alt

জাতীয়

বিশ্ববিদ্যালয়, আটকে আছে টিকায়

২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে

রাকিব উদ্দিন : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়নি। সব শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খুলতে চায় সরকার। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকার নিবন্ধন করতে অনুরোধ করেছে সরকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ১৮ লাখেরও কম শিক্ষার্থী টিকা পেতে অনলাইনে ‘সুরক্ষা অ্যাপ’ নিবন্ধন করেছে বা করতে পেরেছে। নিবন্ধনকারীদের মধ্যে সাড়ে চার লাখ শিক্ষার্থী প্রথম ডোজ ও ৯০ হাজার শিক্ষার্থী দ্বিতীয় ডোজ নিয়েছে। এ হিসেবে এখনও টিকা পায়নি ৩৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী। আর এখনও ২১ লাখ শিক্ষার্থীর টিকা নিবন্ধন বাকি রয়েছে। এ কারণে খুব সহসাই সব শিক্ষার্থী ও শিক্ষকের টিকাদান সম্পন্ন হচ্ছে সেটি বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষার্থী ও শিক্ষকদের ন্যূনতম এক ডোজ হলেও করোনার টিকা দিতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। নিবন্ধনের দুই সপ্তাহের মধ্যে সবাইকে টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে করোনা টিকার জন্য ‘সুরক্ষা অ্যাপে’ নিবন্ধন করতে অনুরোধ করা হয়। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

সভায় বলা হয়, নিবন্ধন সম্পন্ন হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে, আবার যে যেখানে আছেন স্থানীয় টিকাকেন্দ্রে গিয়েও টিকা নিতে পারবে। আর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে ২৭ সেপ্টেম্বরের পরে যে কোন দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে।

সরকার গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে। শিক্ষক-কর্মচারীদের প্রায় ৯০ শতাংশকে টিকা দেয়ার পর স্কুল-কলেজ পর্যায়ের শ্রেণী কার্যক্রম উন্মুক্ত করে দেয়া হয়েছে। তবে এই স্তরের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।

জানতে চাইলে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র সদস্য ডা. আবু জামিল ফয়সাল সংবাদকে বলেন, ‘গণটিকা কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হলে ভালো হতো। সেটি হলে এখন সবাই টিকা পেয়ে যেতো। তবে মূল সমস্যা হলো- টিকার প্রাপ্যতা সংকট। একসঙ্গে বেশি টিকা পাওয়া যাচ্ছে না। অল্প অল্প করে টিকা আসছে। এ কারণে সমস্যা হচ্ছে।’

শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠক শেষে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান সংবাদকে জানান, ২৭ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে অনুরোধ করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি বলে জানান ইউজিসি সচিব।

সভায় যুক্ত থাকা একজন উপাচার্য সংবাদকে জানিয়েছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ্য থেকে বলা হয়েছে, সব শিক্ষক-শিক্ষার্থী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে দুই সপ্তাহের মধ্যে অন্তত প্রথম ডোজ টিকা দিয়ে হলেও ক্লাস রুমে ঢোকানো যাবে। এ ক্ষেত্রে ১৬-১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে।’ যদিও শিক্ষকদের বেশির ভাগই ইতোমধ্যে টিকা নিয়েছেন।

সভায় ইউজিসির পক্ষ্য থেকে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ২৬০টি কলেজেই শিক্ষার্থী রয়েছে ২৯ লাখ ৭৬ হাজারের মতো। মোট শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত (গতকাল) ১৭ লাখ ৫০ হাজার শিক্ষার্থী সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছে সাড়ে চার লাখ শিক্ষার্থী। আর দুই ডোজ নিয়েছে ৯০ হাজার শিক্ষার্থী।

ইউজিসি সচিব জানান, সব শিক্ষক-শিক্ষার্থী অন্তত টিকার প্রথম ডোজ নিলে বিশ্ববিদ্যালয় চাইলে তাদের আবাসন হল খুলে দিতে পারবে। তবে সে ক্ষেত্রে স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে টিকা প্রদান কার্যক্রম শুরু করতে হবে। ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনাই বেশি বলে জানান সচিব।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বলা হয়, যেসব শিক্ষার্থীর এনআইডি (জাতীয় পরিচয়পত্র) আছে অথচ টিকা নেননি তারা ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন সম্পন্ন করে টিকা নেবে। যাদের এনআইডি নেই তারা জন্মসনদ ব্যবহার করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থী হিসেবে ইউজিসি ওয়েবলিংকে প্রবেশ করে ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করবে। ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করার পর সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন সম্পন্ন করবে।

তবে যাদের জন্মসনদও নেই তারা আগে জন্মসনদ করে নিয়ে তারপর শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করবে। ‘শিক্ষার্থী নিবন্ধনের’ পর সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করে টিকা নিতে হবে। যদি কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বয়স ১৮ বছরের কম হয় সে ক্ষেত্রেও জন্ম সনদ ব্যবহার করে ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবে।

নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্রুত টিকা দেয়া সম্পন্ন করতে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৬ আগস্ট করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত ‘টেকনিক্যাল কমিটি’র সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। এতে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত হয়।

তখন জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয় খোলা শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে। তবে এর আগে সব বিশ্ববিদ্যালয় থেকে টিকা সংক্রান্ত তথ্য পাঠাতে হবে ইউজিসিতে। যেসব বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সেগুলো আগে খুলবে।

জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান সংবাদকে জানান, ৩০ অক্টোবরের আগে তাদের শিক্ষার্থীদের হলে আনার পরিকল্পনা নেই। তবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল অনুমোদন করলে হয়তো এক সপ্তাহ আগে হল খুলে দেয়া যেতে পারে।

বুয়েটের শিক্ষা কার্যক্রম অনলাইনে চলছে জানিয়ে তিনি বলেন, ‘অনলাইনে পরীক্ষাও চলছে, তা ২৭ সেপ্টেম্বর শেষ হবে। কোন শিক্ষার্থী যদি করোনার কারণে চলমান পরীক্ষা দিতে না পারে, তাহলে ২৭ সেপ্টেম্বরের পর তাদের সেই সুযোগ দেয়া হবে। এজন্য আরও দু’তিন সপ্তাহ লাগতে পারে। সময়সূচি অনুযায়ী আমাদের নতুন টার্ম শুরু হওয়ার কথা ৩০ অক্টোবর।’

ড. মিজানুর রহমান জানান, বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ৭০ শতাংশ ইতোমধ্যে টিকা নিয়েছেন। বাকিরা ৩০ অক্টোবরের মধ্যে টিকা নিয়ে নেবেন বলে তারা আশা করছেন।

ইউজিসি’র তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত দুই হাজার ২৬০টি সরকারি ও বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

ছবি

একদিনে করোনায় আক্রান্ত ১৬ জন

ছবি

তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্ক বার্তা আবহাওয়া অধিদপ্তরের

ছবি

বঙ্গবন্ধু টানেলে টোল ফ্রি সুবিধা পেল যেসব গাড়ি

ছবি

সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি

ছবি

জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস আর নেই

ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে : আরাফাত

স্বাধীনতার ঘোষণাপত্র এবং মুজিবনগর দিবস সম্পর্কে নতুন প্রজন্মেকে জানাতে হবে

ছবি

স্থানীয় সরকার নির্বাচ‌নে ভোটার উপ‌স্থি‌তি সংসদ নির্বাচ‌নের ‌চে‌য়ে বে‌শি থাকবে

ছবি

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ছবি

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন-জুলাইয়ে দেশে ইনফ্লুয়েঞ্জার হার বেশি

মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নজর রাখতে বললেন প্রধানমন্ত্রী

এথেন্স সম্মেলনে দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ছবি

কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: স্পিকার

ছবি

মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নজর রাখার তাগিদ প্রধানমন্ত্রীর

ছবি

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ

ছবি

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে

ছবি

এমভি আবদুল্লাহ : ২১ নাবিক দেশে ফিরবেন জাহাজে, বাকি দুজন বিমানে

ছবি

৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগে প্রক্রিয়া শুরু, আবেদনের নিয়ম

ছবি

ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে আলোচনা

ছবি

টিসিবির তালিকা হালনাগাদ করতে চাই:বাণিজ্য প্রতিমন্ত্রী

ছবি

লক্ষ্যমাত্রার চেয়ে গমের আবাদ কম

ছবি

ভোজ্য তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা আপত্তি বাণিজ্য প্রতিমন্ত্রীর

ছবি

অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেবো : তথ্য প্রতিমন্ত্রী

ছবি

জলবায়ু পরিবর্তনে দেশে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিখাত : মন্ত্রী

ছবি

দেশে ফিরতে আরও ১০ দিন সময় লাগবে নাবিকদের

ছবি

মুক্ত এমভি আবদুল্লাহর ৩ ছবি প্রকাশ

ছবি

২ মে বসছে সংসদের দ্বিতীয় অধিবেশন

ছবি

কারো যাতে ডেঙ্গু না হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি

মুক্তিপণ দেওয়ার ছবি নিয়ে যা বললেন নৌ প্রতিমন্ত্রী

ছবি

লঞ্চে বেড়েছে ঢাকায় ফেরা যাত্রীর চাপ

ছবি

নববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমৃদ্ধ ও স্মার্ট ভবিষ্যৎ নির্মাণে একযোগে কাজ করার আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর

ছবি

জিম্মি জাহাজটি কীভাবে মুক্ত হলো, জানাল মালিকপক্ষ

ছবি

সোমানিয়ান জলদস্যুদের কবল থেকে এমভি আব্দুল্লাহ মুক্ত ২৩ নাবিক অক্ষত

ছবি

মুক্তিপণ নিয়ে তীরে উঠেই ৮ জলদস্যু গ্রেপ্তার

ছবি

দেশের প্রতি ভালোবাসার বার্তা এমভি আব্দুল্লাহর নাবিকদের

tab

জাতীয়

বিশ্ববিদ্যালয়, আটকে আছে টিকায়

২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে

রাকিব উদ্দিন

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়নি। সব শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খুলতে চায় সরকার। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকার নিবন্ধন করতে অনুরোধ করেছে সরকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ১৮ লাখেরও কম শিক্ষার্থী টিকা পেতে অনলাইনে ‘সুরক্ষা অ্যাপ’ নিবন্ধন করেছে বা করতে পেরেছে। নিবন্ধনকারীদের মধ্যে সাড়ে চার লাখ শিক্ষার্থী প্রথম ডোজ ও ৯০ হাজার শিক্ষার্থী দ্বিতীয় ডোজ নিয়েছে। এ হিসেবে এখনও টিকা পায়নি ৩৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী। আর এখনও ২১ লাখ শিক্ষার্থীর টিকা নিবন্ধন বাকি রয়েছে। এ কারণে খুব সহসাই সব শিক্ষার্থী ও শিক্ষকের টিকাদান সম্পন্ন হচ্ছে সেটি বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষার্থী ও শিক্ষকদের ন্যূনতম এক ডোজ হলেও করোনার টিকা দিতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। নিবন্ধনের দুই সপ্তাহের মধ্যে সবাইকে টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে করোনা টিকার জন্য ‘সুরক্ষা অ্যাপে’ নিবন্ধন করতে অনুরোধ করা হয়। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

সভায় বলা হয়, নিবন্ধন সম্পন্ন হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে, আবার যে যেখানে আছেন স্থানীয় টিকাকেন্দ্রে গিয়েও টিকা নিতে পারবে। আর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে ২৭ সেপ্টেম্বরের পরে যে কোন দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে।

সরকার গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে। শিক্ষক-কর্মচারীদের প্রায় ৯০ শতাংশকে টিকা দেয়ার পর স্কুল-কলেজ পর্যায়ের শ্রেণী কার্যক্রম উন্মুক্ত করে দেয়া হয়েছে। তবে এই স্তরের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।

জানতে চাইলে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র সদস্য ডা. আবু জামিল ফয়সাল সংবাদকে বলেন, ‘গণটিকা কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হলে ভালো হতো। সেটি হলে এখন সবাই টিকা পেয়ে যেতো। তবে মূল সমস্যা হলো- টিকার প্রাপ্যতা সংকট। একসঙ্গে বেশি টিকা পাওয়া যাচ্ছে না। অল্প অল্প করে টিকা আসছে। এ কারণে সমস্যা হচ্ছে।’

শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠক শেষে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান সংবাদকে জানান, ২৭ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে অনুরোধ করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি বলে জানান ইউজিসি সচিব।

সভায় যুক্ত থাকা একজন উপাচার্য সংবাদকে জানিয়েছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ্য থেকে বলা হয়েছে, সব শিক্ষক-শিক্ষার্থী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে দুই সপ্তাহের মধ্যে অন্তত প্রথম ডোজ টিকা দিয়ে হলেও ক্লাস রুমে ঢোকানো যাবে। এ ক্ষেত্রে ১৬-১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে।’ যদিও শিক্ষকদের বেশির ভাগই ইতোমধ্যে টিকা নিয়েছেন।

সভায় ইউজিসির পক্ষ্য থেকে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ২৬০টি কলেজেই শিক্ষার্থী রয়েছে ২৯ লাখ ৭৬ হাজারের মতো। মোট শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত (গতকাল) ১৭ লাখ ৫০ হাজার শিক্ষার্থী সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছে সাড়ে চার লাখ শিক্ষার্থী। আর দুই ডোজ নিয়েছে ৯০ হাজার শিক্ষার্থী।

ইউজিসি সচিব জানান, সব শিক্ষক-শিক্ষার্থী অন্তত টিকার প্রথম ডোজ নিলে বিশ্ববিদ্যালয় চাইলে তাদের আবাসন হল খুলে দিতে পারবে। তবে সে ক্ষেত্রে স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে টিকা প্রদান কার্যক্রম শুরু করতে হবে। ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনাই বেশি বলে জানান সচিব।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বলা হয়, যেসব শিক্ষার্থীর এনআইডি (জাতীয় পরিচয়পত্র) আছে অথচ টিকা নেননি তারা ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন সম্পন্ন করে টিকা নেবে। যাদের এনআইডি নেই তারা জন্মসনদ ব্যবহার করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থী হিসেবে ইউজিসি ওয়েবলিংকে প্রবেশ করে ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করবে। ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করার পর সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন সম্পন্ন করবে।

তবে যাদের জন্মসনদও নেই তারা আগে জন্মসনদ করে নিয়ে তারপর শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করবে। ‘শিক্ষার্থী নিবন্ধনের’ পর সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করে টিকা নিতে হবে। যদি কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বয়স ১৮ বছরের কম হয় সে ক্ষেত্রেও জন্ম সনদ ব্যবহার করে ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবে।

নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্রুত টিকা দেয়া সম্পন্ন করতে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৬ আগস্ট করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত ‘টেকনিক্যাল কমিটি’র সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। এতে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত হয়।

তখন জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয় খোলা শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে। তবে এর আগে সব বিশ্ববিদ্যালয় থেকে টিকা সংক্রান্ত তথ্য পাঠাতে হবে ইউজিসিতে। যেসব বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সেগুলো আগে খুলবে।

জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান সংবাদকে জানান, ৩০ অক্টোবরের আগে তাদের শিক্ষার্থীদের হলে আনার পরিকল্পনা নেই। তবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল অনুমোদন করলে হয়তো এক সপ্তাহ আগে হল খুলে দেয়া যেতে পারে।

বুয়েটের শিক্ষা কার্যক্রম অনলাইনে চলছে জানিয়ে তিনি বলেন, ‘অনলাইনে পরীক্ষাও চলছে, তা ২৭ সেপ্টেম্বর শেষ হবে। কোন শিক্ষার্থী যদি করোনার কারণে চলমান পরীক্ষা দিতে না পারে, তাহলে ২৭ সেপ্টেম্বরের পর তাদের সেই সুযোগ দেয়া হবে। এজন্য আরও দু’তিন সপ্তাহ লাগতে পারে। সময়সূচি অনুযায়ী আমাদের নতুন টার্ম শুরু হওয়ার কথা ৩০ অক্টোবর।’

ড. মিজানুর রহমান জানান, বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ৭০ শতাংশ ইতোমধ্যে টিকা নিয়েছেন। বাকিরা ৩০ অক্টোবরের মধ্যে টিকা নিয়ে নেবেন বলে তারা আশা করছেন।

ইউজিসি’র তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত দুই হাজার ২৬০টি সরকারি ও বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

back to top