মেসি ও আলবা
মেজর লীগের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি খেলবেন না অল স্টার ম্যাচের দলে। তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাও খেলবেন না মেক্সিকোর লীগা এমএক্সের বিপক্ষে অল স্টার ম্যাচেচ।
মায়ামির কেবল মেসি ও আলবাই জায়গা পেয়েছিলেন মেজর লীগ সকারের প্রাথমিক দলে। অল স্টার ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেয়ায় আগামী শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে নিষেধাজ্ঞা পেতে পারেন মেসি। মেজর লীগ সকারের নিয়ামানুযায়ী, চোট না পাওয়া কোনো খেলোয়াড় অল স্টার ম্যাচে থেকে নিজেকে সরিয়ে নিলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। আর্জেন্টিনা অধিনায়কের চোটের কোনো খবর এখনও তার দল জানায়নি। সেক্ষেত্রে শাস্তি হয়তো পেতেই হবে চলতি মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোল করা অভিজ্ঞ ফরোয়ার্ডের।
মেসি ও আলবা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
মেজর লীগের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি খেলবেন না অল স্টার ম্যাচের দলে। তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাও খেলবেন না মেক্সিকোর লীগা এমএক্সের বিপক্ষে অল স্টার ম্যাচেচ।
মায়ামির কেবল মেসি ও আলবাই জায়গা পেয়েছিলেন মেজর লীগ সকারের প্রাথমিক দলে। অল স্টার ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেয়ায় আগামী শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে নিষেধাজ্ঞা পেতে পারেন মেসি। মেজর লীগ সকারের নিয়ামানুযায়ী, চোট না পাওয়া কোনো খেলোয়াড় অল স্টার ম্যাচে থেকে নিজেকে সরিয়ে নিলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। আর্জেন্টিনা অধিনায়কের চোটের কোনো খবর এখনও তার দল জানায়নি। সেক্ষেত্রে শাস্তি হয়তো পেতেই হবে চলতি মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোল করা অভিজ্ঞ ফরোয়ার্ডের।