alt

জাতীয়

জরুরি অবস্থা ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় ঐকমত্য: আলী রীয়াজ

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ১৩ জুলাই ২০২৫

রোববার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনা অনুষ্ঠিত -পিআইডি

দেশে জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার কথা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। রোববার,(১৩ জুলাই ২০২৫) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রোববার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। ‘এর আগের বৈঠকে সংবিধানের বিদ্যমান ৯৫ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সবাই একমত হয়েছিল। রোববারের বৈঠকে আরও তিনটি বিষয়ে ঐকমত্য হয়েছে।’

তিনি বলেন, ‘আপিল বিভাগ থেকে জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে কোনো রাজনৈতিক দল বা জোট ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধন করে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজনের পরিবর্তে দুজনের নাম অন্তর্ভুক্ত করতে পারবে।

‘অসদাচারণ বা অসামর্থ্য অভিযোগের কারণে ৯২ অনুচ্ছেদের অধীন কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত চলমান থাকলে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া যাবে না।’ দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে আলী রীয়াজ বলেন, ‘দলগুলো এ বিষয়ে একমত যে, রাজনৈতিক উদ্দেশ্যে যেন দেশে জরুরি অবস্থা জারি না হয়। সে অনুযায়ী ১৪১ ‘ক’ বিধানে অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে ‘রাষ্ট্রীয় স্বাধীনতা’, ‘সার্বভৌমত্ব’, ‘রাষ্ট্রীয় অখ-তার প্রতি হুমকি’, ‘মহামারী’ ও ‘প্রাকৃতিক দুর্যোগ‘ শব্দগুলো যুক্ত থাকবে।

‘এছাড়া জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে। মন্ত্রিসভার বৈঠকে বিরোধীদলীয় নেতা বা বিরোধীদলীয় সংসদীয় উপনেতা উপস্থিত থাকতে হবে। জরুরি অবস্থা জারির ক্ষেত্রে কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব করা যাবে না।’ আলী রীয়াজ বলেন, ‘কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য পৌঁছানোর মাধ্যমে একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য ৩০ জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়। বড়জোর ৩১ জুলাইয়ে যেতে পারি। ‘আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবে হোক একটি যৌক্তিক জায়গায় আসা। তা জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের প্রতি আমাদের দায়িত্ব পালনের পদক্ষেপ।’

জরুরি অবস্থা জারির বিধানে একমত এনসিপি

জরুরি অবস্থা জারির ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন নেয়ার বিধান করার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তবে জরুরি অবস্থা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সেভাবে আইন করার জন্যও কমিশনকে বলেছে দলটি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে বিষয়টি তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জাবেদ রাসিম।

তিনি বলেন, ‘আমরা জরুরি অবস্থাকে তিনটি ভাগ করতে বলেছিলাম, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী এবং অভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে। অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে স্বাধীনতা সার্বভৌমত্ব বা ভৌগোলিক অক্ষ-তার প্রশ্নে যদি জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি দেখা দেয় সেই ক্ষেত্রে সরকার জরুরি অবস্থা জারি করতে পারবে।

‘আগে যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরে জরুরি অবস্থা জারি করতে পারতেন, সেখানে সেটা মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হয়েছে, কলেবর একটু বর্ধিত করা হয়েছে, এ বিষয়ে আমরা এনসিপি একমত পোষণ করেছি।’ রাসিম বলেন, ‘জরুরি অবস্থা যেহেতু একটা জরুরি বিষয় এবং এই সময়ে সরকারকে ত্বরিত সিদ্ধান্ত নিতে হয়, সেই ক্ষেত্র এটি নির্বাহীর কাছে থাকাই বাঞ্ছনীয়।

‘বিরোধীদলের সিদ্ধান্তের বিষয়ে কথা হয়েছিল, আমরা বলেছি

বিরোধীদলের প্রধান এই বৈঠকে উপস্থিত হতে পারেন, তার মতামত তিনি প্রদান করতে পারেন। ‘জরুরি অবস্থা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সেটার ব্যাপারে আমরা বলেছি এবং সব রাজনৈতিক দল একমত হয়েছে।’ জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে বিরোধীদলের প্রধানের মতামত মূল্যায়ন না করা হলে কী হবে? এমন প্রশ্নে এনসিপির এই নেতা বলেন, ‘জরুরি অবস্থা ঘোষণার বৈঠক থেকে বের হয়ে বিরোধীদল নেতা যদি জরুরি অবস্থার বিরুদ্ধে বক্তব্য দেন, তাহলে এর প্রভাব পড়বে।’

প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাসিম বলেন, কর্মে জ্যেষ্ঠতম আপিল বিভাগের বিচারপতিকেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করবেন, এমন প্রস্তাব দেয়া হয়েছে ঐকমত্য কমিশনের তরফে। কিন্তু বৈঠকে কর্মে জ্যেষ্ঠতম দুইজন না একজন সেটা নিয়ে মতপার্থক্য দেখা দেয়। তিনি বলেন, পরে কমিশন সিদ্ধান্ত নেয়, কর্মে জ্যেষ্ঠতমকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়ার বিধান করা হবে। তবে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধন করে ‘জ্যেষ্ঠ দুইজনের মধ্যে একজন’ এর বিধান করতে পারবে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অর্থাৎ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা রূপরেখা এনসিপি দিয়েছে জানিয়ে রাসিম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারকে এই বিচারাঙ্গনে নিয়ে আসার কারণে যে রাজনীতিকীকরণ করা হয়েছে আমরা সেটার ঘোরবিরোধী। আমরা বিচারাঙ্গনকে এই ভূমিকায় দেখতে চাই না।’ ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের দ্বাদশতম দিনে জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতির নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান বিচারপতির বাসভবনসহ কিছু স্থানে সভা ও সমাবেশে নিষেধাজ্ঞা

বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা

বিএনপিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

লাল চাঁদ হত্যার বিচার দাবিতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসির প্রতীক তালিকায় নৌকা বাদ দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করার দাবি এনসিপির

মাঝারি ও ভারী বর্ষণের আভাস

অস্ত্র মামলা: সুব্রত বাইনসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীতে জামা, জুতা খুলে নিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর মামলা

পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদার দাবিতে হামলা ও গুলি, গ্রেপ্তার ৩

ছবি

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

ছবি

এক ট্রলারে ৬৫ মণ ইলিশ, বিক্রি ৪০ লাখে

ছবি

অটোরিকশা চালকদের সড়ক অবরোধে বনানীতে যানজট

আবু সাঈদ হত্যা পলাতক আসামিদের আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

রেল কর্মকর্তাদের ‘তোড়জোড়ে’ বেনাপোল কমিউটার যাচ্ছে বেসরকারি খাতে

শরীয়তপুরে সুধী সমাবেশে চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধের ঘোষণা পুলিশের

জাফলংয়ে বালু লুটপাটের মহোৎসব

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ

ছবি

প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: রিমান্ডে আরও ২ আসামি

চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে দ্রুতই ‘চিরুনি অভিযান’ শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পঞ্চম দফায় বাড়লো

ইসরায়েলের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ নিতে ২০টির বেশি দেশের জরুরি সম্মেলন

শুধু বাণিজ্য নয়, অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও দেখছে যুক্তরাষ্ট্র

ছবি

হজ প্যাকেজের খরচ বাঁচায় হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত যাবে উদ্বৃত্ত টাকা

ছবি

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান

ছবি

আবু সাঈদ হত্যা: ২৪ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ছবি

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ৬০ দিন বাড়ল

ছবি

সাজা মওকুফ: যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২৯ জনের মুক্তি

ছবি

এনবিআর বিলুপ্তের অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা

ছবি

লাল চাঁদ হত্যার ঘটনায় বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ছেলের ‘পরকীয়া ঠেকাতে’ ফ্লাইটে ‘বোমা’ থাকার উড়ো ফোন

পুলিশকে কার্যকর করার প্রশ্নে ‘অসন্তুষ্ট’ আইজিপি

সিন্ডিকেটের কবজায় বিমানের টিকেট, অভিযোগ আটাবের

মতলবে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার গৃহবধূর লাশ, স্বামী পলাতক

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

২৮ মাসে ১৪ হাজার ধর্ষণের মামলা

ভাটারা থানা হেফাজতে ‘বিষপানে’ নারীর মৃত্যু, তিন পুলিশ বরখাস্ত

tab

জাতীয়

জরুরি অবস্থা ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় ঐকমত্য: আলী রীয়াজ

সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনা অনুষ্ঠিত -পিআইডি

রোববার, ১৩ জুলাই ২০২৫

দেশে জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার কথা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। রোববার,(১৩ জুলাই ২০২৫) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রোববার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। ‘এর আগের বৈঠকে সংবিধানের বিদ্যমান ৯৫ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সবাই একমত হয়েছিল। রোববারের বৈঠকে আরও তিনটি বিষয়ে ঐকমত্য হয়েছে।’

তিনি বলেন, ‘আপিল বিভাগ থেকে জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে কোনো রাজনৈতিক দল বা জোট ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধন করে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজনের পরিবর্তে দুজনের নাম অন্তর্ভুক্ত করতে পারবে।

‘অসদাচারণ বা অসামর্থ্য অভিযোগের কারণে ৯২ অনুচ্ছেদের অধীন কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত চলমান থাকলে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া যাবে না।’ দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে আলী রীয়াজ বলেন, ‘দলগুলো এ বিষয়ে একমত যে, রাজনৈতিক উদ্দেশ্যে যেন দেশে জরুরি অবস্থা জারি না হয়। সে অনুযায়ী ১৪১ ‘ক’ বিধানে অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে ‘রাষ্ট্রীয় স্বাধীনতা’, ‘সার্বভৌমত্ব’, ‘রাষ্ট্রীয় অখ-তার প্রতি হুমকি’, ‘মহামারী’ ও ‘প্রাকৃতিক দুর্যোগ‘ শব্দগুলো যুক্ত থাকবে।

‘এছাড়া জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে। মন্ত্রিসভার বৈঠকে বিরোধীদলীয় নেতা বা বিরোধীদলীয় সংসদীয় উপনেতা উপস্থিত থাকতে হবে। জরুরি অবস্থা জারির ক্ষেত্রে কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব করা যাবে না।’ আলী রীয়াজ বলেন, ‘কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য পৌঁছানোর মাধ্যমে একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য ৩০ জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়। বড়জোর ৩১ জুলাইয়ে যেতে পারি। ‘আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবে হোক একটি যৌক্তিক জায়গায় আসা। তা জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের প্রতি আমাদের দায়িত্ব পালনের পদক্ষেপ।’

জরুরি অবস্থা জারির বিধানে একমত এনসিপি

জরুরি অবস্থা জারির ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন নেয়ার বিধান করার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তবে জরুরি অবস্থা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সেভাবে আইন করার জন্যও কমিশনকে বলেছে দলটি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে বিষয়টি তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জাবেদ রাসিম।

তিনি বলেন, ‘আমরা জরুরি অবস্থাকে তিনটি ভাগ করতে বলেছিলাম, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী এবং অভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে। অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে স্বাধীনতা সার্বভৌমত্ব বা ভৌগোলিক অক্ষ-তার প্রশ্নে যদি জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি দেখা দেয় সেই ক্ষেত্রে সরকার জরুরি অবস্থা জারি করতে পারবে।

‘আগে যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরে জরুরি অবস্থা জারি করতে পারতেন, সেখানে সেটা মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হয়েছে, কলেবর একটু বর্ধিত করা হয়েছে, এ বিষয়ে আমরা এনসিপি একমত পোষণ করেছি।’ রাসিম বলেন, ‘জরুরি অবস্থা যেহেতু একটা জরুরি বিষয় এবং এই সময়ে সরকারকে ত্বরিত সিদ্ধান্ত নিতে হয়, সেই ক্ষেত্র এটি নির্বাহীর কাছে থাকাই বাঞ্ছনীয়।

‘বিরোধীদলের সিদ্ধান্তের বিষয়ে কথা হয়েছিল, আমরা বলেছি

বিরোধীদলের প্রধান এই বৈঠকে উপস্থিত হতে পারেন, তার মতামত তিনি প্রদান করতে পারেন। ‘জরুরি অবস্থা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সেটার ব্যাপারে আমরা বলেছি এবং সব রাজনৈতিক দল একমত হয়েছে।’ জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে বিরোধীদলের প্রধানের মতামত মূল্যায়ন না করা হলে কী হবে? এমন প্রশ্নে এনসিপির এই নেতা বলেন, ‘জরুরি অবস্থা ঘোষণার বৈঠক থেকে বের হয়ে বিরোধীদল নেতা যদি জরুরি অবস্থার বিরুদ্ধে বক্তব্য দেন, তাহলে এর প্রভাব পড়বে।’

প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাসিম বলেন, কর্মে জ্যেষ্ঠতম আপিল বিভাগের বিচারপতিকেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করবেন, এমন প্রস্তাব দেয়া হয়েছে ঐকমত্য কমিশনের তরফে। কিন্তু বৈঠকে কর্মে জ্যেষ্ঠতম দুইজন না একজন সেটা নিয়ে মতপার্থক্য দেখা দেয়। তিনি বলেন, পরে কমিশন সিদ্ধান্ত নেয়, কর্মে জ্যেষ্ঠতমকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়ার বিধান করা হবে। তবে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধন করে ‘জ্যেষ্ঠ দুইজনের মধ্যে একজন’ এর বিধান করতে পারবে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অর্থাৎ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা রূপরেখা এনসিপি দিয়েছে জানিয়ে রাসিম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারকে এই বিচারাঙ্গনে নিয়ে আসার কারণে যে রাজনীতিকীকরণ করা হয়েছে আমরা সেটার ঘোরবিরোধী। আমরা বিচারাঙ্গনকে এই ভূমিকায় দেখতে চাই না।’ ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের দ্বাদশতম দিনে জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতির নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে।

back to top