পাকিস্তানে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এসব হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। হামলায় নিহতদের মধ্যে শিশু ও বেসামরিক নাগরিক রয়েছেন।
ওভাল অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, “এটা লজ্জাজনক। আমরা খবরটি অফিস থেকে বের হওয়ার সময়ই শুনেছি। আমার মনে হয়, অতীতের ঘটনাগুলো দেখে অনেকেই অনুমান করতে পেরেছিল যে এমন কিছু ঘটতে পারে। ভারত ও পাকিস্তান বহু বছর ধরে সংঘর্ষে লিপ্ত।” তিনি আশা প্রকাশ করেন, “খুব শিগগিরই এই সংকটের অবসান ঘটবে।”
এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে জানান, তিনি ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক তৎপরতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব উদ্বিগ্ন। তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।” একইসঙ্গে বলা হয়, “ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য বিপজ্জনক ও অগ্রহণযোগ্য।”
এর আগে ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো বন্দুক হামলায় ৩৬ জন নিহত হন। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছিল। এই প্রেক্ষাপটেই ভারত তাদের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামে শুরু করে।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসলামপন্থি জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার ঘাঁটিই এই হামলার লক্ষ্য ছিল। যদিও পাকিস্তান বলছে, এসব হামলায় বেসামরিক এলাকা ও ধর্মীয় স্থাপনাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার, ০৭ মে ২০২৫
পাকিস্তানে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এসব হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। হামলায় নিহতদের মধ্যে শিশু ও বেসামরিক নাগরিক রয়েছেন।
ওভাল অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, “এটা লজ্জাজনক। আমরা খবরটি অফিস থেকে বের হওয়ার সময়ই শুনেছি। আমার মনে হয়, অতীতের ঘটনাগুলো দেখে অনেকেই অনুমান করতে পেরেছিল যে এমন কিছু ঘটতে পারে। ভারত ও পাকিস্তান বহু বছর ধরে সংঘর্ষে লিপ্ত।” তিনি আশা প্রকাশ করেন, “খুব শিগগিরই এই সংকটের অবসান ঘটবে।”
এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে জানান, তিনি ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক তৎপরতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব উদ্বিগ্ন। তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।” একইসঙ্গে বলা হয়, “ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য বিপজ্জনক ও অগ্রহণযোগ্য।”
এর আগে ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো বন্দুক হামলায় ৩৬ জন নিহত হন। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছিল। এই প্রেক্ষাপটেই ভারত তাদের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামে শুরু করে।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসলামপন্থি জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার ঘাঁটিই এই হামলার লক্ষ্য ছিল। যদিও পাকিস্তান বলছে, এসব হামলায় বেসামরিক এলাকা ও ধর্মীয় স্থাপনাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।