কবি আবদুল হাই মাশরেকীর ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা আবদুল হাই মাশরেকীর সাহিত্যকীর্তির মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আলোচনা সভায় কবি ও সাংবাদিক ফয়সল আহমেদ এর সঞ্চালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সহ সভাপতি কবি আলম মাহবুব। এসময় স্বাগত বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসহাক।
আলোচনা আরো বক্তব্য রাখেন, আবদুল হাই মাশরেকীর পুত্র ও দৈনিক ডেসটিনির মফস্বল সম্পাদক নঈম মাশরেকী, কবি আবদুল হাই মাশরেকী পরিষদের সাধারণ সম্পাদক ও আয়কর আইনজীবী আজিজুল হাই সোহাগ, কলতান সংগীত একাডেমির পরিচালক দিপু মুহাম্মদ, কবি শহিদুল ইসলাম সেলিম, উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য এইচএম হাবিব, কোষাধ্যক্ষ মিসবাউল হক মালেক প্রমুখ।
মেঘের আকাশ, উন্মুক্ত প্রান্তর, আর মানুষের হৃদয়ের গভীর অনুভূতি—এসবের মিশেলে গড়ে ওঠা এক অনন্য সুরের নাম আবদুল হাই মাশরেকী। ‘আল্লাহ মেঘ দে, পানি দে’—এই কালজয়ী সুরের স্রষ্টার জন্মবার্ষিকীতে কণ্ঠে কণ্ঠে উঠলো তারই সৃষ্টি।
এসময় বক্তারা বলেন, কবি মাশরেকীর সাহিত্য অবদান শুধু গানের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি ছিলেন বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। অথচ এই কালজয়ী স্রষ্টার যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি আজও অধরা।
সভায় বক্তারা একযোগে কবির প্রতি মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি জানান। তারা বলেন, এমন একজন লেখক যিনি শোষিত মানুষের ব্যথা-বেদনা গান ও কবিতায় ধারণ করেছেন, তাকে অবহেলিত রাখা আমাদের জাতিগত ব্যর্থতা।
সমাপ্তি লগ্নে আবদুল হাই মাশরেকীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার রচিত কিছু জনপ্রিয় গানের সুরে আলোচিত এই সন্ধ্যায় হৃদয়ে যেন ভেসে এল এক চিরায়ত বাংলার সুর।
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
কবি আবদুল হাই মাশরেকীর ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা আবদুল হাই মাশরেকীর সাহিত্যকীর্তির মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আলোচনা সভায় কবি ও সাংবাদিক ফয়সল আহমেদ এর সঞ্চালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সহ সভাপতি কবি আলম মাহবুব। এসময় স্বাগত বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসহাক।
আলোচনা আরো বক্তব্য রাখেন, আবদুল হাই মাশরেকীর পুত্র ও দৈনিক ডেসটিনির মফস্বল সম্পাদক নঈম মাশরেকী, কবি আবদুল হাই মাশরেকী পরিষদের সাধারণ সম্পাদক ও আয়কর আইনজীবী আজিজুল হাই সোহাগ, কলতান সংগীত একাডেমির পরিচালক দিপু মুহাম্মদ, কবি শহিদুল ইসলাম সেলিম, উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য এইচএম হাবিব, কোষাধ্যক্ষ মিসবাউল হক মালেক প্রমুখ।
মেঘের আকাশ, উন্মুক্ত প্রান্তর, আর মানুষের হৃদয়ের গভীর অনুভূতি—এসবের মিশেলে গড়ে ওঠা এক অনন্য সুরের নাম আবদুল হাই মাশরেকী। ‘আল্লাহ মেঘ দে, পানি দে’—এই কালজয়ী সুরের স্রষ্টার জন্মবার্ষিকীতে কণ্ঠে কণ্ঠে উঠলো তারই সৃষ্টি।
এসময় বক্তারা বলেন, কবি মাশরেকীর সাহিত্য অবদান শুধু গানের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি ছিলেন বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। অথচ এই কালজয়ী স্রষ্টার যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি আজও অধরা।
সভায় বক্তারা একযোগে কবির প্রতি মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি জানান। তারা বলেন, এমন একজন লেখক যিনি শোষিত মানুষের ব্যথা-বেদনা গান ও কবিতায় ধারণ করেছেন, তাকে অবহেলিত রাখা আমাদের জাতিগত ব্যর্থতা।
সমাপ্তি লগ্নে আবদুল হাই মাশরেকীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার রচিত কিছু জনপ্রিয় গানের সুরে আলোচিত এই সন্ধ্যায় হৃদয়ে যেন ভেসে এল এক চিরায়ত বাংলার সুর।