চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৩ জানুয়ারি বুধবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়। এ সময় মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন হবে। এরমধ্যে ৩১টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ২৫টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ ১৭ জানুয়ারি, বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি।
উল্লেখ্য, দেশে ৩২৯টি পৌরসভার মধ্যে মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন উপযোগী ২০৬টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
৫৬ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রর্থীদের তালিকা দেখতে ক্লিক করুন।
বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৩ জানুয়ারি বুধবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়। এ সময় মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন হবে। এরমধ্যে ৩১টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ২৫টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ ১৭ জানুয়ারি, বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি।
উল্লেখ্য, দেশে ৩২৯টি পৌরসভার মধ্যে মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন উপযোগী ২০৬টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
৫৬ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রর্থীদের তালিকা দেখতে ক্লিক করুন।