বাগেরহাটের রামপাল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ‘হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল’। পিডিবি ও পিজিসিবি বলছে ‘লাইন ট্রিপ’ করার কারণে কেন্দ্রটি বন্ধ হয়। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, কয়লা সঙ্কটে রয়েছে রামপাল। যে কোনো সময় একটি বা দুটি ইউনিট বন্ধ হয়ে যেতে পারে।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম সোমবার রাতে সংবাদকে বলেন, ‘লাইন ট্রিপ করেছিল। সেটা ঠিক হয়ে গেছে।’
রামপাল বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল)। রাষ্ট্রীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা এনপিপিসির যৌথ উদ্যোগে সম-অংশীদারিত্বের ভিত্তিতে এই কোম্পানি গঠিত হয়েছে। ১৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্রটি নিজের চাহিদা মিটিয়ে গ্রিডে সর্বোচ্চ দিতে পারে ১২৩৪ মেগাওয়াট বিদ্যুৎ। তবে কারিগরি ত্রুটিসহ নানা কারণে পুরোপুরি বিদ্যুৎ দিতে পারছে না কেন্দ্রটি। কয়লা সঙ্কটের বিষয়ে জানতে চাইলে পিডিবি চেয়ারম্যান জানান, সোমবার রাতে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট উৎপাদন শুরু করবে। যেটি ওভারহোলিং এর জন্য বন্ধ ছিল। তিনি বলেন, দেশে শীতের জন্য বিদ্যুৎ চাহিদা কম থাকায় রামপালের একটি ইউনিট বন্ধ করা হবে। কারণ এই মুহুর্তে অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন নেই।
১৩২০ মেগাওয়াট সক্ষমতার পায়রা বিদ্যুৎ কেন্দ্র নিজের চাহিদা মিটিয়ে গ্রিডে দিতে পারে সর্বোচ্চ ১২৪৪ মেগাওয়াট। ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পায়রা থেকে বেশীরভাগ সময় সর্বোচ্চ বিদ্যুৎ নিচ্ছে পিডিবি।
পিডিবির একটি সূত্র জানায়, পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিটের মধ্যে দ্বিতীয়টি বন্ধ করা হয়েছিল পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী রক্ষণাবেক্ষণের কারণে। যেটি সোমবার ‘স্টিম প্রডাকশন (বিদ্যুৎ উৎপাদনের আগের প্রক্রিয়া, বাষ্প উৎপাদন) শুরু করে। সূত্র জানায়, রাত ৯টা থেকে দ্বিতীয় ইউনিট থেকে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।’
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সংশ্লিষ্ট সূত্র জানায়, পটুয়াখালীতে আরপিসিএল-নরিনকো নির্মিত নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র চালু করতে প্রয়োজনীয় ব্যাকফিড পাওয়ার দিতে এই অঞ্চলের গ্রিড লাইন প্রায় দুই সপ্তাহ বন্ধ রাখা হয়। এ সময় পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ ছিল। গত ২৮ ডিসেম্বর পায়রার প্রথম ইউনিটটি পুনরায় গ্রিডে বিদ্যুৎ দেয়া শুরু করে। তবে দ্বিতীয় ইউনিট রক্ষণাবেক্ষণ শেষে সোমবার রাতে উৎপাদন শুরু করবে।
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) পটুয়াখালীর পায়রায় এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। মালিকানায় বাংলাদেশের রাষ্ট্রীয় নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান (৫০:৫০) অংশীদারিত্ব রয়েছে।
জানতে চাইলে বিসিপিসিএলের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সংবাদকে বলেন, পায়রার প্রথম ইউনিটটির সিডিউল মেইনটেনেন্স ছিল আরও এক মাস পর। তবে গ্রিড বন্ধ থাকাকালিন তিন শিফটে চব্বিশ ঘণ্টা কাজ চালু রেখে প্রথম ইউনিটের মেইনটেনেন্স করে ফেলা হয়েছে। এখন দুটো ইউনিট আগামী তিন বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবে।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করার পর দুই বছর পর এটি মেইনটেনেন্স করতে হয়। ইঞ্জিন ওভারহোলিং করতে হয়। তারা বলছেন, বাণিজ্যিক উৎপাদন ৩ বছর হলে মেইনটেনেন্স অবশ্যম্ভাবী হয়ে পড়ে। নয়ত ইউনিটের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
ওভারহোলিং হচ্ছে- একটি নির্দিষ্ট সময় চলার পর যখন ইঞ্জিনের কার্যক্ষমতা কমতে থাকে তখন এর যন্ত্রাংশ খুলে পরিষ্কার, মেরামত ও পরিবর্তন করে পুনঃসংযোগ করতে হয়। এটাকেই ইঞ্জিন ওভারহোলিং বলে।
দেশে গরমে বিদ্যুৎ চাহিদা দৈনিক ১৬-১৭ হাজার মেগাওয়াটে উঠলেও শীতে দৈনিক চাহিদা ১০ হাজার থেকে কখনো ৮ হাজার মেগাওয়াটে নেমে আসে।
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫
বাগেরহাটের রামপাল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ‘হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল’। পিডিবি ও পিজিসিবি বলছে ‘লাইন ট্রিপ’ করার কারণে কেন্দ্রটি বন্ধ হয়। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, কয়লা সঙ্কটে রয়েছে রামপাল। যে কোনো সময় একটি বা দুটি ইউনিট বন্ধ হয়ে যেতে পারে।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম সোমবার রাতে সংবাদকে বলেন, ‘লাইন ট্রিপ করেছিল। সেটা ঠিক হয়ে গেছে।’
রামপাল বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল)। রাষ্ট্রীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা এনপিপিসির যৌথ উদ্যোগে সম-অংশীদারিত্বের ভিত্তিতে এই কোম্পানি গঠিত হয়েছে। ১৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্রটি নিজের চাহিদা মিটিয়ে গ্রিডে সর্বোচ্চ দিতে পারে ১২৩৪ মেগাওয়াট বিদ্যুৎ। তবে কারিগরি ত্রুটিসহ নানা কারণে পুরোপুরি বিদ্যুৎ দিতে পারছে না কেন্দ্রটি। কয়লা সঙ্কটের বিষয়ে জানতে চাইলে পিডিবি চেয়ারম্যান জানান, সোমবার রাতে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট উৎপাদন শুরু করবে। যেটি ওভারহোলিং এর জন্য বন্ধ ছিল। তিনি বলেন, দেশে শীতের জন্য বিদ্যুৎ চাহিদা কম থাকায় রামপালের একটি ইউনিট বন্ধ করা হবে। কারণ এই মুহুর্তে অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন নেই।
১৩২০ মেগাওয়াট সক্ষমতার পায়রা বিদ্যুৎ কেন্দ্র নিজের চাহিদা মিটিয়ে গ্রিডে দিতে পারে সর্বোচ্চ ১২৪৪ মেগাওয়াট। ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পায়রা থেকে বেশীরভাগ সময় সর্বোচ্চ বিদ্যুৎ নিচ্ছে পিডিবি।
পিডিবির একটি সূত্র জানায়, পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিটের মধ্যে দ্বিতীয়টি বন্ধ করা হয়েছিল পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী রক্ষণাবেক্ষণের কারণে। যেটি সোমবার ‘স্টিম প্রডাকশন (বিদ্যুৎ উৎপাদনের আগের প্রক্রিয়া, বাষ্প উৎপাদন) শুরু করে। সূত্র জানায়, রাত ৯টা থেকে দ্বিতীয় ইউনিট থেকে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।’
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সংশ্লিষ্ট সূত্র জানায়, পটুয়াখালীতে আরপিসিএল-নরিনকো নির্মিত নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র চালু করতে প্রয়োজনীয় ব্যাকফিড পাওয়ার দিতে এই অঞ্চলের গ্রিড লাইন প্রায় দুই সপ্তাহ বন্ধ রাখা হয়। এ সময় পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ ছিল। গত ২৮ ডিসেম্বর পায়রার প্রথম ইউনিটটি পুনরায় গ্রিডে বিদ্যুৎ দেয়া শুরু করে। তবে দ্বিতীয় ইউনিট রক্ষণাবেক্ষণ শেষে সোমবার রাতে উৎপাদন শুরু করবে।
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) পটুয়াখালীর পায়রায় এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। মালিকানায় বাংলাদেশের রাষ্ট্রীয় নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান (৫০:৫০) অংশীদারিত্ব রয়েছে।
জানতে চাইলে বিসিপিসিএলের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সংবাদকে বলেন, পায়রার প্রথম ইউনিটটির সিডিউল মেইনটেনেন্স ছিল আরও এক মাস পর। তবে গ্রিড বন্ধ থাকাকালিন তিন শিফটে চব্বিশ ঘণ্টা কাজ চালু রেখে প্রথম ইউনিটের মেইনটেনেন্স করে ফেলা হয়েছে। এখন দুটো ইউনিট আগামী তিন বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবে।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করার পর দুই বছর পর এটি মেইনটেনেন্স করতে হয়। ইঞ্জিন ওভারহোলিং করতে হয়। তারা বলছেন, বাণিজ্যিক উৎপাদন ৩ বছর হলে মেইনটেনেন্স অবশ্যম্ভাবী হয়ে পড়ে। নয়ত ইউনিটের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
ওভারহোলিং হচ্ছে- একটি নির্দিষ্ট সময় চলার পর যখন ইঞ্জিনের কার্যক্ষমতা কমতে থাকে তখন এর যন্ত্রাংশ খুলে পরিষ্কার, মেরামত ও পরিবর্তন করে পুনঃসংযোগ করতে হয়। এটাকেই ইঞ্জিন ওভারহোলিং বলে।
দেশে গরমে বিদ্যুৎ চাহিদা দৈনিক ১৬-১৭ হাজার মেগাওয়াটে উঠলেও শীতে দৈনিক চাহিদা ১০ হাজার থেকে কখনো ৮ হাজার মেগাওয়াটে নেমে আসে।