লা ও দুর্গন্ধ যুক্ত। ঢাকার খাল ও নদীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্থ পর্ব।

ঢাকার খালগুলো পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পৃথক প্রকল্প গ্রহণ করেছে দুই সিটি করপোরেশন। প্রাথমিকভাবে ৯৮০ কোটি টাকা ব্যয়ে ৪টি খাল উন্নয়নে একটি প্রকল্প গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে প্রকল্পের ডিপিপি তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে ডিএসসিসির সূত্র জানায়।

খাল উন্নয়নে ডিএসসিসির প্রকল্প

ঢাকা দক্ষিণের কালুনগর, জিরানী, মান্ডা ও শ্যামপুর খাল উন্নয়নে এই প্রকল্প নেয়া হয়েছে। এই খালগুলোর পানি প্রবাহ ঠিক রাখা, ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে ব্যবস্থা গ্রহণ, পানি প্রবাহের মাধ্যমে মশক প্রজনন বন্ধ করা, খালের পাশে ওয়াকওয়ে নির্মাণ, খালের তীরে গ্রীন বেল্ট ও বসার স্থান তৈরির মাধ্যমে বিনোদনের ব্যবস্থা, খালে মৎস্য চাষ, নৌ-চলাচল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিএসসিসির সূত্র জানায়।

কালুনগর খাল : বুড়িগঙ্গা নদী থেকে উৎপত্তি হয়ে কালুনগর খালটি কামরাঙ্গীরচর ও হাজারীবাগ হয়ে তুরাগ নদের সঙ্গে মিলিত হয়েছে। ১৯৮০’র দশকে এই খালে পাল তোলা নৌকা চলাচল করত কিন্তু দখল, দূষণ ও ভরাট হয়ে খালটি এখন ডোবা-নালায় পরিণত হয়েছে বলে স্থানীয়রা জানান। ঢাকা জেলা প্রশাসনের তফসিলে উল্লেখ করা হয়েছে সিটি জরিপের ১ নম্বর খতিয়ানে ৪০ ও ২০ নম্বর দাগে খালটি অবস্থিত। খালটি দক্ষিণে সিটি করপোশেনের ৩ নম্বর কর অঞ্চলের ১৪ ও ২২ ওয়ার্ডে দিয়ে প্রবাহিত। খালটির দৈর্ঘ্য ৩ কিলোমিটার। খালটির গড় প্রস্থ ১২ মিটার। খালটি উন্নয়নে ১৭১ কোটি ব্যয়ে প্রকল্প নেয়া হয়েছে।

খালের দু’পাশে ওয়াকওয়ে, সাইকেল লেন, সবুজায়ন, ফুডপার্ক, বাচ্চাদের খেলার জায়গা, নান্দনিক বাতি ও ফোয়ারা নির্মাণ করা হবে। থাকবে ইউটিলিটি স্থানান্তরের সুব্যবস্থা, ২৫০টি সৌরবিদ্যুৎ প্যানেল, ফিল্টারিংসহ ২ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা। সবুজায়নের থাকবে ১০ হাজার বর্গমিটারের বাগান, ১০ হাজার বৃক্ষ রোপণ। ৮ ফুট উচ্চতা ৫ কিলোমিটার সুরক্ষা বেষ্টনী তৈরি করা হবে। এছাড়া খালে দুই পাড়ে নির্মাণ করা হবে ৮০টি বসার বেঞ্চ ও শেড, ইকোপার্ক, ২টি পাবলিক টয়লেট, কার পার্কিং ব্যবস্থা, ২টি ব্যায়ামাগার, আরসিসি ওয়াল, ১টি পদচারী সেতু, ২টি স্লুইচ গেট, ২টি পাম্প হাউস ও ১টি ফোয়ার।

জিরানী খাল : বুড়িগঙ্গা নদী থেকে উৎপত্তি হয়ে বালু নদীর সঙ্গে মিলিত হয়েছে। খালটি ধোলাই খালের শাখা হিসেবে পরিচিত। এটি সায়েদাবাদ ব্রিজের নিচ দিয়ে বাসাবো হয়ে বালু নদীর সঙ্গে যুক্ত হয়েছে। খালটি প্রকৃত দৈর্ঘ্য ছিল প্রায় ৬ কিলোমিটার কিন্তু বক্স কালভার্টের খালের অর্ধেক সড়কে পরিণত হয়েছে। এছাড়া দখল, দূষণ ও ভরাট হয়ে খালটি সঙ্কুচিত হয়ে পড়েছে। বর্তমানে খালের দৈর্ঘ্য ৩ দশমিক ৪ কিলোমিটাল। গড় প্রস্থ ২০ মিটার। খালটি উন্নয়নে ২১৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

খালের দু’পাশে ওয়াকওয়ে, সাইকেল লেন, সবুজায়ন, ফুডপার্ক, বাচ্চাদের খেলার জায়গা, নান্দনিক বাতি ও ফোয়ারা নির্মাণ করা হবে। এর মধ্যে ১ হাজার নান্দনিক বাতি, ৫০০টি সোলার প্যানেল, ৪০ হাজার বর্গমিটার সবুজায়ন, চারটি ফুট ওভারব্রিজ, আড়াই হাজার বর্গমিটার সাইকেল লেন, পাঁচটি মাছ ধরার স্থান, চারটি ফুডকোর্ট, একটি প্লাজা, ১০০টি বসার বেঞ্চ ও শেড, ১৫০টি ওয়েস্টবিন, পাঁচটি সাইট দর্শনের স্থান, ১০ হাজার বর্গমিটার জায়গায় হবে বাচ্চাদের জন্য ইকোপার্ক, ব্যায়ামাগার ২টি, দু’টি পাবলিক টয়লেট, দু’টি পার্কিং স্পেস, গাড়ি চলার সেতু ৩টি ও একটি ফোয়ারা নির্মাণ করা হবে।

মা-া খাল : ঢাকার পূর্বাঞ্চলের অবস্থিত মা-া খালটি। রাজধানীর সবুজবাগ থেকে শুরু হয়ে মাদারটেক, দক্ষিণগাঁওয়ের পাশ দিয়ে বালু নদীতে মিলিত হয়েছে খালটি। এর একটি শাখা রাজারবাগ ও অপরটি ধলপুরের সুতিখালের সঙ্গে যুক্ত ছিল। খালটির দৈর্ঘ্য ৮ দশমিক ২ কিলোমিটার। গড় প্রস্থ ২৫ মিটার। খালটি দখল, দূষণ ও ভরাট সঙ্কুচিত হয়ে পড়েছে। তাই অনেক স্থানে ৫-৪০ মিটার পর্যন্ত প্রস্থ রয়েছে। খালটি উন্নয়নে ২৯৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করেছে ডিএসসিসি। খালের দু’পাশে ওয়াকওয়ে, সাইকেল লেন, সবুজায়ন, ফুডপার্ক, বাচ্চাদের খেলার জায়গা, নান্দনিক বাতি ও ফোয়ারাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

খালের দুই পাড়ে ১৮০০টি নান্দনিক বাতি, সৌর প্যানেল ৮০০টি, ৫০ হাজার বর্গমিটার এলাকায় সবুজায়ন, ১০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে ইকোপার্ক, তিনটি গাড়ি পার্কিং, ৩০ হাজার বর্গমিটারে ওয়াকওয়ে, ১০ হাজার বর্গমিটারে সাইকেল লেন, ১৫টি মাছ ধরার স্থান, ছয়টি ফুডকোর্ট, চারটি প্লাজা, ১৪০টি বসার বেঞ্চ ও শেড, ২৫০টি ওয়েস্টবিন, সাতটি সাইট দর্শনের স্থান, দুটি পাবলিক টয়লেট, চারটি ব্যায়ামগার, ছয়টি ফুটওভারব্রিজ, চারটি সেতু ও ১টি ফোয়ারা নির্মাণ করা হবে।

শ্যামপুর খাল : বুড়িগঙ্গা নদীর শ্যামপুর লঞ্চঘাটের পাশ দিয়ে উৎপত্তি হয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী সঙ্গে যুক্ত ছিল খালটি। কিন্তু দখল, দূষণ ও ভরাট হয়ে খালটি এখন একটি নালায় পরিণত হয়েছে। ময়লা-আবর্জনায় ভরাট হয়ে খালটি এখন হুমকির মুখে। বর্তমানে খালটির দৈর্ঘ্য ৫ কিলোমিটার। গড় প্রস্থ ১২ মিটার। খালটি উন্নয়নে ২৩০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে থাকবে এক হাজার নান্দনিক বাতি, ৫০০টি সৌর প্যানেল, ২০ হাজার বর্গমিটারে সবুজায়ন, ২০ হাজার বর্গমিটারে ওয়াকওয়ে, দু’টি ফুডকোর্ট, একটি প্লাজা, ৯০টি বসার বেঞ্চ, ১৫০টি ওয়েস্টবিন, তিনটি সাইট দর্শনের স্থান, পাঁচ হাজার বর্গমিটারে শিশুদের খেলার জায়গা, একটি পাবলিক টয়লেট, একটি গাড়ি পার্কিং, দু’টি ব্যায়ামাগার, একটি ফুটওভারব্রিজ, দু’টি সেতু ও একটি ফোয়ারা।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘সিটি করপোরেশন খালের দায়িত্ব পাওয়ার পর সংস্কার ও আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কালুনগর, জিরানী খাল, মা-া খাল, শ্যামপুর খাল, পান্থকুঞ্জ বক্স কালভার্ট ও সেগুনবাগিচা বক্স কালভার্ট চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো পানি নিষ্কাশনের প্রধান চ্যানেল। এ চারটি খালের আধুনিকায়ন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ৯৮১ কোটি টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ এছাড়া জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করে জরুরি কাজের জন্য আরও ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

ছবি

পাঁচ কোটি টাকা চাঁদা দাবির পর সশস্ত্র হামলায় রক্তাক্ত পল্লবীর ব্যবসা প্রতিষ্ঠান

ছবি

পুরান ঢাকার নৃশংস হত্যার পর পল্লবীতেও চাঁদাবাজদের হামলা, আতঙ্কে ব্যবসায়ীরা

ছবি

যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে দগ্ধ শিশুটিও মারা গেল

ছবি

‘স্বামীর’ অঙ্গ কাটার অভিযোগে গ্রেপ্তার নারী থানায় বিষপান করে মারা গেলেন

ছবি

পুরান ঢাকায় হত্যাকাণ্ড ও অস্ত্র মামলায় মহিন ও রবিনের রিমান্ড

ছবি

ভারত ও বাংলাদেশ অভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের অধিকারী : প্রণয় ভার্মা

ছবি

শাহজালাল বিমানবন্দরে নেপালগামী ফ্লাইটে বোমার ভুয়া খবর, আতঙ্কের পর স্বাভাবিক উড্ডয়ন

ছবি

সূত্রাপুরে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৫ জন

ছবি

লিবিয়ায় বাংলাদেশিদের হাতে নির্যাতিত দুই প্রবাসী, মুক্তিপণে গ্রেপ্তার দুইজন

ছবি

সংখ্যালঘুদের বাদ রেখে সংস্কার কার্যক্রম, সবচেয়ে হতাশাজনক’ — নির্মল রোজারিও

শিক্ষার্থীদের দাবির মুখে ক্লাসে ফেরার নির্দেশ, হোস্টেলও খুলছে ১১ জুলাই

ছবি

দ্বিতীয় ধাপের টাকা না পেয়ে ক্ষুব্ধ আহতরা, রোববার দেওয়ার আশ্বাস

ছবি

বৃষ্টি-জলে রাজধানীতে ভোগান্তি, জলাবদ্ধতা ঠেকাতে সতর্ক সিটি করপোরেশন

ছবি

গাজীপুরে ভবনের ছাদে পোল্ট্রি খামার: পরিবেশ দূষণের দায়ে দন্ড

ছবি

ডিপজলের বিরুদ্ধে নারীকে নির্যাতন ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে সিআইডিকে তদন্তের নির্দেশ

যাত্রাবাড়ীতে বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতি, স্বামীর মৃত্যু

ছবি

রাজস্ব আহরণে স্থবিরতা কাটাতে কর্মীদের অভয় দিলেন আবদুর রহমান খান

ছবি

হাইকোর্টের বেঞ্চ বিভাগীয় শহরে স্থানান্তরের উদ্যোগের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে আবেদন

ছবি

তিন দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাও ইউনানী শিক্ষার্থীদের

ছবি

কাউকে না জানিয়ে কুয়াকাটায় যাওয়া ব্যাংক কর্মকর্তা ভোরে বাসায় ফিরলেন

ছবি

খিলক্ষেতে কভার্ড ভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

ছবি

জুমার নামাজের কথা বলে বেরিয়ে আর ফেরেননি ব্যাংক কর্মকর্তা মুশফিকুর রহমান

ছবি

নতুন আতঙ্ক ‘মব সন্ত্রাস’, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে: বিক্ষোভ সমাবেশে বক্তারা

ছবি

বনানীতে হোটেলে নারীদের ওপর হামলা, নেতৃত্বে যুবদল নেতা—ভিডিও ভাইরাল

ছবি

বিদেশে নারী পাচারে জালিয়াতি, বিএমইটির কর্মকর্তাসহ ৯ জনের নামে দুদকের মামলা

ছবি

মাদক ও সন্ত্রাসে জড়িত টুন্ডা বাবুর বিরুদ্ধে ১০টির বেশি মামলা

ছবি

আশুরা উপলক্ষে নিরাপত্তা নিয়ে পুলিশের প্রস্তুতি, তাজিয়া মিছিলে কঠোর নজরদারি

ছবি

তেজগাঁওয়ে ছিনতাইয়ের নাটক: মানি এক্সচেঞ্জকর্মীসহ গ্রেপ্তার ৬

ছবি

হাটখোলায় রাসায়নিক গুদামে আগুন, ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ছবি

ডিউটি না করায় ডিআইজি, ডিসিসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ছবি

ঢাকায় প্রবাসী মনির ও পরিবারের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, সন্দেহে আত্মীয় গ্রেপ্তার

ছবি

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপির ওয়ার্ড নেতার মৃত্যু

ছবি

দুর্নীতির বিরুদ্ধে গ্রীন ফোর্স বাংলাদেশের পথচলা শুরু

ছবি

দুদকের জিজ্ঞাসাবাদে ডাকা হলো আহমেদ আকবর সোবহানকে, তারিক আহমেদ সিদ্দিকের সম্পদ অনুসন্ধানে নতুন মোড়

ছবি

‘শাটডাউন’ আন্দোলনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ছবি

কমপ্লিট শাটডাউন’ চলাকালে এনবিআর সেবা অপরিহার্য ঘোষণা

tab

নগর-মহানগর

ঢাকার খাল ও নদী : চতুর্থ পর্ব

খাল উন্নয়নে ডিএসসিসির ৯৮০ কোটি টাকার প্রকল্প

ইবরাহীম মাহমুদ আকাশ

বৃহস্পতিবার, ২০ মে ২০২১

ভরাট, দখল ও দূষণের শিকার হয়ে হারিয়ে যাচ্ছে খাল ও নদীগুলো। খালগুলো পরিণত হয়েছে নর্দমায়। নদী হয়ে গেছে খাল। ঢাকায় কয়টি খাল ছিল তার সঠিক পরিসংখ্যান নেই। সরকারি এক একটি সংস্থার এক এক রকম তথ্য। কেউ বলছে ৫১টি, কেউ বলছে ৪৬টি, কেউ বলছে ৩২টি খাল। এছাড়া ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু ও ধলেশ্বরী নদীর পানি হয়ে গেছে ময়লা ও দুর্গন্ধ যুক্ত। ঢাকার খাল ও নদীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্থ পর্ব।

ঢাকার খালগুলো পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পৃথক প্রকল্প গ্রহণ করেছে দুই সিটি করপোরেশন। প্রাথমিকভাবে ৯৮০ কোটি টাকা ব্যয়ে ৪টি খাল উন্নয়নে একটি প্রকল্প গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে প্রকল্পের ডিপিপি তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে ডিএসসিসির সূত্র জানায়।

খাল উন্নয়নে ডিএসসিসির প্রকল্প

ঢাকা দক্ষিণের কালুনগর, জিরানী, মান্ডা ও শ্যামপুর খাল উন্নয়নে এই প্রকল্প নেয়া হয়েছে। এই খালগুলোর পানি প্রবাহ ঠিক রাখা, ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে ব্যবস্থা গ্রহণ, পানি প্রবাহের মাধ্যমে মশক প্রজনন বন্ধ করা, খালের পাশে ওয়াকওয়ে নির্মাণ, খালের তীরে গ্রীন বেল্ট ও বসার স্থান তৈরির মাধ্যমে বিনোদনের ব্যবস্থা, খালে মৎস্য চাষ, নৌ-চলাচল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিএসসিসির সূত্র জানায়।

কালুনগর খাল : বুড়িগঙ্গা নদী থেকে উৎপত্তি হয়ে কালুনগর খালটি কামরাঙ্গীরচর ও হাজারীবাগ হয়ে তুরাগ নদের সঙ্গে মিলিত হয়েছে। ১৯৮০’র দশকে এই খালে পাল তোলা নৌকা চলাচল করত কিন্তু দখল, দূষণ ও ভরাট হয়ে খালটি এখন ডোবা-নালায় পরিণত হয়েছে বলে স্থানীয়রা জানান। ঢাকা জেলা প্রশাসনের তফসিলে উল্লেখ করা হয়েছে সিটি জরিপের ১ নম্বর খতিয়ানে ৪০ ও ২০ নম্বর দাগে খালটি অবস্থিত। খালটি দক্ষিণে সিটি করপোশেনের ৩ নম্বর কর অঞ্চলের ১৪ ও ২২ ওয়ার্ডে দিয়ে প্রবাহিত। খালটির দৈর্ঘ্য ৩ কিলোমিটার। খালটির গড় প্রস্থ ১২ মিটার। খালটি উন্নয়নে ১৭১ কোটি ব্যয়ে প্রকল্প নেয়া হয়েছে।

খালের দু’পাশে ওয়াকওয়ে, সাইকেল লেন, সবুজায়ন, ফুডপার্ক, বাচ্চাদের খেলার জায়গা, নান্দনিক বাতি ও ফোয়ারা নির্মাণ করা হবে। থাকবে ইউটিলিটি স্থানান্তরের সুব্যবস্থা, ২৫০টি সৌরবিদ্যুৎ প্যানেল, ফিল্টারিংসহ ২ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা। সবুজায়নের থাকবে ১০ হাজার বর্গমিটারের বাগান, ১০ হাজার বৃক্ষ রোপণ। ৮ ফুট উচ্চতা ৫ কিলোমিটার সুরক্ষা বেষ্টনী তৈরি করা হবে। এছাড়া খালে দুই পাড়ে নির্মাণ করা হবে ৮০টি বসার বেঞ্চ ও শেড, ইকোপার্ক, ২টি পাবলিক টয়লেট, কার পার্কিং ব্যবস্থা, ২টি ব্যায়ামাগার, আরসিসি ওয়াল, ১টি পদচারী সেতু, ২টি স্লুইচ গেট, ২টি পাম্প হাউস ও ১টি ফোয়ার।

জিরানী খাল : বুড়িগঙ্গা নদী থেকে উৎপত্তি হয়ে বালু নদীর সঙ্গে মিলিত হয়েছে। খালটি ধোলাই খালের শাখা হিসেবে পরিচিত। এটি সায়েদাবাদ ব্রিজের নিচ দিয়ে বাসাবো হয়ে বালু নদীর সঙ্গে যুক্ত হয়েছে। খালটি প্রকৃত দৈর্ঘ্য ছিল প্রায় ৬ কিলোমিটার কিন্তু বক্স কালভার্টের খালের অর্ধেক সড়কে পরিণত হয়েছে। এছাড়া দখল, দূষণ ও ভরাট হয়ে খালটি সঙ্কুচিত হয়ে পড়েছে। বর্তমানে খালের দৈর্ঘ্য ৩ দশমিক ৪ কিলোমিটাল। গড় প্রস্থ ২০ মিটার। খালটি উন্নয়নে ২১৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

খালের দু’পাশে ওয়াকওয়ে, সাইকেল লেন, সবুজায়ন, ফুডপার্ক, বাচ্চাদের খেলার জায়গা, নান্দনিক বাতি ও ফোয়ারা নির্মাণ করা হবে। এর মধ্যে ১ হাজার নান্দনিক বাতি, ৫০০টি সোলার প্যানেল, ৪০ হাজার বর্গমিটার সবুজায়ন, চারটি ফুট ওভারব্রিজ, আড়াই হাজার বর্গমিটার সাইকেল লেন, পাঁচটি মাছ ধরার স্থান, চারটি ফুডকোর্ট, একটি প্লাজা, ১০০টি বসার বেঞ্চ ও শেড, ১৫০টি ওয়েস্টবিন, পাঁচটি সাইট দর্শনের স্থান, ১০ হাজার বর্গমিটার জায়গায় হবে বাচ্চাদের জন্য ইকোপার্ক, ব্যায়ামাগার ২টি, দু’টি পাবলিক টয়লেট, দু’টি পার্কিং স্পেস, গাড়ি চলার সেতু ৩টি ও একটি ফোয়ারা নির্মাণ করা হবে।

মা-া খাল : ঢাকার পূর্বাঞ্চলের অবস্থিত মা-া খালটি। রাজধানীর সবুজবাগ থেকে শুরু হয়ে মাদারটেক, দক্ষিণগাঁওয়ের পাশ দিয়ে বালু নদীতে মিলিত হয়েছে খালটি। এর একটি শাখা রাজারবাগ ও অপরটি ধলপুরের সুতিখালের সঙ্গে যুক্ত ছিল। খালটির দৈর্ঘ্য ৮ দশমিক ২ কিলোমিটার। গড় প্রস্থ ২৫ মিটার। খালটি দখল, দূষণ ও ভরাট সঙ্কুচিত হয়ে পড়েছে। তাই অনেক স্থানে ৫-৪০ মিটার পর্যন্ত প্রস্থ রয়েছে। খালটি উন্নয়নে ২৯৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করেছে ডিএসসিসি। খালের দু’পাশে ওয়াকওয়ে, সাইকেল লেন, সবুজায়ন, ফুডপার্ক, বাচ্চাদের খেলার জায়গা, নান্দনিক বাতি ও ফোয়ারাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

খালের দুই পাড়ে ১৮০০টি নান্দনিক বাতি, সৌর প্যানেল ৮০০টি, ৫০ হাজার বর্গমিটার এলাকায় সবুজায়ন, ১০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে ইকোপার্ক, তিনটি গাড়ি পার্কিং, ৩০ হাজার বর্গমিটারে ওয়াকওয়ে, ১০ হাজার বর্গমিটারে সাইকেল লেন, ১৫টি মাছ ধরার স্থান, ছয়টি ফুডকোর্ট, চারটি প্লাজা, ১৪০টি বসার বেঞ্চ ও শেড, ২৫০টি ওয়েস্টবিন, সাতটি সাইট দর্শনের স্থান, দুটি পাবলিক টয়লেট, চারটি ব্যায়ামগার, ছয়টি ফুটওভারব্রিজ, চারটি সেতু ও ১টি ফোয়ারা নির্মাণ করা হবে।

শ্যামপুর খাল : বুড়িগঙ্গা নদীর শ্যামপুর লঞ্চঘাটের পাশ দিয়ে উৎপত্তি হয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী সঙ্গে যুক্ত ছিল খালটি। কিন্তু দখল, দূষণ ও ভরাট হয়ে খালটি এখন একটি নালায় পরিণত হয়েছে। ময়লা-আবর্জনায় ভরাট হয়ে খালটি এখন হুমকির মুখে। বর্তমানে খালটির দৈর্ঘ্য ৫ কিলোমিটার। গড় প্রস্থ ১২ মিটার। খালটি উন্নয়নে ২৩০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে থাকবে এক হাজার নান্দনিক বাতি, ৫০০টি সৌর প্যানেল, ২০ হাজার বর্গমিটারে সবুজায়ন, ২০ হাজার বর্গমিটারে ওয়াকওয়ে, দু’টি ফুডকোর্ট, একটি প্লাজা, ৯০টি বসার বেঞ্চ, ১৫০টি ওয়েস্টবিন, তিনটি সাইট দর্শনের স্থান, পাঁচ হাজার বর্গমিটারে শিশুদের খেলার জায়গা, একটি পাবলিক টয়লেট, একটি গাড়ি পার্কিং, দু’টি ব্যায়ামাগার, একটি ফুটওভারব্রিজ, দু’টি সেতু ও একটি ফোয়ারা।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘সিটি করপোরেশন খালের দায়িত্ব পাওয়ার পর সংস্কার ও আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কালুনগর, জিরানী খাল, মা-া খাল, শ্যামপুর খাল, পান্থকুঞ্জ বক্স কালভার্ট ও সেগুনবাগিচা বক্স কালভার্ট চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো পানি নিষ্কাশনের প্রধান চ্যানেল। এ চারটি খালের আধুনিকায়ন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ৯৮১ কোটি টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ এছাড়া জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করে জরুরি কাজের জন্য আরও ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

back to top