রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টা ৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে।”
আসিফ নজরুল জানান, দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মামলাটি ‘দ্রুতবিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২’-এর ১০ ধারায় দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হবে।
গত বুধবার (১০ জুলাই) মিটফোর্ড হাসপাতালের সামনে একদল দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন লাল চাঁদ। সিসিটিভি ফুটেজ, এজাহার ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তাকে রাস্তায় ডেকে নিয়ে পিটিয়ে, ইট-পাথরের টুকরো দিয়ে মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে উপর দিয়ে লাফিয়ে নির্মমতা চালানো হয়।
ঘটনার পেছনে চাঁদাবাজি ও পুরান ঢাকার স্থানীয় আধিপত্যের দ্বন্দ্ব কাজ করেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। নিহত লাল চাঁদ একসময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে পুলিশ ও র্যাব মিলিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন স্থানীয় যুবদল নেতা পরিচিত মাহমুদুল হাসান ওরফে মহিন এবং তারেক রহমান ওরফে রবিন। এছাড়া যুবদলের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা রজ্জব আলী পিন্টু (১৩ নম্বর আসামি) এবং দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকেও (১১ নম্বর আসামি) বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলও তাদের দুইজন আসামিকে বহিষ্কার করেছে—চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য কালু।
শনিবার, ১২ জুলাই ২০২৫
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টা ৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে।”
আসিফ নজরুল জানান, দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মামলাটি ‘দ্রুতবিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২’-এর ১০ ধারায় দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হবে।
গত বুধবার (১০ জুলাই) মিটফোর্ড হাসপাতালের সামনে একদল দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন লাল চাঁদ। সিসিটিভি ফুটেজ, এজাহার ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তাকে রাস্তায় ডেকে নিয়ে পিটিয়ে, ইট-পাথরের টুকরো দিয়ে মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে উপর দিয়ে লাফিয়ে নির্মমতা চালানো হয়।
ঘটনার পেছনে চাঁদাবাজি ও পুরান ঢাকার স্থানীয় আধিপত্যের দ্বন্দ্ব কাজ করেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। নিহত লাল চাঁদ একসময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে পুলিশ ও র্যাব মিলিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন স্থানীয় যুবদল নেতা পরিচিত মাহমুদুল হাসান ওরফে মহিন এবং তারেক রহমান ওরফে রবিন। এছাড়া যুবদলের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা রজ্জব আলী পিন্টু (১৩ নম্বর আসামি) এবং দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকেও (১১ নম্বর আসামি) বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলও তাদের দুইজন আসামিকে বহিষ্কার করেছে—চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য কালু।