alt

রাজনীতি

ফ্যাসিবাদ ও তাদের দোসররা দেশে সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট তৈরির চেষ্টা করছে : বিএনপি

সংবাদ অনলাইন রিপোর্ট : শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে নানা আলোচনা ও উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়াকে ভালো চোখে দেখছে না বিএনপি। রাষ্ট্রপতিকে অপসারণের দাবিকে সন্দেহের চোখে দেখছে দলটি। এসবের মধ্যে ষড়যন্ত্রের আভাস রয়েছে বলে মনে করছেন দলটির নেতারা। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম মনে করছে, ফ্যাসিবাদ ও তাদের দোসররা দেশে সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট তৈরির চেষ্টা করছে।

দেশে কোনো সাংবিধানিক সংকট তৈরি না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি ইস্যুতে তারেক রহমান এমন দাবি করেছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফারুক। তিনি বলেন, ‘ছাত্রলীগকে কেবল নিষিদ্ধ করলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের স্যালুট করি। কিন্তু দেশে কোনো রাজনৈতিক সংকট তৈরি করা যাবে না। সেটি চিন্তা করে আমরা সবাই কাজ করবো। পতিত সরকারের দোসররা এখনও বহাল রয়েছে। তাদের হাতে বিভিন্ন অস্ত্র আছে।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া আলটিমেটামের মাঝে ২৩ অক্টোবর বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলটির বক্তব্য তুলে ধরেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে শুন্যতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, যা দেশে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করবে। সুতরাং ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে।’ রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্র উত্তরণের পথ বিলম্বিত বা বাধাগ্রস্ত হয় তা জাতির জন্য মঙ্গলময় হবে না বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন।

বুধবার রাতে শহীদ মিনারে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে সংবিধান বাতিল ও রাষ্ট্রপতিকে অপসারণের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

সংবাদ সম্মেলনে বিএনপির উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির এখনও নির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি।’ বিক্ষিপ্ত মন্তব্য না করে নির্দিষ্টভাবে রাজনৈতিক দলগুলোর মতামত দেয়ার জন্য আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক সরগরম অবস্থায় গত মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র নেতাদের ভার্চুয়াল বৈঠক হয়। সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে সজাগ থাকার সিদ্ধান্ত হয় বৈঠকে। এর ধারাবাহিকতায় বুধবার স্পর্শকাতর বিষয়টিকে নিয়ে দলটি নিজেদের অবস্থান পরিষ্কার করে।

নেতাদের মতে, রাষ্ট্রপতি কোনো প্রেক্ষাপটে কতটা গুরুত্বের সঙ্গে এ কথা বলেছেন, তাও বোঝার চেষ্টা করছে তারা। তবে দলের নেতাদের প্রায় সবাই একমত যে, এখন রাষ্ট্রপতিকে অপসারণ করা ঠিক হবে না।

বৈঠক সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের ঘটনাক্রমের ওপর বিশ্লেষণ করেছে দলটি। দলের নেতারা মনে করেন, যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। এর পরপরই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি, বঙ্গভবন ঘেরাওসহ হঠাৎ ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় সেই সন্দেহ আরও বাড়িয়েছে। দলের নেতারা মনে করছেন, পুরো প্রক্রিয়া নিয়েই দুরভিসন্ধি আছে।

এর আগে বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির তিনজন নেতা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা দলের অবস্থান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। রাষ্ট্রপতির অপসারণ নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট হওয়ার পর এখন এই প্রক্রিয়া কতদূর আগায়, সেটা পর্যবেক্ষণ করবে দলটি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে বলা হয় ‘এই ইস্যুতে সংকট সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।’

দলের একাধিক নেতা বলেন, রাষ্ট্রপতিকে সরানোর পেছনে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার প্রক্রিয়া আছে কিনা, তা নিয়েও ভাবছেন তারা। আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দেয়ার সুযোগ আছে কিনা, সে প্রশ্নও আছে বলে মনে করেন তারা। দলের নেতাদের প্রায় সবাই একমত যে, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা ঠিক হবে না।

ছবি

শেখ হাসিনা দিল্লির সুরক্ষিত এলাকায় অবস্থান করছেন, ভারতের প্রিন্টের প্রতিবেদন

ছবি

ছাত্রলীগ নিষিদ্ধ, হাসনাত লিখলেন ‘ঈদ মোবারক’

ছবি

ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা, বৈষম্যবিরোধী আন্দোলনে উচ্ছ্বাস

ছবি

আওয়ামী লীগ-জাপাসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

ছবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় খালাস

ছবি

রাষ্ট্রপতি পদে শূন্যতা সৃষ্টি করতে ফ্যাসিবাদের দোসররা চক্রান্ত করছে: সালাহ উদ্দিন

ছবি

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর দাবি: জামায়াতের আপিল বিভাগে আবেদন

ছবি

দেশে নতুন সংকট তৈরি হোক চাই না : নজরুল ইসলাম খান

ছবি

৮ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর

ছবি

বিএনপির আহ্বান: রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে রাজনৈতিক সংকট এড়াতে সতর্কতা প্রয়োজন

ছবি

নিবন্ধন ফিরে পাওয়ার পথে এক ধাপ এগোল জামায়াত

ছবি

আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন

ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র হামলা

ছবি

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

ছবি

শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকায় ছাত্রলীগের সাবেক নেতাদের বিক্ষোভ মিছিল

ছবি

বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিতে ডিএনএ নমুনা দিলেন মেয়ে

ছবি

নতুন এমডি আসছে সরকারি ১০ ব্যাংকে

ছবি

সাবেক মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

ছবি

দাবি আদায়ের আন্দোলনে ছুটির দিনে সরগরম ঢাকা

ছবি

সংলাপের বাইরে আওয়ামী লীগ, নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তুতি

ছবি

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় সমালোচনা: রিজভী

ছবি

প্রয়োজন পড়েনি, তাই ডাকেনি: চুন্নু

ছবি

শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে খুনিকে আশ্রয় দেয়া: রিজভী

ছবি

শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে ডিবি

অনভিজ্ঞ সরকারকে রাষ্ট্র পরিচালনায় পরামর্শ দিতে চায় বিএনপি

ছবি

পাঁচবিবিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি

ছবি

শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা, আদালত অবমাননার অভিযোগ

ছবি

বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না এ সরকার : উপদেষ্টা নাহিদ

ছবি

‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরী মারা গেছেন

ছবি

বৈষম্য বিরোধী আন্দোলনের দুই সমন্ময়ককে রংপুরে অবাঞ্চিত করার নেপথ্যে

ছবি

হাসনাত-সারজিসকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা

ছবি

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি: সরকারের উদাসীনতায় উদ্বেগ প্রকাশ বিএনপির

ছবি

আওয়ামী লীগের তৈরি আইনেই তাদের বিচার করতে হবে: জামায়াতের আমির

ছবি

নারায়ণগঞ্জে দখল ও চাঁদাবাজি : ওসমানদের শুন্যস্থানে বিএনপির লোক

ছবি

আমি আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই : এম এ মান্নান

ছবি

কারাগারে সাবেক এমপি বোমা মানিক

tab

রাজনীতি

ফ্যাসিবাদ ও তাদের দোসররা দেশে সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট তৈরির চেষ্টা করছে : বিএনপি

সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে নানা আলোচনা ও উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়াকে ভালো চোখে দেখছে না বিএনপি। রাষ্ট্রপতিকে অপসারণের দাবিকে সন্দেহের চোখে দেখছে দলটি। এসবের মধ্যে ষড়যন্ত্রের আভাস রয়েছে বলে মনে করছেন দলটির নেতারা। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম মনে করছে, ফ্যাসিবাদ ও তাদের দোসররা দেশে সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট তৈরির চেষ্টা করছে।

দেশে কোনো সাংবিধানিক সংকট তৈরি না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি ইস্যুতে তারেক রহমান এমন দাবি করেছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফারুক। তিনি বলেন, ‘ছাত্রলীগকে কেবল নিষিদ্ধ করলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের স্যালুট করি। কিন্তু দেশে কোনো রাজনৈতিক সংকট তৈরি করা যাবে না। সেটি চিন্তা করে আমরা সবাই কাজ করবো। পতিত সরকারের দোসররা এখনও বহাল রয়েছে। তাদের হাতে বিভিন্ন অস্ত্র আছে।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া আলটিমেটামের মাঝে ২৩ অক্টোবর বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলটির বক্তব্য তুলে ধরেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে শুন্যতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, যা দেশে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করবে। সুতরাং ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে।’ রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্র উত্তরণের পথ বিলম্বিত বা বাধাগ্রস্ত হয় তা জাতির জন্য মঙ্গলময় হবে না বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন।

বুধবার রাতে শহীদ মিনারে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে সংবিধান বাতিল ও রাষ্ট্রপতিকে অপসারণের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

সংবাদ সম্মেলনে বিএনপির উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির এখনও নির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি।’ বিক্ষিপ্ত মন্তব্য না করে নির্দিষ্টভাবে রাজনৈতিক দলগুলোর মতামত দেয়ার জন্য আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক সরগরম অবস্থায় গত মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র নেতাদের ভার্চুয়াল বৈঠক হয়। সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে সজাগ থাকার সিদ্ধান্ত হয় বৈঠকে। এর ধারাবাহিকতায় বুধবার স্পর্শকাতর বিষয়টিকে নিয়ে দলটি নিজেদের অবস্থান পরিষ্কার করে।

নেতাদের মতে, রাষ্ট্রপতি কোনো প্রেক্ষাপটে কতটা গুরুত্বের সঙ্গে এ কথা বলেছেন, তাও বোঝার চেষ্টা করছে তারা। তবে দলের নেতাদের প্রায় সবাই একমত যে, এখন রাষ্ট্রপতিকে অপসারণ করা ঠিক হবে না।

বৈঠক সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের ঘটনাক্রমের ওপর বিশ্লেষণ করেছে দলটি। দলের নেতারা মনে করেন, যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। এর পরপরই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি, বঙ্গভবন ঘেরাওসহ হঠাৎ ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় সেই সন্দেহ আরও বাড়িয়েছে। দলের নেতারা মনে করছেন, পুরো প্রক্রিয়া নিয়েই দুরভিসন্ধি আছে।

এর আগে বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির তিনজন নেতা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা দলের অবস্থান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। রাষ্ট্রপতির অপসারণ নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট হওয়ার পর এখন এই প্রক্রিয়া কতদূর আগায়, সেটা পর্যবেক্ষণ করবে দলটি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে বলা হয় ‘এই ইস্যুতে সংকট সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।’

দলের একাধিক নেতা বলেন, রাষ্ট্রপতিকে সরানোর পেছনে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার প্রক্রিয়া আছে কিনা, তা নিয়েও ভাবছেন তারা। আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দেয়ার সুযোগ আছে কিনা, সে প্রশ্নও আছে বলে মনে করেন তারা। দলের নেতাদের প্রায় সবাই একমত যে, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা ঠিক হবে না।

back to top