ছবি : সংগৃহীত
আষাঢ়ের তৃতীয় সপ্তাহে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তায় দেশের দক্ষিণাঞ্চলে অতি ভারি বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ২৪ ঘণ্টার মধ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার সকালে আবহাওয়ার একটি সতর্কবার্তায় বলা হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই তিন বিভাগে কিছু জায়গায় বৃষ্টি প্রবল আকার ধারণ করতে পারে। এর ফলে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় জলাবদ্ধতাও দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত ‘অতি ভারি’ হিসেবে গণ্য হয়। সাম্প্রতিক পূর্বাভাসে এমন বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই উঠে এসেছে।
এ ছাড়া, আগেই জারি করা সতর্কতায় দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যা বৃহস্পতিবার থেকে বলবৎ রয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এই বৃষ্টি মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
ছবি : সংগৃহীত
শনিবার, ০৫ জুলাই ২০২৫
আষাঢ়ের তৃতীয় সপ্তাহে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তায় দেশের দক্ষিণাঞ্চলে অতি ভারি বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ২৪ ঘণ্টার মধ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার সকালে আবহাওয়ার একটি সতর্কবার্তায় বলা হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই তিন বিভাগে কিছু জায়গায় বৃষ্টি প্রবল আকার ধারণ করতে পারে। এর ফলে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় জলাবদ্ধতাও দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত ‘অতি ভারি’ হিসেবে গণ্য হয়। সাম্প্রতিক পূর্বাভাসে এমন বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই উঠে এসেছে।
এ ছাড়া, আগেই জারি করা সতর্কতায় দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যা বৃহস্পতিবার থেকে বলবৎ রয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এই বৃষ্টি মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।