২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, ওই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, এবারের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী। এতে করে প্রতি আসনের বিপরীতে গড়ে ২৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এবারের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ।
গাকৃবির সহকারী রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়টির সাতটি অনুষদে মোট ৪৩৫টি আসন রয়েছে। গাকৃবির বিভিন্ন কেন্দ্রে ৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
গাকৃবি উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এ ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা দেশের কৃষি শিক্ষা, গবেষণা এবং উন্নয়নে আরও দক্ষ ও প্রতিভাবান ছাত্রছাত্রীদের সুযোগ করে দিতে চাই।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই গাকৃবি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা আধুনিক কৃষি বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর।”
পরীক্ষার্থীদের আগাম শুভকামনা জানিয়ে উপাচার্য বলেন, “সব নিয়মনীতি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, ওই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, এবারের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী। এতে করে প্রতি আসনের বিপরীতে গড়ে ২৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এবারের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ।
গাকৃবির সহকারী রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়টির সাতটি অনুষদে মোট ৪৩৫টি আসন রয়েছে। গাকৃবির বিভিন্ন কেন্দ্রে ৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
গাকৃবি উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এ ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা দেশের কৃষি শিক্ষা, গবেষণা এবং উন্নয়নে আরও দক্ষ ও প্রতিভাবান ছাত্রছাত্রীদের সুযোগ করে দিতে চাই।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই গাকৃবি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা আধুনিক কৃষি বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর।”
পরীক্ষার্থীদের আগাম শুভকামনা জানিয়ে উপাচার্য বলেন, “সব নিয়মনীতি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”