রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে আহতদের জরুরি চিকিৎসাসেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন, ভারত ও জাপান। তারা জানতে চেয়েছে, কী ধরনের চিকিৎসা সহায়তা এখন জরুরি।
মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই তিনটি দেশ বাংলাদেশকে সাহায্যের প্রস্তাব দিয়েছে। আহতদের চিকিৎসায় বাংলাদেশের কী কী প্রয়োজন—তা দেশগুলোর সংশ্লিষ্ট দূতাবাসকে জানালে তারা প্রয়োজনীয় সহায়তা পাঠাবে বলে জানিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক, নার্স, বিশেষায়িত ওষুধ ও কিছু জরুরি চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন দেখা দিয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে চাহিদা তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট তিনটি দেশের কাছে সহায়তা চাওয়া হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীন ও জাপান এখনো জানায়নি তাদের সহায়তা কখন বাংলাদেশে পৌঁছাবে। তবে ভারত জানিয়েছে, বাংলাদেশ সরকারের সাড়া পেলেই তারা দ্রুত চিকিৎসক দল পাঠাবে। ইতোমধ্যে চার সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল প্রস্তুত রাখা হয়েছে। এ দলে দুইজন দগ্ধ রোগী বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুইজন অভিজ্ঞ নার্স রয়েছেন। আজ বুধবার দলটি ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ জানিয়েছেন। তার পক্ষ থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে আহতদের চিকিৎসায় জরুরি সহযোগিতা চেয়েছে।
এদিকে, সিঙ্গাপুর থেকেও একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুজন নার্স মঙ্গলবার রাতেই ঢাকায় আসছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও একটি সিঙ্গাপুরি চিকিৎসা প্রতিনিধি দল পরে ঢাকায় আসবে বলেও জানা গেছে।
বুধবার, ২৩ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে আহতদের জরুরি চিকিৎসাসেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন, ভারত ও জাপান। তারা জানতে চেয়েছে, কী ধরনের চিকিৎসা সহায়তা এখন জরুরি।
মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই তিনটি দেশ বাংলাদেশকে সাহায্যের প্রস্তাব দিয়েছে। আহতদের চিকিৎসায় বাংলাদেশের কী কী প্রয়োজন—তা দেশগুলোর সংশ্লিষ্ট দূতাবাসকে জানালে তারা প্রয়োজনীয় সহায়তা পাঠাবে বলে জানিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক, নার্স, বিশেষায়িত ওষুধ ও কিছু জরুরি চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন দেখা দিয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে চাহিদা তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট তিনটি দেশের কাছে সহায়তা চাওয়া হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীন ও জাপান এখনো জানায়নি তাদের সহায়তা কখন বাংলাদেশে পৌঁছাবে। তবে ভারত জানিয়েছে, বাংলাদেশ সরকারের সাড়া পেলেই তারা দ্রুত চিকিৎসক দল পাঠাবে। ইতোমধ্যে চার সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল প্রস্তুত রাখা হয়েছে। এ দলে দুইজন দগ্ধ রোগী বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুইজন অভিজ্ঞ নার্স রয়েছেন। আজ বুধবার দলটি ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ জানিয়েছেন। তার পক্ষ থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে আহতদের চিকিৎসায় জরুরি সহযোগিতা চেয়েছে।
এদিকে, সিঙ্গাপুর থেকেও একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুজন নার্স মঙ্গলবার রাতেই ঢাকায় আসছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও একটি সিঙ্গাপুরি চিকিৎসা প্রতিনিধি দল পরে ঢাকায় আসবে বলেও জানা গেছে।