ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির আল-আকসা মসজিদ প্রাঙ্গনে এক প্রকাশ্য প্রার্থনায় নেতৃত্ব দিয়েছেন।
গতকাল তাকে প্রথমবার ইসলাম, খ্রিস্টান ও ইহুদিদের জন্য খুবই স্পর্শকাতর ওই স্থানে একটি মিনইয়ানের (নূন্যতম ১০ ইহুদি পুরুষের সম্মিলিত প্রার্থনার দল) প্রার্থনায় দেখা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
জর্ডানের আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি ইহুদি ধর্মাবলম্বীদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত, এখানে ইহুদির প্রার্থনায় নিষেধাজ্ঞা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ওই নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে টেম্পল মাউন্টে নিয়মিতই ইহুদি প্রার্থনা হচ্ছে। তা সত্ত্বেও, রোববারই ইসরায়েল সরকারের কোনো মন্ত্রী প্রথমবার ওই স্থানে প্রকাশ্যে প্রার্থনা করলেন।
তিশা ব’আভ দিবস পালনকারী ইহুদিদের জন্য ‘আমিদা’ প্রার্থনায় তিনি নেতৃত্ব দিয়েছেন। আল-আকসার চূড়ায় থাকা ইহুদিদের পুরনো দুই প্রার্থনাগৃহ ধ্বংস হয়ে যাওয়াকে স্মরণ করে এই তিশা ব’আভ উপবাস দিবস পালিত হয়।
জর্ডানি ওয়াকফের তত্ত্বাবধানে থাকা এই টেম্পল মাউন্ট এলাকায় এখন বেশ কয়েকটি মসজিদ ও গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা রয়েছে। বেন গভির ও তার প্রার্থনাকারী দলকে লক্ষ্য করে চিৎকার করায় পুলিশ আরব জাতিগোষ্ঠীর এক সদস্যকে আটক করে বলে জানিয়েছে আরুৎজ সেভেন। ২০২২ সালে নিরাপত্তামন্ত্রী হওয়ার পর থেকে বেন গভির বলে আসছেন যে, তার নীতি হচ্ছে ইহুদিদের টেম্পল মাউন্টে প্রার্থনার সুযোগ করে দেয়া।
ওই প্রাঙ্গণে কী কী করা যাবে, কী যাবে না তা নিয়ে ইসরায়েল ও জর্ডানের সরকারের মধ্যে একধরনের সমঝোতা হয়েছে। বেন গভিরের এ অবস্থান দীর্ঘ মেয়াদী এই স্ট্যাটাস ক্যু-র লঙ্ঘন।
বেন গভিরের আল-আকসা প্রাঙ্গনে যাওয়ার ঘটনা আরব বিশ্বকেও ক্ষেপিয়ে তুলেছে বলে জানিয়েছেছে টাইমস অব ইসরায়েল। জর্ডান একে ‘আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন’ এবং ‘অগ্রহণযোগ্য উসকানি ও উত্তেজনাবৃদ্ধি’ বলে অভিহিত করেছে।
এদিকে ইসরায়েলি মন্ত্রী বেন গভির তার সরকারকে পুরো গাজা দখলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
গতকাল তিনি সরকারের প্রতি পুরো গাজা ভূখ- দখল, সেখানে নিজেদের সার্বভৌত্ব ঘোষণা করা, প্রত্যেক হামাস সদস্যকে নিস্ক্রিয় করা এবং গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় দেশত্যাগে উদ্দীপনা দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির আল-আকসা মসজিদ প্রাঙ্গনে এক প্রকাশ্য প্রার্থনায় নেতৃত্ব দিয়েছেন।
গতকাল তাকে প্রথমবার ইসলাম, খ্রিস্টান ও ইহুদিদের জন্য খুবই স্পর্শকাতর ওই স্থানে একটি মিনইয়ানের (নূন্যতম ১০ ইহুদি পুরুষের সম্মিলিত প্রার্থনার দল) প্রার্থনায় দেখা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
জর্ডানের আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি ইহুদি ধর্মাবলম্বীদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত, এখানে ইহুদির প্রার্থনায় নিষেধাজ্ঞা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ওই নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে টেম্পল মাউন্টে নিয়মিতই ইহুদি প্রার্থনা হচ্ছে। তা সত্ত্বেও, রোববারই ইসরায়েল সরকারের কোনো মন্ত্রী প্রথমবার ওই স্থানে প্রকাশ্যে প্রার্থনা করলেন।
তিশা ব’আভ দিবস পালনকারী ইহুদিদের জন্য ‘আমিদা’ প্রার্থনায় তিনি নেতৃত্ব দিয়েছেন। আল-আকসার চূড়ায় থাকা ইহুদিদের পুরনো দুই প্রার্থনাগৃহ ধ্বংস হয়ে যাওয়াকে স্মরণ করে এই তিশা ব’আভ উপবাস দিবস পালিত হয়।
জর্ডানি ওয়াকফের তত্ত্বাবধানে থাকা এই টেম্পল মাউন্ট এলাকায় এখন বেশ কয়েকটি মসজিদ ও গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা রয়েছে। বেন গভির ও তার প্রার্থনাকারী দলকে লক্ষ্য করে চিৎকার করায় পুলিশ আরব জাতিগোষ্ঠীর এক সদস্যকে আটক করে বলে জানিয়েছে আরুৎজ সেভেন। ২০২২ সালে নিরাপত্তামন্ত্রী হওয়ার পর থেকে বেন গভির বলে আসছেন যে, তার নীতি হচ্ছে ইহুদিদের টেম্পল মাউন্টে প্রার্থনার সুযোগ করে দেয়া।
ওই প্রাঙ্গণে কী কী করা যাবে, কী যাবে না তা নিয়ে ইসরায়েল ও জর্ডানের সরকারের মধ্যে একধরনের সমঝোতা হয়েছে। বেন গভিরের এ অবস্থান দীর্ঘ মেয়াদী এই স্ট্যাটাস ক্যু-র লঙ্ঘন।
বেন গভিরের আল-আকসা প্রাঙ্গনে যাওয়ার ঘটনা আরব বিশ্বকেও ক্ষেপিয়ে তুলেছে বলে জানিয়েছেছে টাইমস অব ইসরায়েল। জর্ডান একে ‘আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন’ এবং ‘অগ্রহণযোগ্য উসকানি ও উত্তেজনাবৃদ্ধি’ বলে অভিহিত করেছে।
এদিকে ইসরায়েলি মন্ত্রী বেন গভির তার সরকারকে পুরো গাজা দখলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
গতকাল তিনি সরকারের প্রতি পুরো গাজা ভূখ- দখল, সেখানে নিজেদের সার্বভৌত্ব ঘোষণা করা, প্রত্যেক হামাস সদস্যকে নিস্ক্রিয় করা এবং গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় দেশত্যাগে উদ্দীপনা দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন।