কর্মক্ষেত্রে পোশাক সংক্রান্ত সাম্প্রতিক সার্কুলারকে ‘পরামর্শমূলক’ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এতে কারও স্বাধীনতা খর্ব হবে না। অতিশয় কারুকার্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করতেই এ সার্কুলার জারি করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক এই অবস্থান জানায়।
এর আগে, গতকাল বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে জারি করা সার্কুলারে নারী কর্মীদের শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না কিংবা অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহার করতে বলা হয়। পুরুষদের জন্য নির্ধারিত হয় লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট; নিষেধাজ্ঞা আসে জিনস ও গ্যাবার্ডিন প্যান্টের ওপর।
বুধবার রাতে একটি গণমাধ্যমের অনলাইনে ‘নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক, লেগিংস পরা বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গণমাধ্যমে এ খবর প্রকাশের পর আলোচনার সৃষ্টি হলে বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা দেয়, অফিসের সহকর্মীদের মধ্যে পোশাকবিষয়ক বৈচিত্র্য ও বয়সভেদজনিত পার্থক্য থেকে তৈরি হওয়া মানসিক বৈষম্য দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই নির্দেশনায় নারীদের বোরকা বা হিজাব পরার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এটি নিছক একটি পরামর্শমূলক উদ্যোগ, যা অফিস পরিবেশে বোঝাপড়া ও পেশাদারিত্ব বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
কর্মক্ষেত্রে পোশাক সংক্রান্ত সাম্প্রতিক সার্কুলারকে ‘পরামর্শমূলক’ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এতে কারও স্বাধীনতা খর্ব হবে না। অতিশয় কারুকার্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করতেই এ সার্কুলার জারি করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক এই অবস্থান জানায়।
এর আগে, গতকাল বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে জারি করা সার্কুলারে নারী কর্মীদের শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না কিংবা অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহার করতে বলা হয়। পুরুষদের জন্য নির্ধারিত হয় লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট; নিষেধাজ্ঞা আসে জিনস ও গ্যাবার্ডিন প্যান্টের ওপর।
বুধবার রাতে একটি গণমাধ্যমের অনলাইনে ‘নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক, লেগিংস পরা বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গণমাধ্যমে এ খবর প্রকাশের পর আলোচনার সৃষ্টি হলে বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা দেয়, অফিসের সহকর্মীদের মধ্যে পোশাকবিষয়ক বৈচিত্র্য ও বয়সভেদজনিত পার্থক্য থেকে তৈরি হওয়া মানসিক বৈষম্য দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই নির্দেশনায় নারীদের বোরকা বা হিজাব পরার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এটি নিছক একটি পরামর্শমূলক উদ্যোগ, যা অফিস পরিবেশে বোঝাপড়া ও পেশাদারিত্ব বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।