আকাশ-অন্তরা
এ সময়ের সংগীতশিল্পী আকাশ মাহমুদ। এই সংগীতশিল্পীর প্রায় সকল গান দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। আকাশ নিজে যেমন ভালো গান গাইতে পারেন ঠিক তেমনি দারুণ সুর করেন। সংগীতায়োজনের কাজেও অনবদ্য তিনি। সেই সাফল্যে উজ্জীবিত হয়েই নিয়মিত গান করে যাচ্ছেন এই তরুণ।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল গ্লাস ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আকাশের কণ্ঠে ‘প্রেমিক স্বৈরাচার’ শিরোনামের নতুন গান। এতে তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন অন্তরা কথা। রিপন মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ নিজেই৷ গানের কথার সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানটি কোরিওগ্রাফি করেছেন গৌরব গোগো এবং পরিচালনা করেছেন আশিক মাহমুদ৷ ভিডিওতে মডেল হয়েছেন আকাশ মাহমুদ ও অন্তরা কথা। প্রযোজনা করেছেন জাবের আহমেদ।
কেক কাটার মধ্য দিয়ে গানটি প্রকাশ পায়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - কন্ঠশিল্পী ও মিউজিক ডিরেক্টর এ এইচ তূর্য্য, শিবলু মাহমদ, গীতিকার রাসেল কবির, যাযাবর পলাশ, সালমান আহমেদ, কন্ঠশিল্পী রাকা জারা, পথিক উজ্জ্বল, মরিয়ম ইসলাম, সিমলা আক্তার , মাহবুবুল হক হাসান, বাউল সুমন সহ আরো অনেক।
নতুন গান প্রসঙ্গে আকাশ মাহমুদ বলেন, গানের কথা দারুণ৷ বরাবরের এবারও চেষ্টা করেছি শ্রোতাদের ভালো একটি গান উপহার দেওয়ার। আশা করছি, গান-ভিডিও সবার ভালো লাগবে।
কন্ঠশিল্পী অন্তরা কথা বলেন, গানের কথা গুলো ভালো লেগছে। আকাশ মাহমুদের সঙ্গে কাজ করেছি। মিউজিক ভিডিওতে আমাদের দুজনের রসায়নটা দারুণ ছিলো। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।
ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেলের কর্ণধর জাবের আহমেদকে এতো সুন্দর গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
আকাশ-অন্তরা
রোববার, ১১ মে ২০২৫
এ সময়ের সংগীতশিল্পী আকাশ মাহমুদ। এই সংগীতশিল্পীর প্রায় সকল গান দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। আকাশ নিজে যেমন ভালো গান গাইতে পারেন ঠিক তেমনি দারুণ সুর করেন। সংগীতায়োজনের কাজেও অনবদ্য তিনি। সেই সাফল্যে উজ্জীবিত হয়েই নিয়মিত গান করে যাচ্ছেন এই তরুণ।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল গ্লাস ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আকাশের কণ্ঠে ‘প্রেমিক স্বৈরাচার’ শিরোনামের নতুন গান। এতে তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন অন্তরা কথা। রিপন মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ নিজেই৷ গানের কথার সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানটি কোরিওগ্রাফি করেছেন গৌরব গোগো এবং পরিচালনা করেছেন আশিক মাহমুদ৷ ভিডিওতে মডেল হয়েছেন আকাশ মাহমুদ ও অন্তরা কথা। প্রযোজনা করেছেন জাবের আহমেদ।
কেক কাটার মধ্য দিয়ে গানটি প্রকাশ পায়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - কন্ঠশিল্পী ও মিউজিক ডিরেক্টর এ এইচ তূর্য্য, শিবলু মাহমদ, গীতিকার রাসেল কবির, যাযাবর পলাশ, সালমান আহমেদ, কন্ঠশিল্পী রাকা জারা, পথিক উজ্জ্বল, মরিয়ম ইসলাম, সিমলা আক্তার , মাহবুবুল হক হাসান, বাউল সুমন সহ আরো অনেক।
নতুন গান প্রসঙ্গে আকাশ মাহমুদ বলেন, গানের কথা দারুণ৷ বরাবরের এবারও চেষ্টা করেছি শ্রোতাদের ভালো একটি গান উপহার দেওয়ার। আশা করছি, গান-ভিডিও সবার ভালো লাগবে।
কন্ঠশিল্পী অন্তরা কথা বলেন, গানের কথা গুলো ভালো লেগছে। আকাশ মাহমুদের সঙ্গে কাজ করেছি। মিউজিক ভিডিওতে আমাদের দুজনের রসায়নটা দারুণ ছিলো। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।
ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেলের কর্ণধর জাবের আহমেদকে এতো সুন্দর গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।