পাকিস্তানে চালানো সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাগুলো দেশটির ভেতরে অবস্থান নেওয়া ইসলামপন্থি জঙ্গি সংগঠনগুলোর ঘাঁটি লক্ষ্য করেই পরিচালিত হয়েছে—এমন দাবি করেছে ভারতীয় প্রতিরক্ষা সূত্র। বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেওয়া এক তথ্যে জানানো হয়, জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার মতো সংগঠনের কেন্দ্রবিন্দুগুলোই ছিল ভারতের টার্গেট।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, বাহাওয়ালপুরে অবস্থিত জইশ-ই-মোহাম্মদের সদর দফতর এবং রিদকেতে লস্কর-ই-তৈয়বার একটি ঘাঁটি এই হামলায় প্রধান লক্ষ্য ছিল।
এর আগে কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল পর্যটকদের ওপর চালানো হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি সংগঠন, যেটিকে লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন হিসেবে বিবেচনা করা হয়।
‘ভারত সীমা ছাড়িয়েছে’: পাকিস্তানের হুঁশিয়ারি
এই হামলার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, “তারা আমাদের সহ্যসীমা অতিক্রম করেছে। এটি একটি অন্ধ ও অযৌক্তিক আগ্রাসন।” তিনি পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের জবাব আসবে ‘স্থল ও আকাশপথে’।
ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন, ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী। এর মধ্যে রয়েছে দুটি যুদ্ধবিমান ও একটি ড্রোন। যদিও ভারতের পক্ষ থেকে এখনো এই দাবির সত্যতা স্বীকার বা অস্বীকার করা হয়নি।
বুধবার, ০৭ মে ২০২৫
পাকিস্তানে চালানো সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাগুলো দেশটির ভেতরে অবস্থান নেওয়া ইসলামপন্থি জঙ্গি সংগঠনগুলোর ঘাঁটি লক্ষ্য করেই পরিচালিত হয়েছে—এমন দাবি করেছে ভারতীয় প্রতিরক্ষা সূত্র। বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেওয়া এক তথ্যে জানানো হয়, জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার মতো সংগঠনের কেন্দ্রবিন্দুগুলোই ছিল ভারতের টার্গেট।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, বাহাওয়ালপুরে অবস্থিত জইশ-ই-মোহাম্মদের সদর দফতর এবং রিদকেতে লস্কর-ই-তৈয়বার একটি ঘাঁটি এই হামলায় প্রধান লক্ষ্য ছিল।
এর আগে কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল পর্যটকদের ওপর চালানো হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি সংগঠন, যেটিকে লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন হিসেবে বিবেচনা করা হয়।
‘ভারত সীমা ছাড়িয়েছে’: পাকিস্তানের হুঁশিয়ারি
এই হামলার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, “তারা আমাদের সহ্যসীমা অতিক্রম করেছে। এটি একটি অন্ধ ও অযৌক্তিক আগ্রাসন।” তিনি পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের জবাব আসবে ‘স্থল ও আকাশপথে’।
ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন, ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী। এর মধ্যে রয়েছে দুটি যুদ্ধবিমান ও একটি ড্রোন। যদিও ভারতের পক্ষ থেকে এখনো এই দাবির সত্যতা স্বীকার বা অস্বীকার করা হয়নি।