দ্রুত সময়ের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট পাইয়ে দেয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন মো. রবিউল ইসলাম নামের এক জালিয়াত। পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের সীল নকল করে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট তৈরি করে দিতেন তিনি।
পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের হাতে গ্রেপ্তার হওয়ার পর তার জালিয়াতীর এমন তথ্য পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা. এ চক্রে রবিউল একাই নয় আরও অনেকে রয়েছে। রবিউলের জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট দেয়ার নেটওয়ার্ক রয়েছে সারাদেশে।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি আশরাফউল্লাহ বলেন, গত ১৩ এপ্রিল মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে বিভিন্ন সরকারি দপ্তরের ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট প্রস্তুতকারী চক্রের মূল হোতা।
গ্রেপ্তারের সময় বিভিন্ন জেলার পুলিশ সুপারের (ডিএসবি) ১৯০টি সিল, ১৯০টি বিভিন্ন থানার গোল সিল, ১৭৬টি বিভিন্ন থানার ওসির সিল, বিভিন্ন মন্ত্রণালয়ের ৪টি সিল, ১০টি বৈদেশিক আরবি সিল, ৫৪০টি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিএমইটি কোর্সের সার্র্টিফিকেট তৈরির কাজে প্রস্তুতকৃত ৩২০টি পেপার, ৮টি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ট্রেনিং সিল, ৪৮টি বিভিন্ন এলাকার কাজীর সিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত রবিউল কম্পিউটারের মাধ্যমে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট প্রস্তুত করত। প্রস্তুতকৃত সার্টিফিকেটে বিভিন্ন জেলার পুলিশ সুপার (ডিএসবি), বিভিন্ন থানার ওসির ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে অর্থের বিনিময়ে ভুক্তভোগীদের দিতেন। জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট সরবরাহ করে জনগনের সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। তার জাল সার্র্টিফিকেট নিয়ে বিদেশে গিয়ে বহু ব্যক্তি বিপদে পড়েছেন। এ সংক্রান্তে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
দ্রুত সময়ের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট পাইয়ে দেয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন মো. রবিউল ইসলাম নামের এক জালিয়াত। পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের সীল নকল করে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট তৈরি করে দিতেন তিনি।
পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের হাতে গ্রেপ্তার হওয়ার পর তার জালিয়াতীর এমন তথ্য পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা. এ চক্রে রবিউল একাই নয় আরও অনেকে রয়েছে। রবিউলের জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট দেয়ার নেটওয়ার্ক রয়েছে সারাদেশে।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি আশরাফউল্লাহ বলেন, গত ১৩ এপ্রিল মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে বিভিন্ন সরকারি দপ্তরের ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট প্রস্তুতকারী চক্রের মূল হোতা।
গ্রেপ্তারের সময় বিভিন্ন জেলার পুলিশ সুপারের (ডিএসবি) ১৯০টি সিল, ১৯০টি বিভিন্ন থানার গোল সিল, ১৭৬টি বিভিন্ন থানার ওসির সিল, বিভিন্ন মন্ত্রণালয়ের ৪টি সিল, ১০টি বৈদেশিক আরবি সিল, ৫৪০টি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিএমইটি কোর্সের সার্র্টিফিকেট তৈরির কাজে প্রস্তুতকৃত ৩২০টি পেপার, ৮টি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ট্রেনিং সিল, ৪৮টি বিভিন্ন এলাকার কাজীর সিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত রবিউল কম্পিউটারের মাধ্যমে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট প্রস্তুত করত। প্রস্তুতকৃত সার্টিফিকেটে বিভিন্ন জেলার পুলিশ সুপার (ডিএসবি), বিভিন্ন থানার ওসির ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে অর্থের বিনিময়ে ভুক্তভোগীদের দিতেন। জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্র্টিফিকেট সরবরাহ করে জনগনের সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। তার জাল সার্র্টিফিকেট নিয়ে বিদেশে গিয়ে বহু ব্যক্তি বিপদে পড়েছেন। এ সংক্রান্তে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।