alt

খেলা

ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসি

চেলসি ৩ : পিএসজি ০

সংবাদ স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বিশ্ব ক্লাব ফুটবলে শিরোপা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে চেলসি খেলোয়াড়দের উল্লাস

বড় মঞ্চে নিজের সেরাটা মেলে ধরলেন কোল পালমার। নিজে করলেন জোড়া গোল, অবদান রাখলেন সতীর্থের গোলে।

ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে স্রেফ গুঁড়িয়ে দিয়ে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি।

গতকাল রোববারের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে ফাইনালে ৩-০ গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লীগের দলটি। সব গোলই হয়েছে প্রথমার্ধে। অন্য গোলটি করেন জোয়াও পেদ্রো, যিনি জোড়া গোল করেছিলেন সেমিফাইনালে।

দুর্দান্ত সময় কাটানো এই মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লীগ জয়সহ মোট ৪টি ট্রফি জিতে নেয় প্যারিসের ক্লাব পিএসজি। এই ফাইনালেও তাদের এগিয়ে রাখা হচ্ছিল সবচেয়ে বেশি। ফাইনালের আগে ৬ ম্যাচে তারা স্রেফ একটি গোল হজম করেছিল বতাফোগোর বিপক্ষে বিস্ময়করভাবে ১-০ ব্যবধানে হারের দিনে। বিপরীতে গোল করেছিল মোট ১৬টি, যার চারটি সেমিফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে। কিন্তু ফাইনালে চেলসির সামনে পাত্তাই পেল না লুইস এনরিকের দল।

এন্টসো মারেস্কার কোচিংয়ে চেলসি মৌসুম শেষ করলো দ্বিতীয় ট্রফি জিতে। গত মে মাসে তারা উয়েফা কনফারেন্স লীগ জয়ের স্বাদ পায় ফাইনালে রেয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে।

চেলসির এবারের সাফল্যে বড় অবদান আছে গোলরক্ষক রবের্ত সানচেসেরও। চেলসির ১০ শটের ৫টি লক্ষ্যে ছিল।

সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসিকে ২-০ গোলে হারিয়ে আসা চেলসি আক্রমণাত্মক শুরু করে পিএসজির বিপক্ষে। ২২তম মিনিটে এগিয়ে যায় চেলসি। গোলরক্ষকের লম্বা করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে মালো গিস্তোর শট রক্ষণে প্রতিহত হওয়ার পর এই ডিফেন্ডার খুঁজে নেন পালমারকে। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠান ২৩ বছর বয়সী ইংলিশ উইঙ্গার।

আট মিনিট পর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন পালমার। নিজেদের সীমানা থেকে ডিফেন্ডার লিভাই কলউইলের উঁচু করে বাড়ানো বল ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন তিনি, জায়গা বানিয়ে বাঁ পায়ের আরেকটি নিচু শটে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে খুঁজে নেন জাল। পিএসজিকে কোণঠাসা করে ৪৩তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় চেলসি। এই গোলেও জড়িয়ে আছে পালমারের নাম। তিনি পাস দেন বক্সে, অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে প্রথম স্পর্শে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান জোয়াও পেদ্রো।

চেলসির হয়ে তিন ম্যাচে পেদ্রোর গোল হলো তিনটি। নতুন ঠিকানায় প্রথমবার শুরুর একাদশে নেমেই ছেলেবেলার ক্লাব ফ্লুমিনেসির বিপক্ষে চোখ ধাঁধানো দুটি গোল করেছিলেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি দারুণ সেভ করেন সানচেস। জোয়াও নেভেসের হেড ঝাঁপিয়ে ঠেকান তিনি।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। পেছন থেকে কুকুরেইয়ার চুল টেনে ধরায় ভিএআরের সাহায্যে পিএসজি মিডফিল্ডার জোয়াও নেভেসকে লাল কার্ড দেখান রেফারি।

বাকি সময়ে আর কেউ কিছু করতে পারেনি। শেষ বাঁশি বাজার পর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের কয়েক জন। জোয়াও পেদ্রোর মুখে আঘাত করেন পিএসজি কোচ এনরিকে।

একটু পর অবশ্য বাধভাঙা উদ্যাপনে মেতে ওঠে গোটা চেলসি শিবির। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে শিরোপা লড়াই উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পরে পুরস্কার বিতরণী মঞ্চে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালদের মেডেল ও চ্যাম্পিয়ন অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন তারা। গতবার ক্লাব বিশ্বকাপ জিতেছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আরও একবার বিশ্বের সেরা ক্লাবের তকমা পেল প্রিমিয়ার লীগেরই এক দল।

খেলোয়াড়দের ঠেকাতেই সেখানে ছিলাম: পিএসজি কোচ

ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারের পর ম্যাচ শেষে হট্টগোলের কেন্দ্রে ছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। তবে তিনি দাবি করেছেন, খেলোয়াড়দের ঠেকাতেই তিনি সেখানে ছিলেন, কোনো আগ্রাসনের উদ্দেশ্য ছিল না।

এনরিকে জানিয়েছেন, পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছিলেন তিনি। সংবাদ সম্মেলনে বলেন, ‘ম্যাচ শেষে প্রচণ্ড চাপ থাকে। আমি আমার আবেগ প্রকাশ করেছি, তবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে নয়। সবাই ওই মুহূর্তে জড়িত ছিল। এটা অবশ্যই কাক্সিক্ষত ছিল না, তবে ম্যাচের চাপে এমন হয়ে থাকে। আমি শুধু খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করছিলাম যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।’

তিনি আরও বলেন, ‘আমি চেলসি কোচ এনজো মার্সেকাকে দেখেছি, তিনি ধাক্কাধাক্কিতে জড়িয়েছেন। সবাইকে সরাতে হচ্ছিল। চাপ ঠিক কোথা থেকে এলো তা নিশ্চিত না, তবে এমন পরিস্থিতি এড়ানোই উচিত।’

তবে সেই ঘটনার কয়েক মিনিট পর এনরিকে তার এক সহকারীর সঙ্গে আলোচনা করেন। ডিএজেডএনের সম্প্রচারে ঠোঁটের ভাষা বিশ্লেষণ করে দেখা যায়, তিনি তখন বলেন, ‘আমি বোকামি করেছি। ও এভাবে দাঁড়িয়ে ছিল, ও আমাকে ধাক্কা দেয়, আমি ওকে ছুঁতে গেলেই সে পড়ে যায়।’

চেলসির জোয়াও পেদ্রো অবশ্য এ নিয়ে বাড়তি কিছু বলতে চাননি। ম্যাচ শেষে মিক্সড জোনে তিনি বলেন, ‘আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না। সবাই জিততে চায়—শেষে ওরা মাথা ঠান্ডা রাখতে পারেনি। এটা স্বাভাবিক। এমন ঘটনা ফুটবলে ঘটে থাকে। আমরা জিতেছি, এখন সেটি উপভোগ করাই আসল কথা।’

ছবি

প্রথম উইম্বলডন জিতলেন ইতালির সিনার

ছবি

সিরাজের জরিমানা

ছবি

যতদিন উপভোগ করবো, খেলে যাবো: সাকিব

ছবি

জাতীয় ব্যাডমিন্টন উদ্বেধান করলেন বিসিবি সভাপতি

ছবি

সালাউদ্দিনের আমলের ২০ কোটি টাকার হিসাব চেয়ে বাফুফেকে চিঠি

কোচদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক

ছবি

বাংলাদেশের সামনে আজ ভুটান

সাকিবের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নিতে পারব: বুলবুল

ছবি

সিরিজ জেতার সুযোগ: শামীম

ছবি

লিটনের ঝলকে বড় জয়, সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

ছবি

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি, জোড়া গোল পালমারের

টিভিতে আজকের খেলা

ছবি

মার্কিন লীগে টানা ৫ ম্যাচে মেসির জোড়া গোল

ছবি

সাফ ট্রফির পথে আরও এগিয়ে গেলো বাংলাদেশ

ছবি

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জ

ছবি

প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়াটেক

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকেট অনলাইনে বিক্রি

ছবি

ক্লাব বিশ্বকাপ ‘বড় সাফল্য’: ফিফা সভাপতি

জাতীয় ব্যাডমিন্টন শুরু সোমবার

ছবি

অলিম্পিক স্বর্ণ পদক লক্ষ্য সাবার

ছবি

প্রবাসী নারী বক্সার জিনাতের স্বর্ণজয়

রাজশাহী মহানগর ও পুঠিয়া সেমিতে

ছবি

অবশেষে সাদা বলের ক্রিকেটে রান পেয়েছেন লিটন দাস

ছবি

টানা ৫ ম্যাচে জোড়া গোলে অপ্রতিরোধ্য মেসি

টিভিতে আজকের খেলা

ছবি

উইম্বলডনের ফাইনালে ৬-০, ৬-০ জয়ে ইতিহাস গড়লেন শিয়াওতেক, অ্যানিসিমোভাকে দিলেন কেবল প্রশংসা

ছবি

রবিবার বাংলাদেশের সামনে হিমালয় কন্যারা

ছবি

দলের প্রশংসায় পিএসজি কোচ

ছবি

‘সাকিবের জন্য দরজা খোলা এখানে সেকেন্ড চয়েস নেই’

ছবি

পিএসজিকে থামাতে চায় চেলসি

ছবি

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

ছবি

চেলসিকে নিয়ে আশাবাদী কোচ

ছবি

জো রুটের বিশ্বরেকর্ড

সাঁতারে মিশরীয় কোচ সাইদ

ছবি

সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের

টিভিতে আজকের খেলা

tab

খেলা

ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসি

চেলসি ৩ : পিএসজি ০

সংবাদ স্পোর্টস ডেস্ক

বিশ্ব ক্লাব ফুটবলে শিরোপা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে চেলসি খেলোয়াড়দের উল্লাস

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বড় মঞ্চে নিজের সেরাটা মেলে ধরলেন কোল পালমার। নিজে করলেন জোড়া গোল, অবদান রাখলেন সতীর্থের গোলে।

ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে স্রেফ গুঁড়িয়ে দিয়ে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি।

গতকাল রোববারের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে ফাইনালে ৩-০ গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লীগের দলটি। সব গোলই হয়েছে প্রথমার্ধে। অন্য গোলটি করেন জোয়াও পেদ্রো, যিনি জোড়া গোল করেছিলেন সেমিফাইনালে।

দুর্দান্ত সময় কাটানো এই মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লীগ জয়সহ মোট ৪টি ট্রফি জিতে নেয় প্যারিসের ক্লাব পিএসজি। এই ফাইনালেও তাদের এগিয়ে রাখা হচ্ছিল সবচেয়ে বেশি। ফাইনালের আগে ৬ ম্যাচে তারা স্রেফ একটি গোল হজম করেছিল বতাফোগোর বিপক্ষে বিস্ময়করভাবে ১-০ ব্যবধানে হারের দিনে। বিপরীতে গোল করেছিল মোট ১৬টি, যার চারটি সেমিফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে। কিন্তু ফাইনালে চেলসির সামনে পাত্তাই পেল না লুইস এনরিকের দল।

এন্টসো মারেস্কার কোচিংয়ে চেলসি মৌসুম শেষ করলো দ্বিতীয় ট্রফি জিতে। গত মে মাসে তারা উয়েফা কনফারেন্স লীগ জয়ের স্বাদ পায় ফাইনালে রেয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে।

চেলসির এবারের সাফল্যে বড় অবদান আছে গোলরক্ষক রবের্ত সানচেসেরও। চেলসির ১০ শটের ৫টি লক্ষ্যে ছিল।

সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসিকে ২-০ গোলে হারিয়ে আসা চেলসি আক্রমণাত্মক শুরু করে পিএসজির বিপক্ষে। ২২তম মিনিটে এগিয়ে যায় চেলসি। গোলরক্ষকের লম্বা করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে মালো গিস্তোর শট রক্ষণে প্রতিহত হওয়ার পর এই ডিফেন্ডার খুঁজে নেন পালমারকে। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠান ২৩ বছর বয়সী ইংলিশ উইঙ্গার।

আট মিনিট পর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন পালমার। নিজেদের সীমানা থেকে ডিফেন্ডার লিভাই কলউইলের উঁচু করে বাড়ানো বল ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন তিনি, জায়গা বানিয়ে বাঁ পায়ের আরেকটি নিচু শটে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে খুঁজে নেন জাল। পিএসজিকে কোণঠাসা করে ৪৩তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় চেলসি। এই গোলেও জড়িয়ে আছে পালমারের নাম। তিনি পাস দেন বক্সে, অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে প্রথম স্পর্শে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান জোয়াও পেদ্রো।

চেলসির হয়ে তিন ম্যাচে পেদ্রোর গোল হলো তিনটি। নতুন ঠিকানায় প্রথমবার শুরুর একাদশে নেমেই ছেলেবেলার ক্লাব ফ্লুমিনেসির বিপক্ষে চোখ ধাঁধানো দুটি গোল করেছিলেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি দারুণ সেভ করেন সানচেস। জোয়াও নেভেসের হেড ঝাঁপিয়ে ঠেকান তিনি।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। পেছন থেকে কুকুরেইয়ার চুল টেনে ধরায় ভিএআরের সাহায্যে পিএসজি মিডফিল্ডার জোয়াও নেভেসকে লাল কার্ড দেখান রেফারি।

বাকি সময়ে আর কেউ কিছু করতে পারেনি। শেষ বাঁশি বাজার পর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের কয়েক জন। জোয়াও পেদ্রোর মুখে আঘাত করেন পিএসজি কোচ এনরিকে।

একটু পর অবশ্য বাধভাঙা উদ্যাপনে মেতে ওঠে গোটা চেলসি শিবির। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে শিরোপা লড়াই উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পরে পুরস্কার বিতরণী মঞ্চে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালদের মেডেল ও চ্যাম্পিয়ন অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন তারা। গতবার ক্লাব বিশ্বকাপ জিতেছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আরও একবার বিশ্বের সেরা ক্লাবের তকমা পেল প্রিমিয়ার লীগেরই এক দল।

খেলোয়াড়দের ঠেকাতেই সেখানে ছিলাম: পিএসজি কোচ

ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারের পর ম্যাচ শেষে হট্টগোলের কেন্দ্রে ছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। তবে তিনি দাবি করেছেন, খেলোয়াড়দের ঠেকাতেই তিনি সেখানে ছিলেন, কোনো আগ্রাসনের উদ্দেশ্য ছিল না।

এনরিকে জানিয়েছেন, পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছিলেন তিনি। সংবাদ সম্মেলনে বলেন, ‘ম্যাচ শেষে প্রচণ্ড চাপ থাকে। আমি আমার আবেগ প্রকাশ করেছি, তবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে নয়। সবাই ওই মুহূর্তে জড়িত ছিল। এটা অবশ্যই কাক্সিক্ষত ছিল না, তবে ম্যাচের চাপে এমন হয়ে থাকে। আমি শুধু খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করছিলাম যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।’

তিনি আরও বলেন, ‘আমি চেলসি কোচ এনজো মার্সেকাকে দেখেছি, তিনি ধাক্কাধাক্কিতে জড়িয়েছেন। সবাইকে সরাতে হচ্ছিল। চাপ ঠিক কোথা থেকে এলো তা নিশ্চিত না, তবে এমন পরিস্থিতি এড়ানোই উচিত।’

তবে সেই ঘটনার কয়েক মিনিট পর এনরিকে তার এক সহকারীর সঙ্গে আলোচনা করেন। ডিএজেডএনের সম্প্রচারে ঠোঁটের ভাষা বিশ্লেষণ করে দেখা যায়, তিনি তখন বলেন, ‘আমি বোকামি করেছি। ও এভাবে দাঁড়িয়ে ছিল, ও আমাকে ধাক্কা দেয়, আমি ওকে ছুঁতে গেলেই সে পড়ে যায়।’

চেলসির জোয়াও পেদ্রো অবশ্য এ নিয়ে বাড়তি কিছু বলতে চাননি। ম্যাচ শেষে মিক্সড জোনে তিনি বলেন, ‘আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না। সবাই জিততে চায়—শেষে ওরা মাথা ঠান্ডা রাখতে পারেনি। এটা স্বাভাবিক। এমন ঘটনা ফুটবলে ঘটে থাকে। আমরা জিতেছি, এখন সেটি উপভোগ করাই আসল কথা।’

back to top