পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এর মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল, একটি রুশ সু–৩০ এবং একটি মিগ–২৯।
পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী মঙ্গলবার মধ্যরাতের পর এ তথ্য জানান।
চলমান উত্তেজনার মধ্যে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
এ হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, তারা পাঁচটি যুদ্ধবিমান, কয়েকটি ড্রোন এবং নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারতীয় ফাঁড়িগুলো ধ্বংস করেছে।
অন্যদিকে, ভারত দাবি করেছে, পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি; বরং সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করেই অভিযান পরিচালিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ভাষ্য মতে, পাকিস্তানি গোলায় জম্মু ও কাশ্মীরে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনামূলক পর্যায়ে পৌঁছেছে।
বুধবার, ০৭ মে ২০২৫
পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এর মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল, একটি রুশ সু–৩০ এবং একটি মিগ–২৯।
পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী মঙ্গলবার মধ্যরাতের পর এ তথ্য জানান।
চলমান উত্তেজনার মধ্যে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
এ হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, তারা পাঁচটি যুদ্ধবিমান, কয়েকটি ড্রোন এবং নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারতীয় ফাঁড়িগুলো ধ্বংস করেছে।
অন্যদিকে, ভারত দাবি করেছে, পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি; বরং সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করেই অভিযান পরিচালিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ভাষ্য মতে, পাকিস্তানি গোলায় জম্মু ও কাশ্মীরে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনামূলক পর্যায়ে পৌঁছেছে।