এক বছর আগে সরকার পতনের দিন রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচার হামলা ও গুলি চালানোর বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ৩৭ বছর বয়সী এই ব্যবসায়ী ওইদিনকার ঘটনা তুলে ধরেন।
জসিম জানান, ২০২৪ সালের ৫ অগাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে সাহেববাজারের দিকে গেলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বিচারে গুলি, ককটেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। যুবলীগ নেতা রুবেলকে তিনি হাতে রিভলবার নিয়ে গুলি চালাতে দেখেছেন বলে আদালতে বলেন।
তার অভিযোগ, এ হামলায় নারীসহ শতাধিক আন্দোলনকারী আহত হন। গুলিবিদ্ধ আলী রায়হানকে তিনি মোটরসাইকেলে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন, তবে পরে তিনি মারা যান। অন্যদিকে শাহ মখদুম কলেজের পাশে শাকিব আনজুম গুলিবিদ্ধ হয়ে মারা যান, যার লাশ নিতে স্বজনদেরও বাধার মুখে পড়তে হয়।
জসিম এ সময় গুলিবিদ্ধদের উদ্ধারের ভিডিও প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেন এবং হামলায় জড়িত যুবলীগ নেতা রুবেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের শনাক্ত করেন।
নিরীহ ছাত্র-জনতার ওপর দেশব্যাপী হত্যাকাণ্ড, হামলা ও দমন-পীড়নের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রাজশাহীর তৎকালীন মেয়র খায়রুজ্জামান লিটনসহ সংশ্লিষ্টদের ফাঁসি দাবি করেন তিনি।
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
এক বছর আগে সরকার পতনের দিন রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচার হামলা ও গুলি চালানোর বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ৩৭ বছর বয়সী এই ব্যবসায়ী ওইদিনকার ঘটনা তুলে ধরেন।
জসিম জানান, ২০২৪ সালের ৫ অগাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে সাহেববাজারের দিকে গেলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বিচারে গুলি, ককটেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। যুবলীগ নেতা রুবেলকে তিনি হাতে রিভলবার নিয়ে গুলি চালাতে দেখেছেন বলে আদালতে বলেন।
তার অভিযোগ, এ হামলায় নারীসহ শতাধিক আন্দোলনকারী আহত হন। গুলিবিদ্ধ আলী রায়হানকে তিনি মোটরসাইকেলে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন, তবে পরে তিনি মারা যান। অন্যদিকে শাহ মখদুম কলেজের পাশে শাকিব আনজুম গুলিবিদ্ধ হয়ে মারা যান, যার লাশ নিতে স্বজনদেরও বাধার মুখে পড়তে হয়।
জসিম এ সময় গুলিবিদ্ধদের উদ্ধারের ভিডিও প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেন এবং হামলায় জড়িত যুবলীগ নেতা রুবেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের শনাক্ত করেন।
নিরীহ ছাত্র-জনতার ওপর দেশব্যাপী হত্যাকাণ্ড, হামলা ও দমন-পীড়নের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রাজশাহীর তৎকালীন মেয়র খায়রুজ্জামান লিটনসহ সংশ্লিষ্টদের ফাঁসি দাবি করেন তিনি।