১৪ই নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। এ বিষয়ে বিস্তারিত জানাতে গত ১২ই সেপ্টেম্বর রোববার রাতে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ জানান, ১৬তম ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’।
স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে বিভিন্নভাবে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আখতার রেনী। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং সংগীতশিল্পী রফিকুল আলম। শাইখ সিরাজ আরও বলেন, ‘৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেয়া হবে। ওই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত শিল্পীদের পুরস্কৃত করা ছাড়াও ডিসেম্বর মাসজুড়ে
চ্যানেল আইয়ে স্বাধীনতার ৫০ বছরের নানা ধরনের অনুষ্ঠান হবে।
এর মধ্যে ঢাকায় আরেকটি আয়োজনের মাধ্যমে বাকি শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং মিউজিক অ্যাওয়ার্ডস-২০২১ এর আমেরিকার প্রকল্প প্রধান জহিরউদ্দিন মাহমুদ মামুন জানান, ১৪ই নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য এই আসরের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানেই দেশের ৫০ জন বিশেষ সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। নিউ ইয়র্ক থেকে ভার্চ্যুয়ালি আরও অংশ নেন রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়।
তিনি আরও জানান, এবারের আয়োজন ভিন্নভাবে সাজানো হচ্ছে। স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে এবার আমরা প্রতিযোগিতার মধ্যে যাচ্ছি না। সংবাদ সম্মেলনটি উপস্থাপনা করেন দিলরুবা সাথী। ঐক্য ফাউন্ডেশনের পরিচালক সুরাইয়া আলম এবং ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২১ এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন এ সময় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
১৪ই নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। এ বিষয়ে বিস্তারিত জানাতে গত ১২ই সেপ্টেম্বর রোববার রাতে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ জানান, ১৬তম ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’।
স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে বিভিন্নভাবে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আখতার রেনী। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং সংগীতশিল্পী রফিকুল আলম। শাইখ সিরাজ আরও বলেন, ‘৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেয়া হবে। ওই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত শিল্পীদের পুরস্কৃত করা ছাড়াও ডিসেম্বর মাসজুড়ে
চ্যানেল আইয়ে স্বাধীনতার ৫০ বছরের নানা ধরনের অনুষ্ঠান হবে।
এর মধ্যে ঢাকায় আরেকটি আয়োজনের মাধ্যমে বাকি শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং মিউজিক অ্যাওয়ার্ডস-২০২১ এর আমেরিকার প্রকল্প প্রধান জহিরউদ্দিন মাহমুদ মামুন জানান, ১৪ই নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য এই আসরের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানেই দেশের ৫০ জন বিশেষ সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। নিউ ইয়র্ক থেকে ভার্চ্যুয়ালি আরও অংশ নেন রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়।
তিনি আরও জানান, এবারের আয়োজন ভিন্নভাবে সাজানো হচ্ছে। স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে এবার আমরা প্রতিযোগিতার মধ্যে যাচ্ছি না। সংবাদ সম্মেলনটি উপস্থাপনা করেন দিলরুবা সাথী। ঐক্য ফাউন্ডেশনের পরিচালক সুরাইয়া আলম এবং ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২১ এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন এ সময় উপস্থিত ছিলেন।