বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় ‘টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনম্যান্ট’ নিপুণ ও পলিনের প্রথম মিউজিক ভিডিও ‘রং’ প্রকাশ করে। মিউজিক ভিডিওর লগো প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ‘রং’ গানটি লিখেছেন এ মিজান এবং সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বব ও পবন শেঠি। চিত্রনায়িকা নিপুণের বোন পলিনের এটাই প্রথম মৌলিক গান। তাই নিজের বোনের প্রথম মৌলিক গানে নিজেই মডেল হিসেবে উপস্থিত হলেন নিপুণ। নিপুণ নিজেই অর্থ বিনিয়োগ করেছেন এখানে। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে নিপুণের ব্যক্তব্য হচ্ছে, ‘আমি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছি। যে কারণে আমি দর্শকের রুচি সম্পর্কে অবগত। রং মিউজিক ভিডিওটি আমার অভিজ্ঞতা থেকেই করা এবং এটা শিউর শট। দর্শক একবার হলেও রং উপভোগ করবেন। তবে এটা সত্যি, রং করতে গিয়ে আমি রং প্রকাশের পূর্ব পর্যন্ত অনেক অনেক চাপে ছিলাম। কারণ আমাকে একাই সবকিছু করতে হয়েছে। সর্বোপরি রং দেখে দর্শক নিশ্চয়ই এটা বলবেন বাংলাদেশেও আন্তর্জাতিক মানের গান হয়। গানটি করার জন্য অনেক যন্ত্রণা দিয়েছি ইমন ভাইকে। তার প্রতি আমার অগাধ বিশ^াস ছিল, যে কারণে তার ওপরই গানটি প্রকাশের ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যাপারে নির্ভরশীল ছিলাম। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্পিকারের প্রতি, শ্রদ্ধেয় ফারুক ভাইয়ের প্রতি।’ নিজের প্রথম মৌলিক গান প্রসঙ্গে পলিন বলেন, ‘ছোটবেলা থেকেই গানের প্রতি আমার ভালো লাগা। কিন্তু চাকরি এবং বিয়ের পর গানে আর মনোযোগ দেয়া সম্ভব হয়নি। বিগত পাঁচ বছর ধরে আমি সুনামগঞ্জের লন্ডন প্রবাসী গৌরী চৌধুরীর কাছে আবারও তালিম নিচ্ছি। আমি এখন গানে নিজেকে পেশাগতভাবেই ব্যস্ত করে তুলতে চাই। রং’র পুরো কৃতিত্ব আসলে নিপুণের। তার চেষ্টায়, তার আন্তরিকতায়, তার দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফসল রং। আমি ভীষণ আশাবাদী রং নিয়ে।’ সিএমভির ইউটিউব চ্যানেলে ‘রং’ প্রকাশিত হয়েছে। পলিন নতুন কুঁড়িতে, জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ছোটবেলায়।
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় ‘টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনম্যান্ট’ নিপুণ ও পলিনের প্রথম মিউজিক ভিডিও ‘রং’ প্রকাশ করে। মিউজিক ভিডিওর লগো প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ‘রং’ গানটি লিখেছেন এ মিজান এবং সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বব ও পবন শেঠি। চিত্রনায়িকা নিপুণের বোন পলিনের এটাই প্রথম মৌলিক গান। তাই নিজের বোনের প্রথম মৌলিক গানে নিজেই মডেল হিসেবে উপস্থিত হলেন নিপুণ। নিপুণ নিজেই অর্থ বিনিয়োগ করেছেন এখানে। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে নিপুণের ব্যক্তব্য হচ্ছে, ‘আমি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছি। যে কারণে আমি দর্শকের রুচি সম্পর্কে অবগত। রং মিউজিক ভিডিওটি আমার অভিজ্ঞতা থেকেই করা এবং এটা শিউর শট। দর্শক একবার হলেও রং উপভোগ করবেন। তবে এটা সত্যি, রং করতে গিয়ে আমি রং প্রকাশের পূর্ব পর্যন্ত অনেক অনেক চাপে ছিলাম। কারণ আমাকে একাই সবকিছু করতে হয়েছে। সর্বোপরি রং দেখে দর্শক নিশ্চয়ই এটা বলবেন বাংলাদেশেও আন্তর্জাতিক মানের গান হয়। গানটি করার জন্য অনেক যন্ত্রণা দিয়েছি ইমন ভাইকে। তার প্রতি আমার অগাধ বিশ^াস ছিল, যে কারণে তার ওপরই গানটি প্রকাশের ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যাপারে নির্ভরশীল ছিলাম। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্পিকারের প্রতি, শ্রদ্ধেয় ফারুক ভাইয়ের প্রতি।’ নিজের প্রথম মৌলিক গান প্রসঙ্গে পলিন বলেন, ‘ছোটবেলা থেকেই গানের প্রতি আমার ভালো লাগা। কিন্তু চাকরি এবং বিয়ের পর গানে আর মনোযোগ দেয়া সম্ভব হয়নি। বিগত পাঁচ বছর ধরে আমি সুনামগঞ্জের লন্ডন প্রবাসী গৌরী চৌধুরীর কাছে আবারও তালিম নিচ্ছি। আমি এখন গানে নিজেকে পেশাগতভাবেই ব্যস্ত করে তুলতে চাই। রং’র পুরো কৃতিত্ব আসলে নিপুণের। তার চেষ্টায়, তার আন্তরিকতায়, তার দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফসল রং। আমি ভীষণ আশাবাদী রং নিয়ে।’ সিএমভির ইউটিউব চ্যানেলে ‘রং’ প্রকাশিত হয়েছে। পলিন নতুন কুঁড়িতে, জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ছোটবেলায়।