কোনো গানের আসর কিংবা মাজারে হামলা হলে জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নিতে আবারও প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভবিষ্যতে কোনো গানের আসর বা মাজারে হামলার ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফুজ আলম একথা বলেন।
তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময় মাজার ও কাওয়ালি গানের আসরে হামলা হয়েছে। এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। তবে এখন থেকে কোনো গানের আসর বা মাজারে হামলার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সম্প্রতি ময়মনসিংহ শহরে ২০০ বছরের পুরোনো হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজারে হামলা এবং কাওয়ালি আসর বন্ধ করার বিষয়ে জানতে চাইলে মাহফুজ আলম বলেন, “আমরা ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি। যারা ক্ষুব্ধ আছেন, তাদের মামলা করার জন্য উৎসাহিত করছি। আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নেব।”
ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির সময় বিভিন্ন মাজার ও সাংস্কৃতিক স্থানে হামলার ঘটনা ঘটেছিল। সরকার তখন এসব হামলার প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে সে সময় এ ধরনের ঘটনা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি।
সংবিধান সংস্কারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, “শিক্ষার্থীদের প্রস্তাব ও রাজনৈতিক দলের বিরোধিতার বিষয়ে আলোচনা চলছে। যেসব বিষয়ে ঐকমত্য রয়েছে, তা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। সংবিধান সংস্কার বা বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নেওয়া হবে।”
জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “সংস্কার কমিশনের প্রতিবেদন এ মাসেই পাওয়া যাবে। এগুলো নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক হবে না।”
পাঠ্যপুস্তক সরবরাহ বিষয়ে মাহফুজ আশ্বস্ত করে বলেন, “আগামী মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছাবে। সরকার এ নিয়ে কাজ করছে।”
নোটবুক এবং শিক্ষা খাতের কাঠামোগত জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি জটিল বিষয়। এখানে অনেক বেসরকারি প্রতিষ্ঠান জড়িত। সমাধানে সময় লাগবে।”
মাহফুজ আলমের বক্তব্যে স্পষ্ট, সাংস্কৃতিক এবং ধর্মীয় স্থানে হামলা প্রতিরোধে সরকার শক্ত অবস্থান গ্রহণ করেছে। ময়মনসিংহের ঘটনার তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সরকার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
কোনো গানের আসর কিংবা মাজারে হামলা হলে জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নিতে আবারও প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভবিষ্যতে কোনো গানের আসর বা মাজারে হামলার ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফুজ আলম একথা বলেন।
তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময় মাজার ও কাওয়ালি গানের আসরে হামলা হয়েছে। এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। তবে এখন থেকে কোনো গানের আসর বা মাজারে হামলার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সম্প্রতি ময়মনসিংহ শহরে ২০০ বছরের পুরোনো হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজারে হামলা এবং কাওয়ালি আসর বন্ধ করার বিষয়ে জানতে চাইলে মাহফুজ আলম বলেন, “আমরা ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি। যারা ক্ষুব্ধ আছেন, তাদের মামলা করার জন্য উৎসাহিত করছি। আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নেব।”
ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির সময় বিভিন্ন মাজার ও সাংস্কৃতিক স্থানে হামলার ঘটনা ঘটেছিল। সরকার তখন এসব হামলার প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে সে সময় এ ধরনের ঘটনা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি।
সংবিধান সংস্কারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, “শিক্ষার্থীদের প্রস্তাব ও রাজনৈতিক দলের বিরোধিতার বিষয়ে আলোচনা চলছে। যেসব বিষয়ে ঐকমত্য রয়েছে, তা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। সংবিধান সংস্কার বা বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নেওয়া হবে।”
জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “সংস্কার কমিশনের প্রতিবেদন এ মাসেই পাওয়া যাবে। এগুলো নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক হবে না।”
পাঠ্যপুস্তক সরবরাহ বিষয়ে মাহফুজ আশ্বস্ত করে বলেন, “আগামী মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছাবে। সরকার এ নিয়ে কাজ করছে।”
নোটবুক এবং শিক্ষা খাতের কাঠামোগত জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি জটিল বিষয়। এখানে অনেক বেসরকারি প্রতিষ্ঠান জড়িত। সমাধানে সময় লাগবে।”
মাহফুজ আলমের বক্তব্যে স্পষ্ট, সাংস্কৃতিক এবং ধর্মীয় স্থানে হামলা প্রতিরোধে সরকার শক্ত অবস্থান গ্রহণ করেছে। ময়মনসিংহের ঘটনার তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সরকার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।