আফগানিস্তানে নারীদের ওপর নিপীড়নের অভিযোগে তালেবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। হেগভিত্তিক এই আদালত মঙ্গলবার জানায়, তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত।
আইসিসির মতে, ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে তারা নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাফেরার ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি পুরুষ অভিভাবক ছাড়া নারীদের বাইরে যাওয়া ও উচ্চস্বরে কথা বলাও নিষিদ্ধ করা হয়।
আদালতের এক বিবৃতিতে বলা হয়, “তালেবান গোটা সমাজের ওপর বিধিনিষেধ চাপালেও নারীদের শুধু তাদের লিঙ্গের কারণে লক্ষ্যবস্তু করেছে, যা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।”
তবে আইসিসির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে তালেবান। তারা আদালতের পরোয়ানাকে "বিশ্বব্যাপী মুসলিমদের জন্য অপমান" ও "বৈরি কর্মকাণ্ড" হিসেবে আখ্যা দিয়েছে। পাশাপাশি তারা জানায়, আইসিসিকে তারা স্বীকৃতি দেয় না।
জাতিসংঘ আগে থেকেই তালেবানের নারীবিরোধী নীতিকে ‘জেন্ডার অ্যাপার্থেইড’ হিসেবে উল্লেখ করে আসছে। তবে তালেবান দাবি করছে, তারা ইসলামি শরিয়াহ ও আফগান সংস্কৃতির আলোকে নারীদের অধিকার নিশ্চিত করছে।
উল্লেখ্য, হিবাতুল্লাহ আখুন্দজাদা ২০১৬ সালে তালেবানের সর্বোচ্চ নেতা হন। ২০২১ সালে বিদেশি সেনা প্রত্যাহারের পর থেকে তিনি ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’-এর নেতৃত্ব দিয়ে আসছেন। অপরদিকে, আব্দুল হাকিম হাক্কানি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের প্রধান প্রতিনিধি ছিলেন।
বুধবার, ০৯ জুলাই ২০২৫
আফগানিস্তানে নারীদের ওপর নিপীড়নের অভিযোগে তালেবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। হেগভিত্তিক এই আদালত মঙ্গলবার জানায়, তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত।
আইসিসির মতে, ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে তারা নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাফেরার ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি পুরুষ অভিভাবক ছাড়া নারীদের বাইরে যাওয়া ও উচ্চস্বরে কথা বলাও নিষিদ্ধ করা হয়।
আদালতের এক বিবৃতিতে বলা হয়, “তালেবান গোটা সমাজের ওপর বিধিনিষেধ চাপালেও নারীদের শুধু তাদের লিঙ্গের কারণে লক্ষ্যবস্তু করেছে, যা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।”
তবে আইসিসির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে তালেবান। তারা আদালতের পরোয়ানাকে "বিশ্বব্যাপী মুসলিমদের জন্য অপমান" ও "বৈরি কর্মকাণ্ড" হিসেবে আখ্যা দিয়েছে। পাশাপাশি তারা জানায়, আইসিসিকে তারা স্বীকৃতি দেয় না।
জাতিসংঘ আগে থেকেই তালেবানের নারীবিরোধী নীতিকে ‘জেন্ডার অ্যাপার্থেইড’ হিসেবে উল্লেখ করে আসছে। তবে তালেবান দাবি করছে, তারা ইসলামি শরিয়াহ ও আফগান সংস্কৃতির আলোকে নারীদের অধিকার নিশ্চিত করছে।
উল্লেখ্য, হিবাতুল্লাহ আখুন্দজাদা ২০১৬ সালে তালেবানের সর্বোচ্চ নেতা হন। ২০২১ সালে বিদেশি সেনা প্রত্যাহারের পর থেকে তিনি ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’-এর নেতৃত্ব দিয়ে আসছেন। অপরদিকে, আব্দুল হাকিম হাক্কানি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের প্রধান প্রতিনিধি ছিলেন।