ঢাকার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।
দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে। আইএসপিআর জানায়, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দূর থেকেও দুর্ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটসংলগ্ন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চারজনকে বিমানবাহিনীর সদস্যরা হাসপাতালে নিয়ে গেছেন।”
তবে নিহতের পরিচয় এবং বিমানে থাকা বৈমানিকদের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি আইএসপিআর।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, “বিমানটি গেইটে এসে আছড়ে পড়ে এবং কাছেই বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ক্লাস চলছিল। একের পর এক আহতদের বের করে আনা হচ্ছে।”
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।”
এই দুর্ঘটনার পেছনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু হয়েছে।
সোমবার, ২১ জুলাই ২০২৫
ঢাকার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।
দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে। আইএসপিআর জানায়, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দূর থেকেও দুর্ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটসংলগ্ন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চারজনকে বিমানবাহিনীর সদস্যরা হাসপাতালে নিয়ে গেছেন।”
তবে নিহতের পরিচয় এবং বিমানে থাকা বৈমানিকদের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি আইএসপিআর।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, “বিমানটি গেইটে এসে আছড়ে পড়ে এবং কাছেই বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ক্লাস চলছিল। একের পর এক আহতদের বের করে আনা হচ্ছে।”
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।”
এই দুর্ঘটনার পেছনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু হয়েছে।