ভারতের তিনটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির দাবি, ভারতের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ নামের পাল্টা সামরিক অভিযান চালিয়েছে।
শনিবার সকালে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।
‘বুনইয়ান-উন-মারসুস’ শব্দটি আরবি, যার অর্থ—‘সুদৃঢ়, সুসংগঠিত ও অভেদ্য প্রাচীর’। পাকিস্তান সরকার এক বিবৃতিতে বলেছে, “ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে, তাই আমরা যথোচিত জবাব দিয়েছি।”
আল-জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদ এক্স-এ পোস্ট করে জানান, ফজরের নামাজের পরপর পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
এদিকে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের উদমপুর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। প্রকাশিত এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শ্রীনগরে আজ ভোরে পরপর পাঁচটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথম দুটি বিস্ফোরণ ঘটে সকাল ৫টা ৪৫ মিনিটে এবং এরপর আরও তিনটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় পুরো শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা নাকচ করেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি সামরিক অভিযান। সীমান্তে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে চলছে এই উত্তেজনা।
শনিবার, ১০ মে ২০২৫
ভারতের তিনটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির দাবি, ভারতের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ নামের পাল্টা সামরিক অভিযান চালিয়েছে।
শনিবার সকালে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।
‘বুনইয়ান-উন-মারসুস’ শব্দটি আরবি, যার অর্থ—‘সুদৃঢ়, সুসংগঠিত ও অভেদ্য প্রাচীর’। পাকিস্তান সরকার এক বিবৃতিতে বলেছে, “ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে, তাই আমরা যথোচিত জবাব দিয়েছি।”
আল-জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদ এক্স-এ পোস্ট করে জানান, ফজরের নামাজের পরপর পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
এদিকে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের উদমপুর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। প্রকাশিত এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শ্রীনগরে আজ ভোরে পরপর পাঁচটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথম দুটি বিস্ফোরণ ঘটে সকাল ৫টা ৪৫ মিনিটে এবং এরপর আরও তিনটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় পুরো শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা নাকচ করেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি সামরিক অভিযান। সীমান্তে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে চলছে এই উত্তেজনা।