জাটকা নির্ধন প্রতিরোধে অভিযান
গ্রেফতার ১ হাজার
নৌ পুলিশ গত দুই মাসে জাটকা নিধন প্রতিরোধে অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার কেজি জাটকা উদ্ধার করেছে। গতকাল রোববার নৌ পুলিশের সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। অভিযানের সময় ৪৮ কোটির বেশী মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১ হাজার জেলে গ্রেফতার।
নৌ পুলিশের কর্মকর্তারা জানান, জাটকা নিধন নিষিদ্ধ করা হলেও কিছু অসাধু ববসায়ী পরস্পর যোগ সাজশে নদীতে মাছ ধরতে যায়। তারা এ সময় বহু ছোট ছোট ইলিশ মাছ (জাটকা) জাল দিয়ে ধরে বাজারজাত করার চেষ্টা করে। কিন্তু নদী পথের নিরাপত্তার দায়িত্ব প্রাপ্ত নৌ পুশি কঠোর নিরাপত্তা তদারকির মধ্যে গত মার্চ মাস থেকে নদী পথে অভিযান চালায় । গত এপ্রিল মাস পর্যন্ত নৌ পুলিশ টানা অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮৫১ কেজি জাটকা জব্দ করে। এ সময় জাটকা ধরার কাজে ব্যবহ্নত ৪৮ কোটি ৮৮ ০লাখ ,৬৮ হাজার ১০৫ মিটার অবৈধ জাল আটক। অভিযান চলাকালে মোট ১ হাজার ৩২ জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে ২২২টি নৌকা ও ২৩টি ট্রলার আটক করা হয়েছে।
নৌ পুলিশের প্রধান ডিআইজি মোঃ আতিকুল ইসলাম বলেন,জাটকা নিধন প্রতিরোধ অভিযানের সুফল ইতো মধ্যেই দেশের জণগণ পেতে শুরু করেছে। কারন গত বছর মা ইলিশ সংরক্ষণে অভিযানের কারনে এ বছর ইলিশের ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়ে সাত লাখ সাতান্ন হাজার কেজিতে উন্নীত হয়েছে।
নৌ পুলিশের তৎপরতার কারনে এ বছর ইলিশের উৎপাদন দ্বিগুন হবে। ফলে দেশের প্রতিটি মানুষের রূপালি ইলিশ আরো সহজলভ্য হবে। এতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে রাজস্ব আয় করা যাবে ।
জাটকা নির্ধন প্রতিরোধে অভিযান
গ্রেফতার ১ হাজার
সোমবার, ০৩ মে ২০২১
নৌ পুলিশ গত দুই মাসে জাটকা নিধন প্রতিরোধে অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার কেজি জাটকা উদ্ধার করেছে। গতকাল রোববার নৌ পুলিশের সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। অভিযানের সময় ৪৮ কোটির বেশী মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১ হাজার জেলে গ্রেফতার।
নৌ পুলিশের কর্মকর্তারা জানান, জাটকা নিধন নিষিদ্ধ করা হলেও কিছু অসাধু ববসায়ী পরস্পর যোগ সাজশে নদীতে মাছ ধরতে যায়। তারা এ সময় বহু ছোট ছোট ইলিশ মাছ (জাটকা) জাল দিয়ে ধরে বাজারজাত করার চেষ্টা করে। কিন্তু নদী পথের নিরাপত্তার দায়িত্ব প্রাপ্ত নৌ পুশি কঠোর নিরাপত্তা তদারকির মধ্যে গত মার্চ মাস থেকে নদী পথে অভিযান চালায় । গত এপ্রিল মাস পর্যন্ত নৌ পুলিশ টানা অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮৫১ কেজি জাটকা জব্দ করে। এ সময় জাটকা ধরার কাজে ব্যবহ্নত ৪৮ কোটি ৮৮ ০লাখ ,৬৮ হাজার ১০৫ মিটার অবৈধ জাল আটক। অভিযান চলাকালে মোট ১ হাজার ৩২ জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে ২২২টি নৌকা ও ২৩টি ট্রলার আটক করা হয়েছে।
নৌ পুলিশের প্রধান ডিআইজি মোঃ আতিকুল ইসলাম বলেন,জাটকা নিধন প্রতিরোধ অভিযানের সুফল ইতো মধ্যেই দেশের জণগণ পেতে শুরু করেছে। কারন গত বছর মা ইলিশ সংরক্ষণে অভিযানের কারনে এ বছর ইলিশের ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়ে সাত লাখ সাতান্ন হাজার কেজিতে উন্নীত হয়েছে।
নৌ পুলিশের তৎপরতার কারনে এ বছর ইলিশের উৎপাদন দ্বিগুন হবে। ফলে দেশের প্রতিটি মানুষের রূপালি ইলিশ আরো সহজলভ্য হবে। এতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে রাজস্ব আয় করা যাবে ।