গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দিপু।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) রবিউল হাসান জানান, রোববার রাতে তাদের আটক করা হয়।
এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে এই হামলার ঘটনা ঘটে। একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে গাড়ির বহর ট্রাফিক জ্যামে আটকে গেলে চার-পাঁচটি মোটরসাইকেলে আসা একটি দল তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান।
ডিসি রবিউল বলেন, “ঘটনার পর তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে। তার কাছ থেকে বিস্তারিত জেনে তদন্ত শুরু করা হয়েছে।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।”
সোমবার, ০৫ মে ২০২৫
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দিপু।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) রবিউল হাসান জানান, রোববার রাতে তাদের আটক করা হয়।
এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে এই হামলার ঘটনা ঘটে। একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে গাড়ির বহর ট্রাফিক জ্যামে আটকে গেলে চার-পাঁচটি মোটরসাইকেলে আসা একটি দল তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান।
ডিসি রবিউল বলেন, “ঘটনার পর তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে। তার কাছ থেকে বিস্তারিত জেনে তদন্ত শুরু করা হয়েছে।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।”